হোম /খবর /বিনোদন /
বিয়ের ৪ দিনের মাথায় অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ অঙ্কিতা, হাতেনাতে ধরে ফেললেন ভিকি

Vicky-Ankita: বিয়ের ৪ দিনের মাথায় অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় অঙ্কিতা, হাতেনাতে ধরে ফেললেন ভিকি

অন্য পুরুষের সঙ্গে অঙ্কিতাকে ধরে ফেলেন ভিকি, প্রমাণস্বরূপ শেয়ার করে গোটা ঘটনার ভিডিও

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: হাতে এখনও মেহেন্দির রং জ্বলজ্বল করছে, সবে মাত্র ৪ দিন আগেই সাতপাকে বাঁধা পড়েছেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে আর পেশায় ব্যবসায়ী ভিকি জৈন (Vicky-Ankita)! কিন্তু এরমধ্যেই ঘটল বিপত্তি! সংসারে মন টিকল না অঙ্কিতার! ভিকির সঙ্গে অনেকদিনের সম্পর্ক, বিয়ে... সবকিছুর মায়া কাটিয়ে অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ হলেন তিনি! বিয়ের ৪ দিনের মাথায় তৃতীয় ব্যক্তির সঙ্গে সদ্যবিবাহিত বৌ অঙ্কিতাকে ধরে ফেললেন ভিকি জৈন (Vicky-Ankita)।

আরও পড়ুন: জানেন কি, শাহরুখকে প্রাণে বাঁচিয়েছিলেন কাজল, তাঁর জন্যই আজও জীবিত কিং খান

সহকর্মী কর্ণবীর বোহরার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়েন অঙ্কিতা, পাকরাও করলেন খোদ ভিকি! প্রমাণস্বরূপ গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার-ও করেছেন ভিকি! ভিডিওতে দেখা যাচ্ছে, ভিকি আশপাশে নেই, সেই সুযোগে করণবীর বোহরার হাতে হাত রেখে গোপন প্রেমালাপে মজেছেন অঙ্কিতা। আচমকাই পিছন থেকে চলে আসেন ভিকি, হাতেনাতে ধরে ফেলেন সদ্যবিবাহিতা স্ত্রীকে! ভিকি এমনিতে  পজেসিভ স্বভাবের! স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে দেখে চটেই যান, কর্ণবীরকে পরামর্শ দেন অঙ্কিতার থেকে দূরত্ব বজায় রাখতে। এরপর অঙ্কিতাকে নিয়ে সেকান থেকে চলে যান! ধরা পড়ে গিয়ে অঙ্কিতাও আর কিছু বলতে পারেন না! কর্ণবীরকে বিদায় জানিয়ে চলে যান!

দেখুন সেই ভিডিও--

না, না চিন্তা করবেন না! অঙ্কিতা-ভিকির দাম্পত্যে এখনও চিড় ধরেনি! তৃতীয় ব্যক্তি এসেছে বটেম তবে নিছকই মজার ছলে! ফ্যানদের খানিক মজা দিতেই এই ভিডিও শ্যুট করেছেন অঙ্কিতা-ভিকি-কর্ণবীর।আরও পড়ুন: সুশান্তের মায়া কাটিয়ে বিয়ে করলেন অঙ্কিতা লোখান্ডে-ভিকি জৈন, দেখুন বিয়ের অ্যালবাম

দীর্ঘ ৬ বছর সম্পর্ক ছিল সুশান্ত সিং রাজপুত আর অঙ্কিতা লোখান্ডের! 'পবিত্র রিস্তা' সিরিয়ালের শ্যুটিং চলাকালীন-ই সম্পর্ক গড়ে ওঠে! চলতে থাকে প্রেমের রেলগাড়ি! আচমকাই ছন্দপতন! ২০১৬ সালে ব্রেক-আপ হয় অঙ্কিতা আর সুশান্তের! এরপর অঙ্কিতার জীবনে আসেন ভিকি জৈন! দীর্ঘদিন প্রেমপর্বের শেষে অবশেষে গাটছড়া বাঁধলেন অঙ্কিতা-ভিকি।মুম্বইতেই বসেছিল রাজকীয় (traditional wedding ceremony) বিয়ের আসর।

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Vicky Ankita