Ankita Lokhande & Vicky Jain Wedding|| সুশান্তের মায়া কাটিয়ে বিয়ে করলেন অঙ্কিতা লোখান্ডে-ভিকি জৈন, দেখুন বিয়ের অ্যালবাম

Last Updated:
Ankita Lokhande & Vicky Jain Wedding: সাত পাকে বাঁধা পড়লেন পবিত্র রিস্তার খ্যাত অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিক ভিকি জৈন।
1/10
*দীর্ঘ অপেক্ষার অবসান। সাত পাকে বাঁধা পড়লেন পবিত্র রিস্তার খ্যাত অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande) এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিক ভিকি জৈন (Vicky Jain)।
*দীর্ঘ অপেক্ষার অবসান। সাত পাকে বাঁধা পড়লেন পবিত্র রিস্তার খ্যাত অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande) এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিক ভিকি জৈন (Vicky Jain)।
advertisement
2/10
*মুম্বইতেই বসেছিল রাজকীয় (traditional wedding ceremony) বিয়ের আসর। অঙ্কিতার মেহেন্দি থেকে গায়ে হলুদ, বিয়ের ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
*মুম্বইতেই বসেছিল রাজকীয় (traditional wedding ceremony) বিয়ের আসর। অঙ্কিতার মেহেন্দি থেকে গায়ে হলুদ, বিয়ের ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
advertisement
3/10
*বিয়ের আসরে অঙ্কিতা এবং স্বামী ভিকি সেজেছিলেন একেবারে স্নিগ্ধ। দু'জনকে মানিয়েছে বেশ। দু'জনে বিয়েতে কতটা খুশি ছিলেন, সেই অভিব্যক্তি ফুটে উঠেছে তাঁদের চোখে-মুখে।
*বিয়ের আসরে অঙ্কিতা এবং স্বামী ভিকি সেজেছিলেন একেবারে স্নিগ্ধ। দু'জনকে মানিয়েছে বেশ। দু'জনে বিয়েতে কতটা খুশি ছিলেন, সেই অভিব্যক্তি ফুটে উঠেছে তাঁদের চোখে-মুখে।
advertisement
4/10
*মরুভূমির বালি থেকে মাঝ-সমুদ্রে হবু স্বামীর সঙ্গে রোম্যান্সে মত্ত একটি ভিডিও শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অঙ্কিতা। প্রি-ওয়েডিংয়ের সেই ভিডিও এখন হট-কেক।
*মরুভূমির বালি থেকে মাঝ-সমুদ্রে হবু স্বামীর সঙ্গে রোম্যান্সে মত্ত একটি ভিডিও শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অঙ্কিতা। প্রি-ওয়েডিংয়ের সেই ভিডিও এখন হট-কেক।
advertisement
5/10
*ভিডিওতে স্বামী ভিকির সঙ্গে অন্তরঙ্গ অঙ্কিতাকে লাগছে মহময়ী। কখনও মরুভূমির বালিতে মিশে গিয়েছেন দু'জনে। কখনও আবার সমুদ্রের মাঝে হারিয়ে ফেলেছেন নিজেদের।
*ভিডিওতে স্বামী ভিকির সঙ্গে অন্তরঙ্গ অঙ্কিতাকে লাগছে মহময়ী। কখনও মরুভূমির বালিতে মিশে গিয়েছেন দু'জনে। কখনও আবার সমুদ্রের মাঝে হারিয়ে ফেলেছেন নিজেদের।
advertisement
6/10
*উল্লেখ্য, অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande) এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিক ভিকি জৈন (Vicky Jain)  ১২ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছেন। ১২,১৩ এবং ১৪ ডিসেম্বর...এই তিনদিনে একেবারে রীতি মেনে হয়েছে বিয়ের অনুষ্ঠান। তার আগে প্রাক বিয়ের নানা মুহূর্ত সম্পন্ন হয়েছে।
*উল্লেখ্য, অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande) এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিক ভিকি জৈন (Vicky Jain)  ১২ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছেন। ১২,১৩ এবং ১৪ ডিসেম্বর...এই তিনদিনে একেবারে রীতি মেনে হয়েছে বিয়ের অনুষ্ঠান। তার আগে প্রাক বিয়ের নানা মুহূর্ত সম্পন্ন হয়েছে।
advertisement
7/10
*অঙ্কিতা লোখান্ডে ভীষণই ধার্মিক এবং ঘরোয়া, এ কথা কারও অজানা নয়। নিয়ম মেনে নানা পুজোয় তাঁর উজ্জ্বল উপস্থিতি দেখা যায়। ফলে বিয়েতেও কোনও খামতি (traditional wedding) ছিল না।
*অঙ্কিতা লোখান্ডে ভীষণই ধার্মিক এবং ঘরোয়া, এ কথা কারও অজানা নয়। নিয়ম মেনে নানা পুজোয় তাঁর উজ্জ্বল উপস্থিতি দেখা যায়। ফলে বিয়েতেও কোনও খামতি (traditional wedding) ছিল না।
advertisement
8/10
*এনগেজমেন্টের সময়েও ভিকি এবং অঙ্কিতাকে দেখা গিয়েছিল একেবারে খিশির মেজাজে। দু'জনে আংটি বদলের পরে পোজ দিয়েছিলেন।
*এনগেজমেন্টের সময়েও ভিকি এবং অঙ্কিতাকে দেখা গিয়েছিল একেবারে খিশির মেজাজে। দু'জনে আংটি বদলের পরে পোজ দিয়েছিলেন।
advertisement
9/10
*শনিবার  ছিল অঙ্কিতার মেহেন্দির অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের বেশ কিছু মুহূর্তের ভিডিও এবং ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
*শনিবার ছিল অঙ্কিতার মেহেন্দির অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের বেশ কিছু মুহূর্তের ভিডিও এবং ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
10/10
*রানী রঙা পোশাকে জনপ্রিয় হিন্দি গান 'দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড'-র সঙ্গে তাঁকে ঠোঁট মেলাতেও দেখা গিয়েছিল। ঢোলের সঙ্গে কমর দুলিয়েছেন ভিকিও।
*রানী রঙা পোশাকে জনপ্রিয় হিন্দি গান 'দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড'-র সঙ্গে তাঁকে ঠোঁট মেলাতেও দেখা গিয়েছিল। ঢোলের সঙ্গে কমর দুলিয়েছেন ভিকিও।
advertisement
advertisement
advertisement