Varun Dhawan: টানা এক মাস কথা বন্ধ! কী এমন ঘটেছিল জাহ্নবীর সঙ্গে? নায়িকাকে নিয়ে যা বললেন বরুন..
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
এই প্রথমবার বরুন এবং জাহ্নবীকে জুটি হিসেবে পাবেন দর্শকরা। তবে এই ছবির শ্যুটিংয়ের প্রথম এক মাস জাহ্নবীর সঙ্গে কথাই বলেননি বরুন।
বরুন ধাওয়ান এবং জাহ্নবী কাপুরের নতুন ছবি ‘বাওয়াল’ মুক্তি পাবে খুব শীঘ্রই। ট্রেলার লঞ্চের পর থেকেই সাড়া ফেলে দিয়েছ এই ছবি। একটি জনপ্রিয় ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে ‘বাওয়াল’। এই প্রথমবার বরুন এবং জাহ্নবীকে জুটি হিসেবে পাবেন দর্শকরা। তবে এই ছবির শ্যুটিংয়ের প্রথম এক মাস জাহ্নবীর সঙ্গে কথাই বলেননি বরুন।
সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া একটি ইন্টারভিউতে নিজে মুখেই একথা জানিয়েছেন বরুন।
বরুন বলেন,‘‘প্রথম এক মাস আমি ইচ্ছে করেই ওর সঙ্গে কথা বলিনি। সেটে বাকি সবার সঙ্গেই বলেছি, শুধু জাহ্নবী ছাড়া। কারণ আমার মনে হয়েছিল এটা আমাদের পর্দায় ওই ধরনের দৃশ্যগুলো ফুটিয়ে তুলতে সাহায্য করবে।’’
advertisement
advertisement
কিন্তু জাহ্নবীর এই ক্ষেত্রে কেমন প্রতিক্রিয়া ছিল? বরুন বলেন,‘‘প্রায় ২০ দিন পর আমি ওকে পুরো ব্যাপারটা বলি। তখন ও বুঝতে পারে। নাহলে ও আমায় ভুল বুঝতো।’’ খানিকটা ইচ্ছে করে করা এই সিদ্ধান্ত পরে দৃশ্যায়নের সময় বরুন এবং জাহ্নবীকে সাহায্য করেছিল, একথা মেনে নিলেন বরুন। কথা না বলার এই সিদ্ধান্তে ছবির ডিরেক্টর নীতেশ তিওয়ারি পাশে ছিলেন। এই ছবিতে একেবারে অন্যরূপে দেখা যাবে বরুন ধাওয়ানকে।
advertisement
এই ছবিতে বরুনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন জাহ্নবী। ছবির গল্পের অনুযায়ী ধীরে ধীরে স্বামী-স্ত্রী একে অপরকে চিনতে শুরু করে। আবার বরুন আর জাহ্নবীও নিজেদের ধীরে ধীরে চিনেছেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 13, 2023 9:00 PM IST