Bhuban Badyakar: ভুবন বাদ্যকরের জীবনে আচমকাই বিরাট পরিবর্তন! রাতারাতি বদলে যাচ্ছে সবই, জানুন বিস্তারিত

Last Updated:

Bangla News: বাদাম বাদাম গান গেয়ে ভাইরাল হয়েছিলেন ভুবন বাদ্যকর। এরপরে জীবনে শুরু হয় ছন্দপতন। অবশেষে বছর শেষে তিনি পেয়েছেন খুশির সংবাদ।

+
ভুবন

ভুবন বাদ্যকর।

বীরভূম: সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ কাজের ফাঁকে বেশিরভাগ সময়ই কাটায় সোশ্যাল মিডিয়ায়। আর এই সোশ্যাল মিডিয়ার দৌলতে বহু মানুষ রয়েছেন, যারা রাতারাতি ভাইরাল হয়ে যান। আবার কিছু মানুষ রয়েছেন, যারা এই সোশ্যাল মিডিয়ার দৌলতেই একপ্রকার মুখ থুবড়ে পড়েন। তবে এই সোশ্যাল মিডিয়ার কারণে একপ্রকার রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিলেন বাদাম কাকু তথা ভুবন বাদ্যকর।
‘হাতে চুড়ি, পায়ে বালা, থাকে যদি সিটি গোল্ডের চেন’, এই গান গেয়েই মূলত ভাইরাল হয়েছিলেন ভুবন বাদ্যকর। এক সময় সোশ্যাল মিডিয়া খুললেই চলত এই গান। ‘বাদাম বাদাম, কাঁচা বাদাম’ গান গেয়ে তিনি রাতারাতি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে উঠেছিলেন। কিন্তু ভাগ্য তাঁর বেশিদিন সহায় হয়নি। শুধুমাত্র একটি ভুল, আর সেই ভুলের মাশুল গুনতে হল ভুবন বাদ্যকরকে। এক বছর আগে পর্যন্ত ছবিটা ছিল একটু অন্যরকম। রানু মণ্ডলের পাশাপাশি সকলের আলোচনার বিষয় হয়ে উঠেছিলেন বাদাম কাকু।
advertisement
আরও পড়ুনঃ ডায়াবেটিসের যম, অম্বল-হজমের সমস্যা গায়েব! কীভাবে খাবেন পেঁয়াজকলি? জানুন
সংবাদমাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, ভুবন বাদ্যকরের রেকর্ড করা একটি গান নিয়ে একটি স্টুডিওর সঙ্গে চুক্তি হয় ভুবনের। সেখানে স্টুডিওর সঙ্গে চুক্তি করা হয় ভুবন বাদ্যকরের গাওয়া গানের উপার্জন থেকে ৬০ শতাংশ টাকা দিতে হবে ভুবনকে। তবে সেই স্টুডিও কপিরাইটের অজুহাত দেখিয়ে একটি টাকাও তাঁকে দেননি। আর সেদিন থেকে শুরু হয় ছন্দপতন।
advertisement
advertisement
কাঁচা বাদাম গান তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছিল। সংবাদমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মানুষের আনগোনা ছিল ভুবনের বাড়িতে। এক সময় মানুষের আনাগোনায় গমগম করত গোটা বাড়ি। তবে এই কাঁচা বাদাম গানই ভুবন বাদ্যকরকে প্রায় রাস্তার ভিখারি করে ছেড়ে দিয়েছে।
আরও পড়ুনঃ সকালে বাথরুমে যেতেই ভয়? কোষ্ঠ-কাঠিন্যের সমস্যা হবে গায়েব, আজ থেকেই পান করুন এই পানীয়
এ বারে অবশ্য ভুবন বাদ্যকরের জীবনে এসেছে খুশির জোয়ার। জানা গিয়েছে, ফের একবার নাকি সুদিন ফিরে এসেছে বাদাম কাকুর জীবনে। ডিসেম্বর মাসে বেশ কয়েকটি শোয়ের অফার পেয়েছেন। এ ছাড়াও, ছেলে চাকরি পেয়েছেন। ভুবন বাদ্যকর জানান, ২০২১ সালে তিনি রাস্তায় গান গেয়ে বাদাম বিক্রি করতেন। আর ঠিক সেই সময় একজন তার কাছে আবদার করেন, গানটি রেকর্ড করে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন।
advertisement
আবদার মেটাতে এই গানটি গেয়েছিলেন ভুবন। আর তারপরেই ভুবন বাদ্যকর রাতারাতি খ্যাতি অর্জন করেন। ভুবনের কাঁচা বাদাম গান এবং তার ভিডিও এতটাই ভাইরাল হয়েছিল যে ভুবন খুব দ্রুত লাইমলাইটে এসে যান। যদিও মাঝে কিছুটা সময় তাঁকে যথেষ্ট আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আর এরপরেই বছর শেষে তার জীবনে ফের ফিরে এসেছে সুদিন।
advertisement
সৌভিক রায়
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bhuban Badyakar: ভুবন বাদ্যকরের জীবনে আচমকাই বিরাট পরিবর্তন! রাতারাতি বদলে যাচ্ছে সবই, জানুন বিস্তারিত
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement