Kajol's Mother Tanuja: অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী তনুজা! আইসিইউ-তে ভর্তি কাজলের মা, রবিবার সন্ধ্য়ায় শারীরিক অবস্থার অবনতি
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Kajol's Mother Tanuja: সূত্রের খবর, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে জুহুর এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে তনুজাকে। আইসিইউ-তে আছেন ৮০ বছরের ‘দেওয়া দেওয়া’র নায়িকা।
মুম্বই: হঠাৎ গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী তনুজা। মুম্বইয়ের হাসপাতালে ভর্তি কাজলের মা। সূত্রের খবর, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে জুহুর এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। আপাতত আইসিইউ-তে আছেন ৮০ বছরের অভিনেত্রী।
রবিবার সন্ধ্যায় হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন ‘দেয়া নেয়া’র নায়িকা। স্বাস্থ্যের অবনতি হতেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
তবে পরে সূত্র এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আপাতত তিনি ভাল আছেন। চিন্তার কিছু নেই।’’ পরিবারের তরফে এখনই কোনও মন্তব্য করা হয়নি।
advertisement
তনুজা, বর্ষীয়ান অভিনেত্রী হিন্দি এবং বাংলা ভাষায় একাধিক ছবিতে কাজ করেছেন। শোভনা সামার্থ এবং কুমার সেন সামার্থের কন্যা তনুজা। অভিনেত্রী নূতনের বোন তিনি। দুই কন্যা বলি তারকা কাজল এবং অভিনেত্রী তনিশা মুখোপাধ্যায়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 18, 2023 1:52 AM IST