Viral: মায়ের বান্ধবীর সঙ্গে যৌন সম্পর্ক! বলি অভিনেতা শিবম শর্মার ভিডিওতে চাঞ্চল্য

Last Updated:

Viral: বলিউডের অভিনেতার কাণ্ডে চমকেছেন সকলে। ভিডিও সামনে আসতেই চাঞ্চল্য

photo source collected
photo source collected
#মুম্বই:  প্রেমের বা ভালোবাসার কোনও বয়স হয় না। মাঝে মধ্যেই নানা অসমবয়সী প্রেম বা সম্পর্কের কথা ভাইরাল হয়। মায়ের বয়সী মহিলাকে বিয়ে (Viral)। বা বাবার বয়সী পুরুষের সঙ্গে প্রেম আজকাল আর নতুন নয়। বিদেশের মাটিতে এই অসমবয়সী প্রেম দানা বাঁধে বেশি। তবে আমাদের দেশেও যে হয় না তেমন নয়। কিছুদিন আগেই খবর হয়েছে, যে শাশুড়ির প্রেমে পড়েছেন জামাই। শুধু তাই নয় দু'জনে নতুন সংসার বাঁধবেন বলে পালিয়েও গিয়েছেন। মেয়ের কথা ভাবেনি মা। তবে এই সব ঘটনার মধ্যে সম্প্রতি এক বলি অভিনেতার জীবনের ঘটনাও চমকে দিয়েছে। জীবনের এক চরম সত্যি সকলের সামনে এনেছেন অভিনেতা শিবম শর্মা ( Shivam Sharma)।
শিমব বলিউডের জনপ্রিয় মডেল এবং ছোট পর্দার অভিনেতা। এমটিভির শো থেকেই শিবমের উত্থান। সম্প্রতি বিগবসের আদলে শুরু হয়েছে রিয়ালিটি শো 'লক-আপ'। এই শোয়ের সঞ্চালনা করছেন কঙ্গনা রানাওয়াত। জেল খানায় কয়েদি বানিয়ে রাখা হচ্ছে অভিনেতাদের( Shivam Sharma)।। গত রবিবার ছিল এই শোয়ের এলিমিনেশন রাউন্ড। কিন্তু শো থেকে বাদ দেওয়ার আগে প্রতিযোগীদের একটা সুযোগ দেন কঙ্গনা। জীবনের এমন কোনও চরম সত্যি তাঁদের স্বীকার করতে হবে সকলের সামনে, সেই সত্যিতেই হয়ত বা শো থেকে বাদ পড়া আটকাতে পারে। এই কারণেই শিবমের কাছে জীবনের লুকিয়ে রাখা সত্যি জানতে চান কঙ্গনা। তবে শিবমের উত্তরে শুধু তিনি নন, হা হয়ে গিয়েছে গোটা বলিউড।
advertisement
advertisement
শিবম( Shivam Sharma)। জানান, তিনি যখন কলেজে পড়তেন, সে সময় তাঁর মায়ের বান্ধবীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ান তিনি। শিবম জানিয়েছেন, ওই মহিলা তাঁর বাড়ির পাশেই থাকতেন। ডিভোর্সি। চার বছরের একটি বাচ্চাও ছিল তাঁর। মহিলা বাড়িতে একা থাকতেন। শিবম রান্না শেখার নাম করে মহিলার বাড়ি যেতেন। এবং যৌনতায় লিপ্ত হতেন তাঁরা। শিবম আরও বলেন, এর মধ্যে তিনি দোষের কিছু দেখেন না। সে সময় ওই মহিলা জীবনে একা ছিলেন। তাঁর কাউকে দরকার ছিল। শিবমের ওই মহিলাকে ভালো লাগত। দু'জনের সম্মতিতেই হত যা হত। রোজ পাস্তা বানানোর নাম করে মহিলার বাড়ি যেতেন শিবম।
advertisement
শিবমের( Shivam Sharma)। মুখ থেকে এই সত্যি জানার পর কী বলবেন, বুঝে উঠতে পারছিলেন না কঙ্গনা। যদিও এই সত্যি স্বীকার করে নেওয়ায় এবারের মতো শো থেকে বাদ পড়েননি শিবম। এই শোতে শিবম প্রায় প্রতিদিন নতুন কিছু করে থাকেন। বেশ চর্চিত তিনি। তাই সহজেই শিবমকে শো থেকে বাদ দেওয়া যাবে না। কিন্তু সকলের সামনে জীবনের এই রকম একটা সত্যি শিবম যে বলবেন, তা কেউ ভাবতে পারেননি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral: মায়ের বান্ধবীর সঙ্গে যৌন সম্পর্ক! বলি অভিনেতা শিবম শর্মার ভিডিওতে চাঞ্চল্য
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement