Vicky Kaushal and Katrina Kaif’s New Home : প্রতি মাসের ভাড়া ৮ লক্ষ টাকা! বিয়ের পর ভিকি-ক্যাটরিনা নাকি বিরাট-অনুষ্কার পড়শি

Last Updated:

Vicky Kaushal and Katrina Kaif’s New Home : বিয়ের প্রস্তুতির পাশাপাশি এই জুটি ব্যস্ত তাঁদের নতুন ঠিকানা নিয়েও

মুম্বই : বলিউডের বাতাসে ফের সানাইয়ের সুর৷ শোনা যাচ্ছে, ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ (Vicky Kaushal and Katrina Kaif )৷ ইন্ডাস্ট্রির বাতাসে তীব্র গুঞ্জন, দীপাবলির রাতেই ক্যাটরিনার বন্ধু তথা পরিচালক কবীর খানের বাড়িতে হয়ে গিয়েছে তাঁদের রোকা বা আশীর্বাদ পর্ব ( Roka of Vicky Kaushal and Katrina Kaif )৷ বিয়ের প্রস্তুতির পাশাপাশি এই জুটি ব্যস্ত তাঁদের নতুন ঠিকানা নিয়েও৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মু্ম্বইয়ের জুহুতে (Juhu) নতুন সংসার পাতবেন তাঁরা৷ জুহুর যে বিলাসবহুল আবাসনে বিরাট-অনুষ্কা (Virat Kohli and Anushka Sharma) থাকেন, সেখানেই নাকি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন ভিকি ও ক্যাটরিনা৷
আরও পড়ুন : দীপাবলিতে হবু শাশুড়ির কাছ থেকে কী উপহার পেলেন ক্যাটরিনা?
সর্বভারতীয় সংবাদমাধ্যম এই প্রসঙ্গে উদ্ধৃত করেছেন বরুণ সিংকে৷ বরুণ একটি রিয়েল এস্টেট পোর্টালের কর্ণধার৷ তিনি জানিয়েছেন, ‘‘জুহুর বিলাসবহুল রাজমহল আবাসনে একটি অ্যাপার্টমেন্ট আগামী ৫ বছরের জন্য ভাড়া নিয়েছেন ভিকি৷ চলতি বছরের জুলাইয়ে এই বহুতলের আট তলায় ওই অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন তিনি৷ সিকিওরিটি ডিপোজিট হিসেবে ভিকি প্রায় ১ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়েছেন বলে শোনা যাচ্ছে৷ প্রথম ৩ বছরের জন্য প্রতি মাসে তাঁদের অ্যাপার্টমেন্টের ভাড়া ৮ লক্ষ টাকা ৷ তার পরের ১২ মাসের জন্য ভাড়া বেড়ে প্রতি মাসে হবে ৮ লক্ষ ৪০ হাজার টাকা৷ তার পরবর্তী ১২ মাসের জন্য প্রতি মাসে ভিকি দেবেন ৮ লক্ষ ৮২ হাজার টাকা৷’’
advertisement
আরও পড়ুন : পঞ্চপ্রদীপে নিষ্ঠাপূর্ণ আরতির পাশাপাশি ফুলডোরে বাঁধা ঝুলনায় দীপাবলি নিক-প্রিয়াঙ্কার
এও শোনা যাচ্ছে, বিয়ের আগে সব রকমের কাজ থেকে দীর্ঘ বিরতি নেবেন ক্যাটরিনা কাইফ৷ এই মুহূর্তে তিনি অক্ষয় কুমার এবং রোহিত শেট্টীর সঙ্গে ‘সূর্যবংশী’-র প্রচারে ব্যস্ত৷
advertisement
আরও পড়ুন : পরিবারের সদস্যরা পাশে থাকলেও এ বারের দীপাবলি অমিতাভের কাছে সম্পূর্ণ অন্যরকমের
অন্যদিকে ভিকি তারিয়ে তারিয়ে উপভোগ করছেন ‘সর্দার উধম’-এর সাফল্য৷ মেঘনা গুলজার পরিচালিত স্যাম মানেকশ’র বায়োপিকেও অভিনয় করবেন ভিকি৷ ১৯৭১-এর ভারত-পাকিস্তান যুদ্ধে মানেকশ’-ই ছিলেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান৷ তাঁর ভূমিকায় ভিকিকে দেখার জন্য প্রতীক্ষায় অনুরাগীরা৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Vicky Kaushal and Katrina Kaif’s New Home : প্রতি মাসের ভাড়া ৮ লক্ষ টাকা! বিয়ের পর ভিকি-ক্যাটরিনা নাকি বিরাট-অনুষ্কার পড়শি
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement