ব্যক্তিগত জেট থেকে ১৫ কোটির বাড়ি! বিজয় দেবরাকোন্ডার বিলাসবহুল জীবনযাপন ও সম্পত্তি এখন আকাশছোঁয়া

Last Updated:

Vijay Deverakonda's Lavish Lifestyle : বিলাসবহুল বাংলো থেকে গাড়ি-দেবরাকোন্ডার নামের পাশে রয়েছে সবই ৷ আসুন, দেখে নিই ‘জিকিউ’ পত্রিকা অনুযায়ী তাঁর সম্পদের কয়েক ঝলক

অভিনয়ের সঙ্গে তারকার বিলাসবহুল জীবন ও সম্পদও চর্চার কেন্দ্রে
অভিনয়ের সঙ্গে তারকার বিলাসবহুল জীবন ও সম্পদও চর্চার কেন্দ্রে
বিজয় দেবরাকোন্ডা এখন অনুরাগিণীদের হৃদস্পন্দন ৷ টলিউডের পাশাপাশি তিনি জয় করেছেন বলিউডের হৃদয়ও ৷ অনন্যা পাণ্ডের বিপরীতে দেবরাকোন্ডার সাম্প্রতিক ছবি ‘লাইগার’ মুক্তি পেয়েছে সদ্য ৷ অভিনয়ের সঙ্গে তারকার বিলাসবহুল জীবন ও সম্পদও চর্চার কেন্দ্রে ৷ বিলাসবহুল বাংলো থেকে গাড়ি-দেবরাকোন্ডার নামের পাশে রয়েছে সবই ৷ আসুন, দেখে নিই ‘জিকিউ’ পত্রিকা অনুযায়ী তাঁর সম্পদের কয়েক ঝলক ৷
প্রাইভেট জেট-
গণ পরিবহণ নয় ৷ দেশের বিভিন্ন শহরে যাতায়াতের জন্য দেবেরাকোন্ডা নির্ভর করেন তাঁর ব্যক্তিগত জেটের উপর ৷ যদিও মহার্ঘ্য এই উড়ানের দাম এখনও স্পষ্ট করে জানা যায় না ৷
advertisement
বস্ত্রের ব্যবসা-
দক্ষিণী তারকা হিসেবে দেবরাকোন্ডাই প্রথম জামাকাপড়ের ব্যবসা শুরু করেছেন ৷ ২০১৮ সালে মিন্ত্রা-র সহযোগে তিনি শুরু করেন তাঁর অ্যাপারেল লাইন ‘রাউডি ক্লাব’৷
advertisement
বিএমডব্লিউ৫ সিরিজ-
৫ আসনের এই বাহনের দাম প্রায় ৬১ লক্ষ ৪৮ হাজার টাকা বলে জানা গিয়েছে ৷ অত্যাধুনিক প্রযুক্তিতে সাজানো এই গাড়ির অঙ্গ টুইন টার্বো ৬ সিলিন্ডার ডিজেল ইঞ্জিন, লাইভ ককপিট নেভিগেশন, বিএমডব্লিউ অপারেটিং সিস্টেম ৭, আই ড্রাইভ টাচ কন্ট্রোলার-সহ নানা সুবিধায় ৷
advertisement
ফোর্ড মু্স্ট্যাং-
বিলাসবহুল ঈর্ষণীয় এই গাড়ির বর্তমান বাজারমূল্য ৭৫ লক্ষ টাকা ৷ এই গাড়িও আছে দেবরাকোন্ডার গাড়িশালে ৷
৮৫ লক্ষ টাকা মূল্যের এই দামী গাড়িতে আছে সাতটি এয়ারব্যাগ, রাডার-নির্ভর ক্রুজ কন্ট্রোল, লেন কিপিং অ্যাসিস্ট্যান্স ও অন্যান্য সুবিধা
advertisement
বাংলো-
‘ইন্ডিয়া টুডে’-এর প্রতিবেদন অনুযায়ী হায়দরাবাদের ফিল্মি নগরে বিজয় দেবরাকোন্ডার বহুতল বাসভবনের বর্তমান বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ব্যক্তিগত জেট থেকে ১৫ কোটির বাড়ি! বিজয় দেবরাকোন্ডার বিলাসবহুল জীবনযাপন ও সম্পত্তি এখন আকাশছোঁয়া
Next Article
advertisement
রাজ্যে আরও পাঁচ স্পেশাল অবজার্ভার, ৫ জেলার SIR কাজ পর্যবেক্ষণ করবেন পাঁচ সিনিয়র IAS আধিকারিক
রাজ্যে আরও পাঁচ স্পেশাল অবজার্ভার, ৫ জেলার SIR কাজ পর্যবেক্ষণ করবেন পাঁচ সিনিয়র আধিকারিক
  • নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রেসিডেন্সি, মালদহ, জলপাইগুড়ি, বর্ধমান ও মেদিনীপুর ডিভিশনে এসআইআর কাজ পর্যবেক্ষণ করতে পাঁচজন সিনিয়র আইএএস অফিসার নিয়োগ করা হয়েছে. তারা দিল্লির কেন্দ্রীয় সরকারি দফতরে কর্মরত ছিলেন. এসআইআর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা রাজ্যে কাজ করবেন.

VIEW MORE
advertisement
advertisement