Rituparna Sengupta: চারদিকে জল থইথই করছে, জামা গুটিয়ে হাঁটুর ওপরে, ঋতুপর্ণার এ কী রূপ!

Last Updated:

Viral Reel Rituparna Sengupta: ঋতুপর্ণা সেনগুপ্ত ক্লাসি লুকের এ কী হাল, হুড়মুড়িয়ে ভিডিও ভাইরাল৷

বৃষ্টিভেজা কলকাতার রাস্তায় কী হাল ভিডিও পোস্ট ঋতুপর্ণার- Photo Courtesy- Instagram
বৃষ্টিভেজা কলকাতার রাস্তায় কী হাল ভিডিও পোস্ট ঋতুপর্ণার- Photo Courtesy- Instagram
কলকাতা: টানা দু সপ্তাহেরও বেশি হিটওয়েভে পুড়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ৷ এই অবস্থায় সোমবার কলকাতায় এসেছে প্রবল ঝড়-বৃষ্টি৷ গরম থেকে শান্তি পেয়েছে এই আনন্দে নেচে উঠেছিল আপামর বঙ্গবাসী৷ কিন্তু এই প্রবল বর্ষণের কারণে তারপর যা ফল হয়েছে তার প্রভাবও মালুম পেয়েছে সকলেই৷
কলকাতা শহরের বিভিন্ন অংশে জমে গিয়েছিল জল, বিভিন্ন জায়গায় রাস্তার উপরে উপড়ে পড়েছিল গাছ৷ সব মিলিয়ে একেবারে ভয়ানক পরিস্থিতি৷ রাস্তায় জল দাঁড়িয়ে যাওয়ার কারণে বিভিন্ন জায়গায় যানজটেরও সৃষ্টি হয়েছিল৷
শুধু আম পাবলিকেরই নয়, তারকাদেরও হাল একইরকমভাবে খারাপ হয়েছিল৷ টলিউডের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তাও বেশ বেহাল হয়ে পড়েন মরশুমের প্রথম বৃষ্টিতে৷ শ্যুটিং শেষে ফ্লোর থেকে বেরিয়েই সুন্দরী অভিনেত্রী দেখেন রাস্তায় জল থইথই করছে৷ গাড়ি পর্যন্ত পৌঁছবেন কী করে৷ অবশেষে দুই সঙ্গীর হেল্পে নিজের গাড়ি পর্যন্ত পৌঁছে যান ঋতুপর্ণা৷
advertisement
advertisement
নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ভিডিও পোস্ট করেছেন৷ তার ট্যাগলাইনে তিনি লেখেন, ‘ After shooting pack up… yesterday on the waterlogged roads !! First rain’- অর্থাৎ ‘শ্যুটিং প্যাকআপের পর…গতকাল জলভর্তি রাস্তায়, প্রথম বর্ষা’৷
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে জল থইথই রাস্তায় টলমল পায়ে ঋতুপর্ণা সেনগুপ্ত৷ সঙ্গে দুজন সঙ্গী৷ একজন ঋতুপর্ণার হাত ধরে রয়েছেন অন্যজন ঋতুপর্ণার জামা গুটোতে সাহায্য করেছেন৷ ঋতুও নিজে জামা গুটিয়ে হাঁটুর উপরে তুলে নিয়েছেন৷
advertisement
ধবধবে সাদা পা দুটো নোংরা জলে প্রায় হাঁটু পর্যন্ত ডুবে গেছে৷ সেখান থেকে কোনওক্রমে না পড়ে গিয়ে গাড়িতে ওঠেন টলিউডের সেলিব্রিটি অভিনেত্রী৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rituparna Sengupta: চারদিকে জল থইথই করছে, জামা গুটিয়ে হাঁটুর ওপরে, ঋতুপর্ণার এ কী রূপ!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement