Viral: মালাইকা অরোরার লেসের জামা, সোনালি জুতো, দাম শুনলে আকাশ থেকে পড়বেন

Last Updated:

Viral: খাটে বসে পা তুলে জুতোয় বেল্ট বাঁধছেন মালাইকা অরোরা৷

Viral News: Malaika Arora wore a very expensive dress know the price of her golden sandals- Photo Courtesy- Instagram
Viral News: Malaika Arora wore a very expensive dress know the price of her golden sandals- Photo Courtesy- Instagram
#মুম্বই: মালাইকা অরোরার ভাইরাল ফটো-(Malaika Arora Viral Photo) তাঁর নাম ভারতের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় সবসময়ের জন্যেই থাকে৷ তাঁর রূপ -সৌন্দর্য্যের জন্য তিনি যেমন শিরোনাম ছিনিয়ে থাকেন তেমনিই হাঁটুর বয়সী ছেলে অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করে থাকেন৷ কারোর নিন্দে থেকে সমালোচনা সবকিছুকেই তাঁর থোড়াই কেয়ার৷ মালাইকা অরোরা নিজের গ্ল্যামারের ছটা দেখাতে থাকেন৷ মালাইকা অরোরা (Malaika Arora) ট্রোল হয়েও কিছু কাজ থেকেই বিরত থাকে না৷ তাঁর পোশাক নিয়ে নিন্দুকদের থামাতে এও বলেছেন তিনি কি পরবেন না পরবেন সেটা পুরোপুরিই তাঁর পছন্দের ওপর নির্ভর করে ৷
এরইমধ্যে মালাইকা অরোরা একটি নতুন ছবি দিয়ে ইন্টারনেটে ভাইরাল হয়েছেন৷ সেখানে গ্ল্যামারের তড়কা লাগিয়েছেন৷ তাঁর নতুন ফটোশ্যুটের ছবি দিয়েছেন৷ তাতে লাইট গ্রিন রঙের পোশাক পরেছেন৷ তাতে জমিয়ে কমেন্ট করছেন তাঁর ফ্যানরা৷
advertisement
advertisement
ছবিতে মালাইকা বিছানায় বসে রয়েছেন৷ তার পায়ে সোনালি রঙের হাই হিল জুতো পরছেন৷ এই ড্রেস তিনি কিনেছন সেটা মিলিয়া লন্ডন (Millia London) নামের ওয়েবসাইট থেকে কিনেছেন৷ তাতে লক্ষ লক্ষ মানুষ কমেন্ট করে চলেছেন৷
advertisement
রিপোর্ট অনুযায়ি মালাইকার এই পোশাক ২ লক্ষ ৪০ হাজার টাকা দাম৷ম পাশাপাশি ফটোতে মালাইকার পায়ে যে জুতো রয়েছে তার দামও মারাত্মক৷ এটা গোল্ডি জোলি ১০০ মিমি বলে৷ এটা Louboutin ওয়েবসাইটে ৮৩ হাজার টাকায় বিক্রি হয়৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral: মালাইকা অরোরার লেসের জামা, সোনালি জুতো, দাম শুনলে আকাশ থেকে পড়বেন
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement