Viral Video: পুরো সামনেটাই খোলা, নেটিজেনরা উর্ফি জাভেদকে বললেন ‘এবার থামো’

Last Updated:

Viral Video: কি এমন করলেন উর্ফি যে সকলে বললেন আর নয় এবার থামো! দেখে নিন ভাইরাল ভিডিও৷

viral news: social urfi javed showed fans sunday moves in green bikini - Photo- Urfi Javed / Instagram
viral news: social urfi javed showed fans sunday moves in green bikini - Photo- Urfi Javed / Instagram
#মুম্বই: বিগ বস ওটিটি থেকে পপুলার হওয়া উর্ফি জাভেদ (Bigg Boss OTT fame Urfi Javed)  নিয়মিত বোল্ড লুকে নিজের ছবি , ভিডিও পোস্ট করতে থাকেন৷ উর্ফি জাভেদ ফের একবার ইন্টারনেটে আগুন লাগিয়ে দিয়েছেন৷ এবারের তাঁর আগুন জ্বালানো অবতার সবুজ রঙের বিকিনি! তার সামনের ভাগটা একেবারে খোলা ৷ উর্ফি জাভেদ  (Urfi Javed) বিকনির ওপরে একটা ক্লোক পরেছেন , সেটা প্রায় না পরলেই ভাল হওয়ার সামিল৷ তবে সোশ্যাল মিডিয়াতে সেনসেশন তৈরি করা উর্ফি জাভেদকে অবশ্য তাঁর ফ্যানরা এবার একটু থামতে অনুরোধ করলেন৷ সেই জন্যেই এই ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে৷
উর্ফি জাভেদ (Urfi Javed) সোশ্যাল মিডিয়ায় ভীষণই অ্যাক্টিভ ছিলেন৷ নিজের বোল্ড ও সেক্সি লুকে একেবারে মাথা  ঘুরিয়ে ছাড়েন বলিউডের বম্ব উর্ফি জাভেদ৷ তবে তাঁর ছবির যেমন প্রশংসক রয়েছে তেমনিই তাঁকে প্রচুর ট্রোলের শিকার হতে হয়৷
advertisement
advertisement
সবুজ রঙের বিকিনি পরে করলেন নাচ
রবিবার বাজার গরম করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন উর্ফি জাভেদ সেখানে তিনি ফুল ফুল ছাপ বিকিনি পরেছেন৷ তার ওপরে একটি শ্রাগ রয়েছে, তা আবার পুরো বুকচেরা৷ তাতে শরীর হিলিয়ে দুলিয়ে নাচছেন উর্ফি জাভেদ ৷
দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)
View this post on Instagram

A post shared by Urrfii (@urf7i)

advertisement
ক্যাপশনে উর্ফি জাভেদ লিখেছেন , ‘ম্যায় বহুত আচ্ছি নেহি হুঁ’
উর্ফি জাভেদ এই ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘‘ ট্রেন্ডস নিয়ে আমি খুব একটা ভাল নই৷ ’ ভিডিও শেয়ারের কয়েক ঘণ্টার মধ্যেই হাজার হাজার লাইক এসে গেছে৷ ’
এদিকে এত খোলামেলা পোশাকে ভিডিও করায় সোশ্যাল  মিডিয়ার কিছু নেটিজেন তাঁকে বলেছেন আর নয়, এবার থামো৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: পুরো সামনেটাই খোলা, নেটিজেনরা উর্ফি জাভেদকে বললেন ‘এবার থামো’
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement