Vicky Kaushal's ex girl friend: ক্যাটরিনার আগে এই অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খেতেন ভিকি কৌশল

Last Updated:

নহবতের মধ্যেও শোনা যাচ্ছে ভিকি কৌশলের পুরনো প্রেমের সুর (Vicky Kaushal's ex girl friend )

মুম্বই : গুঞ্জন যদি সত্যি হয়, ডিসেম্বরেই ভিকি কৌশলের (Vicky Kaushal ) ঘরনি হচ্ছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)৷ বিয়ের জায়গা থেকে পোশাক, সবই ঠিক করা হয়ে গিয়েছে৷ কিন্তু নহবতের মধ্যেও শোনা যাচ্ছে ভিকি কৌশলের পুরনো প্রেমের সুর (Vicky Kaushal ex girl friend )৷ চর্চায় উঠে এসেছে হারলিন শেঠীর নাম৷ এই টেলিভিশন অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন ভিকি৷ তবে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ (Uri: The Surgical Strike) ছবি মুক্তির পর তাঁদের সম্পর্ক ভেঙে যায়৷
আরও পড়ুন : প্রতি মাসের ভাড়া ৮ লক্ষ টাকা! বিয়ের পর ভিকি-ক্যাটরিনা নাকি বিরাট-অনুষ্কার পড়শি
কেন ভেঙে গেল তাঁদের প্রেম? এই প্রসঙ্গে হারলিন সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমার পর ভিকির মধ্যে প্রচুর পরিবর্তন এসেছিল৷
ব্রেক আপের পর সামাজিক মাধ্যমে আবেগপ্রবণ কবিতা লিখে শেয়ার করেছিলেন৷ তিনি লিখেছিলেন, ‘‘যেখানে আমি শুরু করেছিলাম, এখন আমি সেখানেই৷ আমার এই চলার পথ আমি নিজে সাজাইনি৷ আমি তাঁর ইচ্ছেকে স্বাগত জানাচ্ছিলাম৷ আমি নিজেকে খুঁজে পেলাম, কে আমি৷ এক বিশাল সরোবরে ছোট্ট একটা মাছ৷ আমি কাজ এবং ভয় দেখেছি৷ আমি প্রতিদিন বেঁচেছি৷ আমি নিজেই নিজের চলার পথ তৈরি করেছি...’’
advertisement
advertisement
আরও পড়ুন : দীপাবলিতে হবু শাশুড়ির কাছ থেকে কী উপহার পেলেন ক্যাটরিনা?
কবিতার মাধ্যমে হারলিন এও জানান, সম্পর্ক ভেঙে যাওয়াতে তিনি আহত হননি৷ জীবনে জয়লাভ তাঁকে উপশম করে না৷ কিন্তু পরাজয় তাঁকে হত্যা করে৷
আরও পড়ুন : ‘এ আমার ঘর হতে পারে না’, ফেলে আসা দিল্লি নিয়ে উদ্বেগ মীরা রাজপুতের বার্তায়
তবে তিনি যে নিজেকে সম্পূর্ণ বলে মনে করেন, সেকথাও জানাতে ভোলেননি৷ নিজেকে সম্পূর্ণ আলাদা সত্তা বলেও চিহ্নিত করেন অভিনেত্রী৷ তাঁর কথায়, ‘‘আমি হারলিন শেঠী হিসেবে পরিচিত হতেই খুশি হব৷ আমি হারলিন শেঠী৷’’ কিন্তু ভিকি কৌশলই যে তাঁর প্রাক্তন প্রেমিক, সে কথাও স্পষ্ট জানান হারলিন৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Vicky Kaushal's ex girl friend: ক্যাটরিনার আগে এই অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খেতেন ভিকি কৌশল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement