Vijay Varma-Tamannaah Bhatia: কফিনে পড়ল শেষ পেরেক! তমান্নার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে এটা কী ফাঁস করলেন বিজয়? তুমুল শোরগোল

Last Updated:

Vijay Varma-Tamannaah Bhatia: আর সেই বিচ্ছেদের গুঞ্জনের পর প্রথম বার ইনস্টাগ্রামে পোস্ট করতে দেখা গেল অভিনেতাকে। বর্তমানে তিনি জয়পুরে রয়েছেন। কারণ সেখানে IIFA Digital Awards সঞ্চালনা করার কথা রয়েছে তাঁর। 

আপাতত বলিউড অভিনেতা বিজয় বর্মার প্রেমে হাবুডুবু খাচ্ছেন তামান্না। খুব তাড়াতাড়ি তাঁরা বিয়ে করবেন বলেও খবর।
আপাতত বলিউড অভিনেতা বিজয় বর্মার প্রেমে হাবুডুবু খাচ্ছেন তামান্না। খুব তাড়াতাড়ি তাঁরা বিয়ে করবেন বলেও খবর।
মুম্বই: আপাতত তারকা জুটি বিজয় বর্মা এবং তমান্না ভাটিয়ার বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় সোশ্যাল মিডিয়া। আর সেই বিচ্ছেদের গুঞ্জনের পর প্রথম বার ইনস্টাগ্রামে পোস্ট করতে দেখা গেল অভিনেতাকে। বর্তমানে তিনি জয়পুরে রয়েছেন। কারণ সেখানে IIFA Digital Awards সঞ্চালনা করার কথা রয়েছে তাঁর।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একগুচ্ছ ছবি পোস্ট করে ওই অনুষ্ঠানের রিহার্সালের ঝলক প্রকাশ্যে এনেছেন বিজয়। একটা স্টোরিতে তিনি লিখেছেন, “সঞ্চালকের ভূমিকা চলছে।” তাঁর স্টোরি থেকেই অনুষ্ঠানের প্রস্তুতি পর্বের ঝলক মিলেছে। আর একটি ফিচারে তাঁকে দেখা গিয়েছে অভিনেতা অপারশক্তি খুরানা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ক্যাপশনে তিনি লিখেছেন, “পার্টনারস ইন রাইম।”
এদিকে অভিনেত্রী তমান্না ভাটিয়ার সঙ্গে বিজয় বর্মার সম্পর্কে ভাঙন ধরেছে বলে জোর জল্পনা শুরু হয়েছে। এরই মাঝে একটি নতুন রিপোর্ট সামনে এসেছে। সেখানে তারকা জুটির মধ্যে অশান্তির কারণের উপর আলোকপাত করা হয়েছে। সিয়াসত ডেইলি-র প্রতিবেদন অনুযায়ী, অভিনেতার উপর নাকি সংসার পাতার জন্য চাপ দিচ্ছিলেন তমান্না। আর সেখান থেকেই দুজনের মধ্যে অশান্তির সূত্রপাত। রিপোর্টে দাবি করা হয়েছে, অভিনেত্রীর বয়স এখন মধ্য-তিরিশ। সেই কারণে প্রেমের সম্পর্কটাকে পরের ধাপে নিয়ে যাওয়ার জন্য উদগ্রীব ছিলেন তিনি। যার জেরে তাঁদের মধ্যে অশান্তি শুরু হয়েছে। প্রতিবেদনে এ-ও উল্লেখ করা হয়েছে যে, এটি বিতর্কের বিষয় হয়ে উঠেছে। আর বারবার মতভেদ হলে তো সম্পর্কের মধ্যে একটা অশান্তি হবেই। যদিও এই সকল দাবির সত্যতা অবশ্য যাচাই করেনি News18।
advertisement
advertisement
চলতি সপ্তাহের শুরুর দিকে Pinkvilla-র প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, এক বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে থাকার পর তমান্না এবং বিজয়ের পথ আলাদা হয়ে গিয়েছে। একটি সূত্রের বক্তব্য, কয়েক সপ্তাহ আগেই তমান্না ভাটিয়া এবং বিজয় বর্মার জুটি ভেঙে গিয়েছে। কিন্তু তাঁরা একে অপরের ভাল বন্ধু হিসেবে থাকার পরিকল্পনা করেছেন। তাঁরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। তবে ব্রেক-আপের বিষয়ে তমান্না কিংবা বিজয় এখনও কোনও মন্তব্য করেননি।
advertisement
প্রসঙ্গত ২০২২ সালে তাঁদের মধ্যে সম্পর্কের গুঞ্জন প্রথম শোনা গিয়েছিল। এরপর ২০২৩ সালে তাঁরা সেই গুঞ্জনে সীলমোহর দিয়েছিলেন। নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিজ ২’-এ সুজয় ঘোষের সেগমেন্টে দুজনে একসঙ্গে অভিনয়ও করেছিলেন। ফিল্ম কম্প্যানিয়ন-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে তমান্না সেই সম্পর্কের কথা মেনে নিয়েছিলেন। ইউটিউবে শুভঙ্কর মিশ্রকে বিজয় বলেছিলেন যে, “একটা সম্পর্ক গোপন রাখতে যথেষ্ট উদ্যম লাগে। একসঙ্গে কেউ বেরোতে পারবেন না। আপনার বন্ধুরা আপনার ছবি তুলতে পারবেন না। এই ধরনের বিধিনিষেধ আমার পছন্দ নয়। বিষয়টিকে পাবলিক করার মতো কিছু নয়, আমি আমার অনুভূতি খাঁচায় বন্দি করে রাখতে চাইনি।”
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Vijay Varma-Tamannaah Bhatia: কফিনে পড়ল শেষ পেরেক! তমান্নার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে এটা কী ফাঁস করলেন বিজয়? তুমুল শোরগোল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement