বিশ্রামরত মহিলার দেহ বেয়ে ফণা তুলে উঠছে বিষধর সাপ, তার পর কী হল, জানতে দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Viral : বাগানের এক কোণে ছাউনির নীচে মাচায় বিশ্রাম নিচ্ছেন এক মহিলা ৷ তাঁর দেহ বেয়ে উঠছে বিষধর ৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
ভাইরাল ভিডিও দেখে গায়ে কাঁটা দিতে বাধ্য ৷ শিউরে ওঠা সেই ভিডিওতে দেখা যাচ্ছে বিশ্রামরত এক মহিলার দেহ বেয়ে ধীরে ধীরে উঠছে ফণা উঁচিয়ে থাকা বিষধর সাপ ৷ ভিডিওটি শেয়ার করেছেন আইএফএস আধিকারিক সুশান্ত নন্দা ৷ সেখানে দেখা যাচ্ছে বাগানের এক কোণে ছাউনির নীচে মাচায় বিশ্রাম নিচ্ছেন এক মহিলা ৷ তাঁর দেহ বেয়ে উঠছে বিষধর ৷ বিপদ বুঝে একটুও না নড়ে স্থানুবৎ শুয়ে আছেন ওই মহিলা ৷ শুধু করুণ স্বরে আর্ত চিৎকার করে চলেছেন ৷
ট্যুইটারে ভিডিওটি শেয়ার করে আইএফএস সুশান্ত নন্দা ক্যাপশনে লিখেছেন, ‘‘এরকম ঘটনা ঘটলে আপনার প্রতিক্রিয়া কী হবে?’’ সঙ্গে আধিকারিক আরও জানিয়েছেন এই ভিডিও তিনি পেয়েছেন এক সহকর্মীর কাছ থেকে ৷ পাশাপাশি আরও জানিয়েছেন যে কিছু ক্ষণ পর সাপটি নিজের থেকেই চলে গিয়েছে ৷ ওই মহিলার কোনও ক্ষতি করা হয়নি ৷
advertisement
advertisement
আরও পড়ুন :  অকালমৃত্যু এড়াতে সময় থাকতে সচেতন হয়ে হৃদরোগের উপসর্গ চিনুন মহিলারা
সামাজিক মাধ্যমে শেয়ার হওয়া মাত্র ভিডিওটি বাজিমাত করেছে ৷ ‘ভিউজ’ এসেছে ৩৪ হাজার বারের বেশি ৷ ‘লাইক’ এসেছে প্রায় ১ হাজার ৷ ভাইরাল ভিডিওটি দেখে এক নেটিজেনের মন্তব্য, ‘‘ওই মহিলা যা করেছেন, আমিও ঠিক তাই করতাম ৷’’ নেটিজেনদের মতে, সাপের ছোবল থেকে বাঁচতে এমন নিস্পৃহ, স্থির হয়ে পড়ে থাকাই শ্রেয় ৷ আর এক ট্যুইটারেত্তির বক্তব্য, ‘‘সাপকে মানুষ যতটা ভয় পায়, তার থেকেও বেশি সাপ ভয় পায় মানুষকে৷’’ তাঁর মতে, মানুষের কাছ থেকে আঘাত পাওয়ার সম্ভাবনা নেই দেখে সে কিছু না করেই পালিয়ে গিয়েছে ৷ তবে আতঙ্কিত হয়েও নিজের স্নায়ুর উপর দুর্দান্ত নিয়ন্ত্রণ রাখার জন্য মহিলার সাহসকে বাহবা জানিয়েছেন সকলেই ৷
advertisement
তবে এই ভাইরাল ভিডিও কোথাকার দৃশ্য, সে কথা এখনও জানা যায়নি ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বিশ্রামরত মহিলার দেহ বেয়ে ফণা তুলে উঠছে বিষধর সাপ, তার পর কী হল, জানতে দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement