Vikrant Massey: টাকার পাহাড় ত্যাগ! টিভি ছেড়ে সিনেমায় যাত্রার আগে মাসে কত পেতেন বিক্রান্ত? আঁতকে উঠবেন শুনে
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Vikrant Massey: বিক্রান্ত যখন হিন্দি সিরিয়ালে কাজ করছেন, তখন তাঁর অর্থকষ্ট বলে কিছুরই অস্তিত্ব ছিল না। সাফল্য যেন তাঁর ছায়া। মাত্র ২৪ বছর বয়সে বাড়িও কিনে ফেলেন।
মুম্বই: প্রচারে চাকচিক্য ছিল না। কিন্তু সেই ‘টুয়েলফথ ফেল’ ছবির জন্য আজ সেই ‘ব্যর্থ’ নায়ক বিক্রান্ত মাসে যে কত মানুষের ভালবাসা পেয়েছেন, তার ইয়ত্তা নেই। বিধু বিনোদ চোপড়ার পরিচালনায় আইপিএস কর্তা মনোজ কুমার শর্মার বাস্তব জীবনের উপর ভিত্তি করে তৈরি এই ছবি। যিনি টয়লেট পরিষ্কার করে, লাইব্রেরিতে কাজ করে, একের পর এক বাধা অতিক্রম করে, কঠোর পরিশ্রম করে একজন আইপিএস অফিসার হয়েছিলেন। আর সেই ছবির সাফল্যের পর এক সাক্ষাৎকারে মনোজের মতো নিজের জীবনযুদ্ধ নিয়ে কথা বলেন বিক্রান্ত।
ইন্ডাস্ট্রিতে তাঁর শুরুর দিকে কী ধরনের প্রতিকূলতা এসেছিল থেকে শুরু করে বাড়ির অর্থকষ্ট, সব কিছু নিয়েই অকপটে কথা বলেন বলি নায়ক। বিক্রান্ত যখন হিন্দি সিরিয়ালে কাজ করছেন, তখন তাঁর অর্থকষ্ট বলে কিছুরই অস্তিত্ব ছিল না। সাফল্য যেন তাঁর ছায়া। মাত্র ২৪ বছর বয়সে বাড়িও কিনে ফেলেন। কিন্তু তাতে কি একজন প্রকৃত অভিেনতার খিদে মেটে?
advertisement
ডেইলি সোপের কাজ ছেড়ে তিনি সিনেমার জগতে পা রাখতে চেয়েছিলেন। বিক্রান্ত যখন ঠিক করলেন শূন্য থেকে শুরু করবেন, সেই সময়ে তিনি মাসে ৩৫ লক্ষ টাকা উপার্জন করছিলেন। অভিনেতা বলেন, “আমি টিভিতে অনেক রোজগার করেছি। আমি ২৪ বছর বয়সে প্রথম বাড়ি কিনেছিলাম। কিন্তু টিভিতে সেই সমস্ত পিতৃতান্ত্রিক বিষয়বস্তু দেখে দেখে ভাল লাগছিল না। আমার মনে হত থাকে, সিনেমায় অভিনয় করব। আমি বুঝতে পেরেছিলাম যে যদিও আমি আর্থিকভাবে স্বচ্ছল, কিন্তু সেই শান্তি রাতে ঘুমতে দিচ্ছিল না আমায়। আর যখন আমি এটা উপলব্ধি করলাম, তখন আমি আমার বাবা-মা এবং আরও অনেকের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছি।”
advertisement
advertisement
বিক্রান্তের কথায়, “আমার বাবা-মা হতবাক হয়ে গিয়েছিলেন আমার এই সিদ্ধান্তের কথা শুনে। একজন মধ্যবিত্ত ঘরের ছেলে হিসেবে সেই সময় যা রোজগার করছিলাম, সেই টাকার অঙ্ক অনেকটাই বড়। কিন্তু আমার অন্য শান্তির দরকার ছিল।’’
advertisement
বিক্রান্ত জানান, তখন তিনি তাঁর প্রেমিকা (এখন স্ত্রী) শীতল ঠাকুরের কাছ থেকে অডিশনে যাওয়ার জন্য টাকা নিতেন। কারণ তাঁর সঞ্চয় এক বছরে শেষ হয়ে যায়। কিন্তু শীতল তাঁকে হাতখরচা দিতেন। তিনি কিন্তু বিক্রান্তের হাত ছেড়ে দেননি।
বিক্রান্ত এবং শীতল বিয়ে করেন ২০২২ সালে। সম্প্রতি তারকা দম্পতি তাঁদের প্রথম সন্তান, একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 19, 2024 8:39 PM IST