Popular Actor Death: আচমকা সব শেষ...! মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিখ্যাত অভিনেতা, তারকার প্রয়াণে শোকের ছায়া

Last Updated:

Popular Actor Death: বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ একের পর এক তারকারা সকলেই ছেড়ে চলে যাচ্ছেন৷ প্রয়াত হলেন প্রবীণ তামিল অভিনেতা দিল্লি গণেশ৷

মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিখ্যাত অভিনেতা
মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিখ্যাত অভিনেতা
বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ একের পর এক তারকারা সকলেই ছেড়ে চলে যাচ্ছেন৷ প্রয়াত হলেন প্রবীণ তামিল অভিনেতা দিল্লি গণেশ৷ গতকাল রাত ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, আজ অর্থাৎ ১০ নভেম্বর তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর৷ অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে৷
জানা গিয়েছে, বার্ধক্যজনিত স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন অভিনেতা, তারপর আর শেষরক্ষা হল না৷ না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা৷ অভিনেতা গণেশের পরিবারএকটি আন্তরিক বিবৃতিতে, তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, “আমরা গভীরভাবে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের পিতা মিঃ দিল্লি গণেশ ৯ নভেম্বর রাত ১১ টার দিকে মারা গেছেন।” চেন্নাইয়ের রামাপুরমে তাঁর মৃতদেহ রাখা হয়েছে।
advertisement
advertisement
দিল্লী গণেশ,১ আগস্ট, ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন, ১৯৭৬ সালে বিখ্যাত পরিচালক কে. বালাচান্দরের চলচ্চিত্র পাটিনা প্রভেসাম দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন । বছরের পর বছর ধরে, তিনি তামিল, তেলেগু এবং মালয়ালম-সহ ৪০০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দিল্লি গণেশ নায়কান (১৯৮৭) এবং মাইকেল মাধনা কামা রাজন (১৯৯০)-সহ চলচ্চিত্রে তার ভূমিকার জন্য বিখ্যাত।
advertisement
১৯৭৯ সালে, তিনি পাসি চলচ্চিত্রে অভিনয়ের জন্য তামিলনাড়ু স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড এস বিশেষ পুরস্কার জিতেছিলেন, এবং ১৯৯৪ সালে, তিনি শিল্পকলায় তার শ্রেষ্ঠত্বের জন্য কালাইমামানি পুরস্কার পান। তিনি খলনায়ক, বন্ধু এবং বাবার চরিত্রের অভিনয়ের জন্যও পরিচিত ছিলেন এবং রজনীকান্ত, কমল হাসান এবং বিজয়কান্ত-সহ বিখ্যাতদের সঙ্গে কাজ করেছেন। এবং পরবর্তী সময়ে গণেশ টেলিভিশন এবং শর্ট ফিল্মেও কাজ করেন৷ তিনি দিল্লি-ভিত্তিক নাট্যদল দক্ষিণ ভারত নাটক সভার সদস্যও ছিলেন। তিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হোয়াট ইফ ব্যাটম্যান ওয়াজ ফ্রম চেন্নাই’-এ আলফ্রেড পেনিওয়ার্থের চরিত্রে একটি স্মরণীয় ক্যামিওতেও উপস্থিত ছিলেন। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে অপূর্ব সগোধরারগাল (১৯৮৯), আহা..! (১৯৯৭), থেনালি (২০০০), এবং এনগাম্মা মহারানি (১৯৮১), ধুরুভাঙ্গাল পাথিনারু (২০১৬)।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Popular Actor Death: আচমকা সব শেষ...! মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিখ্যাত অভিনেতা, তারকার প্রয়াণে শোকের ছায়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement