বিশ্রামরত মহিলার দেহ বেয়ে ফণা তুলে উঠছে বিষধর সাপ, তার পর কী হল, জানতে দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Viral : বাগানের এক কোণে ছাউনির নীচে মাচায় বিশ্রাম নিচ্ছেন এক মহিলা ৷ তাঁর দেহ বেয়ে উঠছে বিষধর ৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
ভাইরাল ভিডিও দেখে গায়ে কাঁটা দিতে বাধ্য ৷ শিউরে ওঠা সেই ভিডিওতে দেখা যাচ্ছে বিশ্রামরত এক মহিলার দেহ বেয়ে ধীরে ধীরে উঠছে ফণা উঁচিয়ে থাকা বিষধর সাপ ৷ ভিডিওটি শেয়ার করেছেন আইএফএস আধিকারিক সুশান্ত নন্দা ৷ সেখানে দেখা যাচ্ছে বাগানের এক কোণে ছাউনির নীচে মাচায় বিশ্রাম নিচ্ছেন এক মহিলা ৷ তাঁর দেহ বেয়ে উঠছে বিষধর ৷ বিপদ বুঝে একটুও না নড়ে স্থানুবৎ শুয়ে আছেন ওই মহিলা ৷ শুধু করুণ স্বরে আর্ত চিৎকার করে চলেছেন ৷
ট্যুইটারে ভিডিওটি শেয়ার করে আইএফএস সুশান্ত নন্দা ক্যাপশনে লিখেছেন, ‘‘এরকম ঘটনা ঘটলে আপনার প্রতিক্রিয়া কী হবে?’’ সঙ্গে আধিকারিক আরও জানিয়েছেন এই ভিডিও তিনি পেয়েছেন এক সহকর্মীর কাছ থেকে ৷ পাশাপাশি আরও জানিয়েছেন যে কিছু ক্ষণ পর সাপটি নিজের থেকেই চলে গিয়েছে ৷ ওই মহিলার কোনও ক্ষতি করা হয়নি ৷
advertisement
advertisement
আরও পড়ুন :  অকালমৃত্যু এড়াতে সময় থাকতে সচেতন হয়ে হৃদরোগের উপসর্গ চিনুন মহিলারা
সামাজিক মাধ্যমে শেয়ার হওয়া মাত্র ভিডিওটি বাজিমাত করেছে ৷ ‘ভিউজ’ এসেছে ৩৪ হাজার বারের বেশি ৷ ‘লাইক’ এসেছে প্রায় ১ হাজার ৷ ভাইরাল ভিডিওটি দেখে এক নেটিজেনের মন্তব্য, ‘‘ওই মহিলা যা করেছেন, আমিও ঠিক তাই করতাম ৷’’ নেটিজেনদের মতে, সাপের ছোবল থেকে বাঁচতে এমন নিস্পৃহ, স্থির হয়ে পড়ে থাকাই শ্রেয় ৷ আর এক ট্যুইটারেত্তির বক্তব্য, ‘‘সাপকে মানুষ যতটা ভয় পায়, তার থেকেও বেশি সাপ ভয় পায় মানুষকে৷’’ তাঁর মতে, মানুষের কাছ থেকে আঘাত পাওয়ার সম্ভাবনা নেই দেখে সে কিছু না করেই পালিয়ে গিয়েছে ৷ তবে আতঙ্কিত হয়েও নিজের স্নায়ুর উপর দুর্দান্ত নিয়ন্ত্রণ রাখার জন্য মহিলার সাহসকে বাহবা জানিয়েছেন সকলেই ৷
advertisement
তবে এই ভাইরাল ভিডিও কোথাকার দৃশ্য, সে কথা এখনও জানা যায়নি ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বিশ্রামরত মহিলার দেহ বেয়ে ফণা তুলে উঠছে বিষধর সাপ, তার পর কী হল, জানতে দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Haryana Serial Killer Arrested: নিজের থেকে দেখতে সুন্দর লাগলেই জলে ডুবিয়ে খুন, হরিয়ানার পুনমের শিকার তিন বালিকা! ছাড়েনি নিজের ছেলেকেও
নিজের ছেলে সহ ৪ শিশুকে জলে ডুবিয়ে খুন,ছ বছরের ভাইঝিকে হত্যার পর জালে সিরিয়াল কিলার পুনম!
  • নিজের ছেলে সহ চারটি শিশুকে জলে ডুবিয়ে খুন৷

  • হরিয়ানায় পুলিশের জালে সিরিয়াল কিলার পুনম৷

  • ভাইঝিকে খুনের পরই গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement