Rituparna Sengupta: চারদিকে জল থইথই করছে, জামা গুটিয়ে হাঁটুর ওপরে, ঋতুপর্ণার এ কী রূপ!

Last Updated:

Viral Reel Rituparna Sengupta: ঋতুপর্ণা সেনগুপ্ত ক্লাসি লুকের এ কী হাল, হুড়মুড়িয়ে ভিডিও ভাইরাল৷

বৃষ্টিভেজা কলকাতার রাস্তায় কী হাল ভিডিও পোস্ট ঋতুপর্ণার- Photo Courtesy- Instagram
বৃষ্টিভেজা কলকাতার রাস্তায় কী হাল ভিডিও পোস্ট ঋতুপর্ণার- Photo Courtesy- Instagram
কলকাতা: টানা দু সপ্তাহেরও বেশি হিটওয়েভে পুড়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ৷ এই অবস্থায় সোমবার কলকাতায় এসেছে প্রবল ঝড়-বৃষ্টি৷ গরম থেকে শান্তি পেয়েছে এই আনন্দে নেচে উঠেছিল আপামর বঙ্গবাসী৷ কিন্তু এই প্রবল বর্ষণের কারণে তারপর যা ফল হয়েছে তার প্রভাবও মালুম পেয়েছে সকলেই৷
কলকাতা শহরের বিভিন্ন অংশে জমে গিয়েছিল জল, বিভিন্ন জায়গায় রাস্তার উপরে উপড়ে পড়েছিল গাছ৷ সব মিলিয়ে একেবারে ভয়ানক পরিস্থিতি৷ রাস্তায় জল দাঁড়িয়ে যাওয়ার কারণে বিভিন্ন জায়গায় যানজটেরও সৃষ্টি হয়েছিল৷
শুধু আম পাবলিকেরই নয়, তারকাদেরও হাল একইরকমভাবে খারাপ হয়েছিল৷ টলিউডের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তাও বেশ বেহাল হয়ে পড়েন মরশুমের প্রথম বৃষ্টিতে৷ শ্যুটিং শেষে ফ্লোর থেকে বেরিয়েই সুন্দরী অভিনেত্রী দেখেন রাস্তায় জল থইথই করছে৷ গাড়ি পর্যন্ত পৌঁছবেন কী করে৷ অবশেষে দুই সঙ্গীর হেল্পে নিজের গাড়ি পর্যন্ত পৌঁছে যান ঋতুপর্ণা৷
advertisement
advertisement
নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ভিডিও পোস্ট করেছেন৷ তার ট্যাগলাইনে তিনি লেখেন, ‘ After shooting pack up… yesterday on the waterlogged roads !! First rain’- অর্থাৎ ‘শ্যুটিং প্যাকআপের পর…গতকাল জলভর্তি রাস্তায়, প্রথম বর্ষা’৷
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে জল থইথই রাস্তায় টলমল পায়ে ঋতুপর্ণা সেনগুপ্ত৷ সঙ্গে দুজন সঙ্গী৷ একজন ঋতুপর্ণার হাত ধরে রয়েছেন অন্যজন ঋতুপর্ণার জামা গুটোতে সাহায্য করেছেন৷ ঋতুও নিজে জামা গুটিয়ে হাঁটুর উপরে তুলে নিয়েছেন৷
advertisement
ধবধবে সাদা পা দুটো নোংরা জলে প্রায় হাঁটু পর্যন্ত ডুবে গেছে৷ সেখান থেকে কোনওক্রমে না পড়ে গিয়ে গাড়িতে ওঠেন টলিউডের সেলিব্রিটি অভিনেত্রী৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rituparna Sengupta: চারদিকে জল থইথই করছে, জামা গুটিয়ে হাঁটুর ওপরে, ঋতুপর্ণার এ কী রূপ!
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement