Goutam Ghose on Uttam Kumar Death Anniversary: উত্তম কুমারকে রিপ্লেস করবে কে? তাই আর ছবিটা করাই হল না: আক্ষেপ গৌতম ঘোষের

Last Updated:

Goutam Ghose on Uttam Kumar Death Anniversary: সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলেছিল। পরিচালক হায়দ্রাবাদ থেকে ফিরেই সিনেমার কাজ শুরু করবেন। কিন্তু শেষরক্ষা আর হল না

#কলকাতা: জাতীয় পুরষ্কার বিজয়ী পরিচালক গৌতম ঘোষ সমরেশ বসুর গল্প 'শ্রীমতি ক্যাফে' অবলম্বনে একটি সিনেমা তৈরি করার কথা পরিকল্পনা করেছিলেন। প্রধান চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। কিন্তু পরিচালক যখন শুটিং শুরু করার জন্য প্রস্তুত, ঠিক তখনই ঘটে গেল অঘটন। উত্তম কুমার সবাইকে ছেড়ে চলে গেলেন স্বর্গের উদ্দেশ্যে। বাংলা সিনেমায় বিশাল শূন্যতা তৈরি হল। উত্তম কুমারের মৃত্যুর পর, গৌতম ঘোষ একটি তেলেগু ছবি 'মা ভূমি' দিয়ে তাঁর পরিচালনায় আত্মপ্রকাশ করেছিলেন। তারপরে এই চলচ্চিত্রটিই হত তাঁর দ্বিতীয় চলচ্চিত্র এবং বাংলায় প্রথম চলচ্চিত্র।
নিউজ১৮বাংলার সাক্ষাৎকারে গৌতম ঘোষ জানান, "তেলেগু ছবি বানানোর অনেক আগে আমি সমরেশ বসুর সঙ্গে শ্রীমতি ক্যাফে নিয়ে কথা বলেছিলাম। এরকম একটি মজার উপন্যাসের সিনেমাটিক রূপান্তরের জন্য আমি সমরেশ বসুর কাছ থেকে অনুমতি নিয়েছিলাম। চিত্রনাট্যও প্রস্তুত ছিল। আমি ভোজনানন্দ তালুকদারের চরিত্রে উত্তম কুমারকে কাস্ট করতে চেয়েছিলাম। চরিত্রটি ভোজু লাত নামে জনপ্রিয় ছিল যিনি একটি ক্যাফের মালিক ছিলেন। আমি যখন তাকে এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলাম তখন উত্তমবাবু খুব খুশি হয়েছিলেন।"
advertisement
advertisement
গৌতম ঘোষকে পরের প্রশ্ন করা হয়, তবে কি সেই ছবি বানানোর কথা এখন আবার ভাবতে চান? উত্তরে তিনি জানান, "অন্য কোনও অভিনেতাকে তারপর আর প্রতিস্থাপন করার কথা ভাবিনি। তারজন্য প্রজেক্টটা আর হয়নি। এটা আমার একটা আক্ষেপ রয়ে গেল, ওঁর সঙ্গে একটা কাজ করা হল না। ছবির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমাদের রাজনৈতিক যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল ১৯১৯-২২ পর্যন্ত্য সেই প্রেক্ষাপটেই হয় হত সিনেমাটা। এখনও করা যায়, আমি অনেকবারই ভেবেছিলাম, কিন্তু বারবার ভেবেছি যে ওঁনাকে নিয়ে ভেবেছিলাম, তারপর ওটা কে করবে? কয়েকজন অভিনেতার রিপ্লেসমেন্ট হয় না।"
advertisement
সিনেমায় আরও বেশ কয়েকজন বিশিষ্ট অভিনেতার অভিনয়ের কথা হয়ে গিয়েছিল। সৌমিত্র চট্টোপাধ্যায়, উৎপল দত্ত, রবি ঘোষ এবং মমতা শঙ্করের মুখ্য ভূমিকায় থাকার কথা ছিল। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলেছিল। পরিচালক হায়দ্রাবাদ থেকে ফিরেই সিনেমার কাজ শুরু করবেন। কিন্তু শেষরক্ষা আর হল না। প্লেনে আসার সময়েই শোনেন মহানায়কের মহাপতনের কথা। উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী পরিচালক গৌতম ঘোষের জন্মদিন একই তারিখে পড়ে, তাই প্রতিবছর ওই দিনে খুব কষ্ট হয় তাঁর।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Goutam Ghose on Uttam Kumar Death Anniversary: উত্তম কুমারকে রিপ্লেস করবে কে? তাই আর ছবিটা করাই হল না: আক্ষেপ গৌতম ঘোষের
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement