ব্যক্তিগত জেট থেকে ১৫ কোটির বাড়ি! বিজয় দেবরাকোন্ডার বিলাসবহুল জীবনযাপন ও সম্পত্তি এখন আকাশছোঁয়া
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Vijay Deverakonda's Lavish Lifestyle : বিলাসবহুল বাংলো থেকে গাড়ি-দেবরাকোন্ডার নামের পাশে রয়েছে সবই ৷ আসুন, দেখে নিই ‘জিকিউ’ পত্রিকা অনুযায়ী তাঁর সম্পদের কয়েক ঝলক
বিজয় দেবরাকোন্ডা এখন অনুরাগিণীদের হৃদস্পন্দন ৷ টলিউডের পাশাপাশি তিনি জয় করেছেন বলিউডের হৃদয়ও ৷ অনন্যা পাণ্ডের বিপরীতে দেবরাকোন্ডার সাম্প্রতিক ছবি ‘লাইগার’ মুক্তি পেয়েছে সদ্য ৷ অভিনয়ের সঙ্গে তারকার বিলাসবহুল জীবন ও সম্পদও চর্চার কেন্দ্রে ৷ বিলাসবহুল বাংলো থেকে গাড়ি-দেবরাকোন্ডার নামের পাশে রয়েছে সবই ৷ আসুন, দেখে নিই ‘জিকিউ’ পত্রিকা অনুযায়ী তাঁর সম্পদের কয়েক ঝলক ৷
প্রাইভেট জেট-
গণ পরিবহণ নয় ৷ দেশের বিভিন্ন শহরে যাতায়াতের জন্য দেবেরাকোন্ডা নির্ভর করেন তাঁর ব্যক্তিগত জেটের উপর ৷ যদিও মহার্ঘ্য এই উড়ানের দাম এখনও স্পষ্ট করে জানা যায় না ৷
advertisement
বস্ত্রের ব্যবসা-
দক্ষিণী তারকা হিসেবে দেবরাকোন্ডাই প্রথম জামাকাপড়ের ব্যবসা শুরু করেছেন ৷ ২০১৮ সালে মিন্ত্রা-র সহযোগে তিনি শুরু করেন তাঁর অ্যাপারেল লাইন ‘রাউডি ক্লাব’৷
advertisement
আরও পড়ুন : বিশ্রামরত মহিলার দেহ বেয়ে ফণা তুলে উঠছে বিষধর সাপ, তার পর কী হল, জানতে দেখুন ভাইরাল ভিডিও
বিলাসবহুল গাড়ি-
বিএমডব্লিউ৫ সিরিজ-
৫ আসনের এই বাহনের দাম প্রায় ৬১ লক্ষ ৪৮ হাজার টাকা বলে জানা গিয়েছে ৷ অত্যাধুনিক প্রযুক্তিতে সাজানো এই গাড়ির অঙ্গ টুইন টার্বো ৬ সিলিন্ডার ডিজেল ইঞ্জিন, লাইভ ককপিট নেভিগেশন, বিএমডব্লিউ অপারেটিং সিস্টেম ৭, আই ড্রাইভ টাচ কন্ট্রোলার-সহ নানা সুবিধায় ৷
advertisement
ফোর্ড মু্স্ট্যাং-
বিলাসবহুল ঈর্ষণীয় এই গাড়ির বর্তমান বাজারমূল্য ৭৫ লক্ষ টাকা ৷ এই গাড়িও আছে দেবরাকোন্ডার গাড়িশালে ৷
আরও পড়ুন : এক কথায় ৯ কোটির বিজ্ঞাপন ফেরালেন কার্তিক আরিয়ান, খারিজের কারণকে কুর্নিশ নেটিজেনদের
ভলভো এক্সসি ৯০-
৮৫ লক্ষ টাকা মূল্যের এই দামী গাড়িতে আছে সাতটি এয়ারব্যাগ, রাডার-নির্ভর ক্রুজ কন্ট্রোল, লেন কিপিং অ্যাসিস্ট্যান্স ও অন্যান্য সুবিধা
advertisement
বাংলো-
‘ইন্ডিয়া টুডে’-এর প্রতিবেদন অনুযায়ী হায়দরাবাদের ফিল্মি নগরে বিজয় দেবরাকোন্ডার বহুতল বাসভবনের বর্তমান বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 29, 2022 4:53 PM IST