Urfi Javed Viral Video|| ব্লাউজ ছাড়াই শাড়ি পরে রাস্তায় উরফি! তুমুল নাচের চোটে যাচ্ছেতাই কাণ্ড! ভাইরাল ভিডিও...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Urfi Javed wearing saree without blouse: ভিডিওতে দেখা যাচ্ছে, উরফি ব্লাউজ ছাড়াই শাড়ি পরে নিয়েছেন। তারপরে নেচেও নিয়েছে জাস্টিন বিবারের 'সরি'র সঙ্গে।
#মুম্বই: ব্লাউজ ছাড়াই শাড়ি পরে রাস্তায় বেরোলেন উরফি! যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। বিগ বস ওটিটিতে (Bigg Boss OTT) প্রথম নজর কেড়েছিলেন অভিনেত্রী উরফি জাভেদ (Urfi Javed)। তবে তারপর থেকে প্রায় প্রতিদিনই তিনি খবরের শিরোনামে থাকেন। কিন্তু মোটেই তা তাঁর অভিনয়ের জন্য নয়! বরং তাঁর সাহসী পোশাক, নয় বিতর্কিত মন্তব্যের জন্য। নেটিজেনরা তাঁকে আখ্যা দিয়েছেন 'সস্তার ক্যাটরিনা কাইফ'! যদিও উরফির তাতে 'ডোন্ট কেয়ার'। তাঁর দাবি, এসবে তাঁর কিছুই আসে-যায় না। এইসব ট্রোলিং তাঁর কেরিয়ার নষ্ট করতে পারবে না।
তবে, উরফিকে নিয়ে যতই ট্রোল হোক, তাঁর ছবি-ভিডিও কিন্তু ভাইরাল হতে সময় নেয় না (Urfi Javed Viral Video)! হালে নেটদুনিয়া কাঁপিয়ে দাপিয়ে বেড়াচ্ছে অভিনেত্রীর একটি ভিডিও, যা দেখে হাসি চাপতে পারছেন না নেটিজেনরা! ভিডিওতে দেখা যাচ্ছে, উরফি ব্লাউজ ছাড়াই শাড়ি পরে নিয়েছেন। তারপরে নেচেও নিয়েছে জাস্টিন বিবারের 'সরি'র সঙ্গে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বিগ বস ওটিটি ছাড়াও উরফিকে দেখা গিয়েছে 'বড়ে ভাইয়া কি দুলহানিয়া'-তে অবনি-র চরিত্রে! অভিনয় করেছেন 'মেরি দুর্গা', 'বেপনাহ', ' পাঞ্চ বিট সিজন টু'-তে। এ ছাড়াও তিনি অভিনয় করেছেন স্টার প্লাসের ধারাবাহিক ' চন্দ নন্দিনী'-তে। ২০২০-তে 'ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়'-তে শিবানী ভাটিয়ার চরিত্র দিয়ে অভিনয় শুরু করেন অভিনেত্রী। পরবর্তীতে 'কসৌটি জিন্দগি কি'তে তনিশা চক্রবর্তীর চরিত্রে অভিনয় করেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 11, 2022 12:53 PM IST