Viral Video: হোলির পার্টিতে শাহরুখের কোলে চেপে চৌবাচ্চায় ডুব গৌরীর, প্রেমের পুরনো ভিডিও ভাইরাল!

Last Updated:

শুক্রবার হোলির দিনে সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে শাহরুখ ও গৌরীর হোলির পার্টির এক পুরনো ভিডিও (Viral Video)।

Viral Video
Viral Video
#মুম্বই: শাহরুখ খান ও গৌরী খানের প্রেমের গল্প শুনলে অনেকেই ঈর্ষান্বিত হন (Shah Rukh Khan and Gauri Khan)। শোনা যায়, গৌরীকে বিয়ে করার জন্য নাকি পাঁচ বছর হিন্দু সেজেছিলেন শাহরুখ খান। বলিউডের এমন সুপারহিট রোম্যান্সিং কিং শাহরুখ খানের সঙ্গে বিভিন্ন সময় অনেকেরই নাম জড়িয়েছে। তবে গৌরী ও শাহরুখের সম্পর্কে কোনও ছেদ পড়েনি (Shah Rukh Khan and Gauri Khan)। তিন সন্তানের বাবা-মা শাহরুখ ও গৌরী আজও একইরকম রয়ে গিয়েছেন। শাহরুখ নিজে মুখেই বিভিন্ন সময় বলেছেন, কেরিয়ারের প্রতিটা পদে গৌরীকে পাশে পেয়েছেন তিনি।
শুক্রবার হোলির দিনে সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে শাহরুখ ও গৌরীর হোলির পার্টির এক পুরনো ভিডিও (Viral Video)। ভক্তদের মন ফের একবার জয় করেছেন সেলেব জুটির কেমিস্ট্রি। বর্তমানে তাঁদের এমন হোলির পার্টিতে দেখা না গেলেও, একটা সময় তাঁরা চুটিয়ে মজা করতেন এই বিশেষ দিনে। একাধিক হোলি পার্টি হোস্টও করতে দেখা গিয়েছিল একাধিকবার খান দম্পতিকে। (Viral Video)
advertisement
advertisement
আরও পড়ুন: শেষ হল একটা যুগ, 'দেব'-হীন হল সিপিএম!
একবার পরিচালক সুভাষ ঘাইয়ের হোলির পার্টিতে দেখা গিয়েছিল শাহরুখ খান ও গৌরী খানকে। আবীর মেখে সামান্য সেলিব্রেশন নয়, একেবারে বাদুড়ে রঙে মুখ ভরে গিয়েছে শাহরুখ ও গৌরীর। সেখানে চৌবাচ্চায় জল ভরা হয়েছে। কখনও সেখানে গিয়ে শাহরুখ নেমে পড়ছেন। কখনও আবার গৌরীকে কোলে করে নিয়ে এসে জলে ফেলছেন শাহরুখ। রঙে রঙিন সেলেব দম্পতিকে এক নজরে চেনাই যেন দায়। (Viral Video)
advertisement
শাহরুখের ভক্তরা এখনও তাঁর পুরনো ভিডিও দেখে নস্ট্যালজিক হয়ে পড়েন। সম্প্রতি বড় ছেলে আরিয়ান খান মাদককাণ্ডে গ্রেফতারি ও পরে জামিনের সময়কালে মাসখানেক নিস্তব্ধ থেকে ফের স্বমহিমায় ধরা দিয়েছেন শাহরুখ খান। 'পাঠান'-এর টিজার প্রকাশ্যে আসার পর থেকেই কিং খানের প্রত্যাবর্তন নিয়ে উন্মাদনা তুঙ্গে। সম্প্রতি স্পেনে সেই ছবির শ্যুটিংয়ে গিয়েছিলেন শাহরুখ খান।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: হোলির পার্টিতে শাহরুখের কোলে চেপে চৌবাচ্চায় ডুব গৌরীর, প্রেমের পুরনো ভিডিও ভাইরাল!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement