#মুম্বই: ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল গাঁটছড়া বাঁধলেন বৃহস্পতিবার (Katrina Kaif Vicky Kaushal wedding)। স্বপ্নের মতো বিয়ের সাক্ষী থাকল রাজস্থানের সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারা রিসর্ট। সম্পর্ক নিয়ে কখনও মুখ না খুললেও বিয়ের পরেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন ক্যাটরিনা ও ভিকি। বিয়েতে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের বহু তারকারা। কিন্তু ওমিক্রনের কথা মাথায় রেখে বিয়ের অতিথি তালিকা ছোটই রাখতে হয়েছিল ভি-ক্যাটকে।
বলিউডের বহু তারকাই এই বিয়েতে নিমন্ত্রিত ছিলেন না। তাই বলিউডের তারকা বন্ধুদের জন্য একটি বিশেষ ব্যবস্থা করলেন নবদম্পতি (Katrina Kaif Vicky Kaushal wedding)। বলিউডের তারকাদের একটি করে হাতে লেখা নোট এবং একটি হ্যাম্পার পাঠিয়েছেন ভি-ক্যাট। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকেও একটি হ্যাম্পার পাঠিয়েছেন নবদম্পতি। সেই হ্যাম্পারের ছবি শেয়ার করে ভিকি ও ক্যাটরিনাকে শুভেচ্ছা জানিয়েছেন কঙ্গনা।
সেই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "লোভনীয় দেশি ঘিয়ের লাড্ডু পাঠিয়েছেন নবদম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ধন্যবাদ আর অনেক শুভেচ্ছা।"এই হ্যাম্পারে ছিল মোতিচুরের লাড্ডু, আরবের সুগন্ধী ইত্তর, সুগন্ধী মোমবাতি, ফুল, গাছের চারার বীজ এবং হাতে লেখা থ্যাংক ইউ নোট।
আরও পড়ুন - টানা দু'মাসের লম্বা ছুটি নিয়ে হানিমুনে যাবেন ভি-ক্যাট! কোথায় আর কবে জানেন?
সেই নোটে লেখা, "ঈশ্বরের কৃপায় এবং আমাদের বাবা মায়ের আশীর্বাদে আমরা ৯ ডিসেম্বর জীবনের অন্যতম বড় পদক্ষেপ করেছি এবং চিরকালের মতো গাঁটছড়া বেঁধেছি। ইচ্ছে থাকা সত্ত্বেও বর্তমান পরিস্থিতির জন্য আমরা একসঙ্গে এই আনন্দ উদযাপন করতে পারিনি। কিন্তু আশা করছি এই আনন্দ আপনাদের সকলের সঙ্গে খুব শীঘ্রই ভাগ করে নিতে পারব। আমাদের এই নতুন যাত্রায় আপনাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদ দরকার। অসংখ্য ধন্যবাদ। আমাদের পরিবারের একাংশ হয়ে ওঠার জন্য অসংখ্য ধন্যবাদ।"
প্রসঙ্গত, রাজস্থানে সেভাবে বলিউডের বন্ধুরা উপস্থিত থাকতে পারেননি। ইতিমধ্যেই মুম্বই ফিরেছেন ভিক্যাট (Katrina Kaif Vicky Kaushal wedding)। মনে করা হচ্ছে খুব শীঘ্রই তাঁরা মুম্বইয়ে একটি রিসেপশনের আয়োজন করবেন। এই রিসেপশনে বলিউডের তারকারা উপস্থিত থাকবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।