Vicky Kaushal's ex girl friend: ক্যাটরিনার আগে এই অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খেতেন ভিকি কৌশল

Last Updated:

নহবতের মধ্যেও শোনা যাচ্ছে ভিকি কৌশলের পুরনো প্রেমের সুর (Vicky Kaushal's ex girl friend )

মুম্বই : গুঞ্জন যদি সত্যি হয়, ডিসেম্বরেই ভিকি কৌশলের (Vicky Kaushal ) ঘরনি হচ্ছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)৷ বিয়ের জায়গা থেকে পোশাক, সবই ঠিক করা হয়ে গিয়েছে৷ কিন্তু নহবতের মধ্যেও শোনা যাচ্ছে ভিকি কৌশলের পুরনো প্রেমের সুর (Vicky Kaushal ex girl friend )৷ চর্চায় উঠে এসেছে হারলিন শেঠীর নাম৷ এই টেলিভিশন অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন ভিকি৷ তবে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ (Uri: The Surgical Strike) ছবি মুক্তির পর তাঁদের সম্পর্ক ভেঙে যায়৷
আরও পড়ুন : প্রতি মাসের ভাড়া ৮ লক্ষ টাকা! বিয়ের পর ভিকি-ক্যাটরিনা নাকি বিরাট-অনুষ্কার পড়শি
কেন ভেঙে গেল তাঁদের প্রেম? এই প্রসঙ্গে হারলিন সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমার পর ভিকির মধ্যে প্রচুর পরিবর্তন এসেছিল৷
ব্রেক আপের পর সামাজিক মাধ্যমে আবেগপ্রবণ কবিতা লিখে শেয়ার করেছিলেন৷ তিনি লিখেছিলেন, ‘‘যেখানে আমি শুরু করেছিলাম, এখন আমি সেখানেই৷ আমার এই চলার পথ আমি নিজে সাজাইনি৷ আমি তাঁর ইচ্ছেকে স্বাগত জানাচ্ছিলাম৷ আমি নিজেকে খুঁজে পেলাম, কে আমি৷ এক বিশাল সরোবরে ছোট্ট একটা মাছ৷ আমি কাজ এবং ভয় দেখেছি৷ আমি প্রতিদিন বেঁচেছি৷ আমি নিজেই নিজের চলার পথ তৈরি করেছি...’’
advertisement
advertisement
আরও পড়ুন : দীপাবলিতে হবু শাশুড়ির কাছ থেকে কী উপহার পেলেন ক্যাটরিনা?
কবিতার মাধ্যমে হারলিন এও জানান, সম্পর্ক ভেঙে যাওয়াতে তিনি আহত হননি৷ জীবনে জয়লাভ তাঁকে উপশম করে না৷ কিন্তু পরাজয় তাঁকে হত্যা করে৷
আরও পড়ুন : ‘এ আমার ঘর হতে পারে না’, ফেলে আসা দিল্লি নিয়ে উদ্বেগ মীরা রাজপুতের বার্তায়
তবে তিনি যে নিজেকে সম্পূর্ণ বলে মনে করেন, সেকথাও জানাতে ভোলেননি৷ নিজেকে সম্পূর্ণ আলাদা সত্তা বলেও চিহ্নিত করেন অভিনেত্রী৷ তাঁর কথায়, ‘‘আমি হারলিন শেঠী হিসেবে পরিচিত হতেই খুশি হব৷ আমি হারলিন শেঠী৷’’ কিন্তু ভিকি কৌশলই যে তাঁর প্রাক্তন প্রেমিক, সে কথাও স্পষ্ট জানান হারলিন৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Vicky Kaushal's ex girl friend: ক্যাটরিনার আগে এই অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খেতেন ভিকি কৌশল
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement