Vidya Balan: বলি-নায়িকার বাংলা প্রেম ! সুকুমার রায়ের 'সৎ পাত্র' আওড়ালেন বিদ্যা, দেখুন ভিডিও
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
সুকুমার রায়ের কবিতা আওড়ে গেলেন বিদ্যা বালান। খাস মুম্বইয়ে বেড়ে ওঠা তামিল পরিবারের মেয়ের কণ্ঠে 'সৎ পাত্র' শুনে হতবাক হতেই হয় বৈকি!
মুম্বই: বাংলা তাঁর মাতৃভাষা নয়। হাতেখড়ি হয়নি স্লেটে অনভ্যস্ত হাতে ‘অ-আ-ক-খ’ লিখে। তবু যেন সেই ভাষার সঙ্গে সেই মানুষের মনের টান। যে টান আরও গভীর হয় ভালবাসায়, মুগ্ধতায়। তাই কি গড়গড় করে সুকুমার রায়ের কবিতা আওড়ে গেলেন বিদ্যা বালান? খাস মুম্বইয়ে বেড়ে ওঠা তামিল পরিবারের মেয়ের কণ্ঠে ‘সৎ পাত্র’ শুনে হতবাক হতেই হয় বৈকি!
ভুল ভুলাইয়ার ৩-র শ্যুটের মাঝে খানিক অবসর। কাজের ফাঁকেই সহকর্মী রাজেশ শর্মার সঙ্গে বসে সুকুমার রায়ের ‘আবোল তাবোল’ কবিতা বললেন। এক গাল হাসি নিয়ে হল ‘সৎ পাত্র’ চর্চা। দুই বন্ধুর যুগলবন্দিতে আরও একবার প্রাণ পেল বাঙালির নস্টালজিয়া। বিদ্যা জানান, রাজেশের থেকে তিনি এই কবিতা শিখেছিলেন সাত বছর আগে অন্য এক ছবির সেটে। সেই স্মৃতিতে ধুলো পড়েছে কি না, তা-ই যেন বাজিয়ে দেখে নিলেন দুই বন্ধু। এক লাইন রাজেশ বললে পরের লাইন ধরে নিচ্ছেন বিদ্যা। আবার অভিনেত্রী কোথাও আটকে গেলে তাঁকে কবিতা মনে করিয়ে দিচ্ছেন তাঁর সহ-অভিনেতা। এভাবেই গোটা ‘সৎ পাত্র’ শুনিয়ে অনুরাগীদের মনে আরও একটু নিজের রাজত্ব বিস্তার করে নিলেন বলিউডের ‘সুলু’।
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, বড় পর্দায় বিদ্যার প্রথম কাজ বাংলা ছবিতেই। নাম ‘ভাল থেকো’। তার পর বহু বছর কেটেছে। কর্মসূত্রে কলকাতায় আনাগোনা হলেও আর কখনও বাংলা ছবিতে কাজ করা হয়নি তাঁর। তবে বাংলার প্রতি ভালবাসা যেন আজও অমলিন। সময়ের ধুলো জমেনি সেখানে। তা-ই যেন আরও একবার মনে করিয়ে দিলেন অভিনেত্রী
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 13, 2024 7:07 PM IST