Viral Video: বাথটবে যৌনতা! শরীর সামান্য ঢাকা ! উরফিকে টেক্কা দিতে এলেন গহনা! ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Viral Video: সাহসীকতার চরম পর্যায়। কিছুই নেই শরীরে! বাথটবে যৌনতায় মাখামাখি! ভাইরাল বলি নায়িকা গহনার ভিডিও
#মুম্বই: গহনা বশিষ্ঠ! তাঁর আসল নাম বন্দনা তিওয়ারি! নিজের নাম বদলে নেন বলিউডের এই নায়িকা। মডেলিং দিয়েই কেরিয়ারের সূচনা। ছত্তিশগড় থেকে সোজা পারি মুম্বই! প্রথমে তাঁকে দেখা যায় 'ফিল্মি দুনিয়া' ছবিতে। এর পর তেলেগু ছবিতেও অভিনয় করতে দেখা যায় তাঁকে। বহু কোম্পানির হয়ে শ্যুট করেছেন তিনি। টেলিভিশনের জনপ্রিয় মুখ গহনা। কিন্তু এতো হল তাঁর কাজের পরিচয়। ইনস্টাগ্রামে গহনা একেবারে অন্যরকম।
গহন মিস এশিয়া বিকিনি গার্ল। বিকিনি গার্ল কন্টেস্টের শিরোপা জেতেন তিনি। তারপরেই বদলে যায় ভাগ্য। ইনস্টাগ্রামে মাঝে মধ্যেই বোল্ড ছবি পোস্ট করেন গহনা। শরীরে প্রায় কিছুই থাকে না। এবার তিনি সামান্য সাদা কাপড়ে নিম্নাঙ্গ ঢেকে বাথটবে বসে পড়লেন। ফটোশ্যুটের মাঝে করলেন বোল্ড ভিডিও। গহনার গোটা শরীর স্পষ্ট এই ভিডিওতে। ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
যদিও বোল্ড ও সাহসী পোশাকে এখন সবাইকে টেক্কা দিচ্ছেন উরফি জাভেদ! উরফি প্রতিদিন চর্চায় আসেন নিজের পোশাকের জন্য। পুরোনো জামা কেটে নতুন পোশাক বানিয়ে পরেন উরফি। কখনও কাঁচের টুকরো দিয়ে পোশাক বানা। কখনও ফুলে দিয়ে স্তন ঢেকে বেরিয়ে পড়েন রাস্তায়। এসব করেই মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার উরফির। এবার উরফিকে টেক্কা দিতে একই পথে হাঁটছেন গহনা। নেটিজেনরা বলছেন দ্বিতীয় উরফি জাভেদ। তবে আপাতত গহনার এই ভিডিও তুমুল ভাইরাল!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 02, 2022 11:11 PM IST