হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু তাবাস্সুমের, ৭৮-এ জীবনাবসান 'ফুল খিলে'র সঞ্চালকের
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
১৮ নভেম্বর সন্ধ্যায় কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। তার পরে সম্ভবত তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার সন্ধ্যায় প্রয়াত হন বর্ষীয়ান অভিনেত্রী। আগামী ২১ নভেম্বর তাঁর স্মরণসভা আয়োজিত হয়েছে মুম্বইয়ে।
#মুম্বই: পর্দায় 'ফুল খিলে হ্যায় গুলশন গুলশন'। আর তার মানেই তাবাস্সুম গোভিলের সেই হাসি মুখ। আড্ডায় জমিয়ে রাখতেন তারকাদের চ্যাট শো। শনিবার সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করলেন ৭৮ বছরের সেই তাবাস্সুম।
১৮ নভেম্বর সন্ধ্যায় কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। তার পরে সম্ভবত তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার সন্ধ্যায় প্রয়াত হন বর্ষীয়ান অভিনেত্রী। আগামী ২১ নভেম্বর তাঁর স্মরণসভা আয়োজিত হয়েছে মুম্বইয়ে।
advertisement
১৯৭০ থেকে ১৯৯০-এর সময়কালে জনপ্রিয়তা পেয়েছিল তাঁর এই অনুষ্ঠান 'ফুল খিলে হ্যায় গুলশন গুলশন'। তবে তার অনেক আগে থেকেই তিনি শিশুশিল্পী হিসেবে পরিচিত। কেবল টেলিভিশন সঞ্চালনা নয়, অভিনয়, রেডিও সঞ্চালনা, একাধিক ক্ষেত্রে তাঁর অনায়াস বিচরণ ছিল। তাবাস্সুমের সঞ্চালনার ধরন এর পর একাধিক শো-তে অনুসরণ করা হয়।
advertisement
আরও পড়ুন: মায়ের শেষ সম্বলও চলে যায়, তাও বেঁচে আছি কথা দিয়েছি বলে, ঐন্দ্রিলাকেও বাঁচতে হবে! লিখলেন চন্দন
১৯৪৪ সালে জন্ম তাবাস্সুমের। জন্মের পর তাঁর নামকরণ হয়, কিরণবালা সচদেব। ১৯৪৭ সালে তাবাস্সুম নাম নিয়ে প্রথম পর্দায় পা রাখেন ছোট্ট কিরণবালা। বিখ্যাত টেলিভিশন তারকা অনিল গোভিলের ভাই বিজয় গোভিলকে বিয়ে করেছিলেন তাবাস্সুম।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 19, 2022 8:07 PM IST