Darshana Saurav Wedding: বউয়ের পা ছুঁয়ে প্রণাম, শ্বশুরবাড়িতে দর্শনার ভাতকাপড়, নজির গড়লেন স্বামী সৌরভ
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Darshana Saurav Wedding: সৌরভ সেজেছেন সাদা ধুতি ও সাদা পাঞ্জাবীতে। বর-বউয়ের সঙ্গে ছিলেন পরিবারের আত্মীয়সজনেরা। নবদম্পতির মুখে আনন্দের ছটা। আর সেই ভাতকাপড়ের মুহূর্তের ভিডিও প্রকাশ পেল রবিবার।
টলিপাড়ায় নতুন তারকা দম্পতি। দু’দিন হয়ে গেল তাঁদের ডি-ডের। দর্শনা বণিক এবং সৌরভ দাস। ১৫ ডিসেম্বর কলকাতার পাঁচ তারা হোটেলের ব্যাঙ্কোয়েটে চার হাত এক হল তাঁদের।
advertisement
শুক্রবার ঘটা করে গাঁটছড়া বাঁধার পর স্বামী সৌরভের সঙ্গে শনিবার ভিন্টেজ রোলস রয়্যালসে করে দর্শনা যান শ্বশুরবাড়ি। সেই গাড়িতে ফোটোশ্যুটও করেছেন বর-বউ।
advertisement
এবার পালা বাকি সমস্ত নিয়মরীতির। আজ ছিল দর্শনার ভাতকাপড়। অনুষ্ঠানটি সম্পন্ন হল সৌরভের বাড়িতে। দর্শনার পরনে লাল শাড়ি-ব্লাউজের সঙ্গে শাঁখা পলা, সিঁথিতে মোটা করে সিঁদুর। কানে সোনায় দুল। গলায় সোনার হার।
advertisement
সৌরভ সেজেছেন সাদা ধুতি ও সাদা পাঞ্জাবীতে। বর-বউয়ের সঙ্গে ছিলেন পরিবারের আত্মীয়সজনেরা। নবদম্পতির মুখে আনন্দের ছটা। আর সেই ভাতকাপড়ের মুহূর্তের ভিডিও প্রকাশ পেল রবিবার।
advertisement
ভিডিওয়ে দেখা যাচ্ছে, সৌরভের পা ছুঁলেন দর্শনা। এরপরই চমক। সৌরভও তাঁর স্ত্রীকে সম্মান জানানোর জন্য দর্শনার পা ছুঁয়ে প্রণাম করলেন। কয়েক মুহূর্তের জন্য সকলে যেন চমকে উঠলেন। কিন্তু তাতে ছিল আনন্দের ছোঁয়া।
advertisement