Adrit Roy New Relationship|| ভেঙেছে পুরনো প্রেম-বিয়ে! ফের প্রেমে হাবুডুবু খাচ্ছেন 'মিঠাই'-এর 'উচ্ছেবাবু'! সুন্দরী প্রেমিকাকে চিনে নিন...

Last Updated:
Adrit Roy's New Of Screen Relationship: টেলিপাড়ার গুঞ্জন চুটিয়ে প্রেম করছেন অভিনেতা আদৃত রায়। প্রেমিকা আর কেউ নন, মিঠাই ধারাবাহিকে তাঁর 'দিদিয়া'র চরিত্রে অভিনয় করা নায়িকা কৌশাম্বী চক্রবর্তী।
1/8
*২০২১ সালের মাঝামাঝি সময়ে টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল বছরের শেষে বিয়ের পিঁড়িতে বসতে পারেন ‘মিঠাই’-এর নায়ক আদৃত রায়। কিন্তু মাসখানেক আগে সেই জল্পনার অবসান ঘটেছে। সংগৃহীত ছবি। 
*২০২১ সালের মাঝামাঝি সময়ে টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল বছরের শেষে বিয়ের পিঁড়িতে বসতে পারেন ‘মিঠাই’-এর নায়ক আদৃত রায়। কিন্তু মাসখানেক আগে সেই জল্পনার অবসান ঘটেছে। সংগৃহীত ছবি। 
advertisement
2/8
*প্রায় ১০ বছরের প্রেম ভেঙেছে আদৃত রায়ের। ভেঙেছে বিয়েও। আদৃত রায়ের বহু বছরের প্রেমিকা সুপ্রিয়া মণ্ডল অন্যত্র বিয়ে করছেন। তিনি চলতি মাসের শুরুতেই আংটি বদল সেরেছেন। সংগৃহীত ছবি। 
*প্রায় ১০ বছরের প্রেম ভেঙেছে আদৃত রায়ের। ভেঙেছে বিয়েও। আদৃত রায়ের বহু বছরের প্রেমিকা সুপ্রিয়া মণ্ডল অন্যত্র বিয়ে করছেন। তিনি চলতি মাসের শুরুতেই আংটি বদল সেরেছেন। সংগৃহীত ছবি। 
advertisement
3/8
*এমন সংবাদে যখন আদৃতর ফ্যানেদের মন খারাপ, তখনই ফের মিলেছে খুশির খবর।  টেলিপাড়ার গুঞ্জন চুটিয়ে প্রেম করছেন আদৃত। প্রেমিকা আর কেউ নন, 'দিদিয়া' কৌশাম্বী চক্রবর্তী। সংগৃহীত ছবি। 
*এমন সংবাদে যখন আদৃতর ফ্যানেদের মন খারাপ, তখনই ফের মিলেছে খুশির খবর।  টেলিপাড়ার গুঞ্জন চুটিয়ে প্রেম করছেন আদৃত। প্রেমিকা আর কেউ নন, 'দিদিয়া' কৌশাম্বী চক্রবর্তী। সংগৃহীত ছবি। 
advertisement
4/8
*মিঠাই ধারাবাহিকে সিদ্ধার্থ মোদকের পিসতুতো দিদির ভূমিকায় অভিনয় করেন কৌশাম্বী চক্রবর্তী। উচ্ছেবাবু তাঁকে ‘দিদিয়া’ বলে ডাকেন। সেই দিদিয়ার প্রেমেই মজেছেন 'ভাইয়া'। যা নিয়ে বেশ উচ্ছ্বসিত অন্যান্য কলাকুশলীরা। তবে তাঁরা কেউই এই গুঞ্জনে সিলমোহর দেননি। সংগৃহীত ছবি। 
*মিঠাই ধারাবাহিকে সিদ্ধার্থ মোদকের পিসতুতো দিদির ভূমিকায় অভিনয় করেন কৌশাম্বী চক্রবর্তী। উচ্ছেবাবু তাঁকে ‘দিদিয়া’ বলে ডাকেন। সেই দিদিয়ার প্রেমেই মজেছেন 'ভাইয়া'। যা নিয়ে বেশ উচ্ছ্বসিত অন্যান্য কলাকুশলীরা। তবে তাঁরা কেউই এই গুঞ্জনে সিলমোহর দেননি। সংগৃহীত ছবি। 
advertisement
5/8
*তবে, তাঁদের সম্পর্ক মটেই ভাই-বোনের নয়। বরং তাঁরা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। তাঁদের এই ঘনিষ্ঠতা গত কয়েক মাস ধরেই চর্চায়। সংগৃহীত ছবি। 
*তবে, তাঁদের সম্পর্ক মটেই ভাই-বোনের নয়। বরং তাঁরা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। তাঁদের এই ঘনিষ্ঠতা গত কয়েক মাস ধরেই চর্চায়। সংগৃহীত ছবি। 
advertisement
6/8
*‘মিঠাই’ ধারাবাহিকে অভিনয় করতে করতেই আলাপ আদৃত এবং কৌশাম্বীর। তবে কি আদৃতের প্রেম ভাঙল কৌশাম্বীর জন্যই! নাকি সুপ্রিয়ার প্রেম আগে এসেছিল জীবনে! সব নিয়েই চলছে ব্যাপক জল্পনা। যদিও উত্তর মেলেনি। সংগৃহীত ছবি। 
*‘মিঠাই’ ধারাবাহিকে অভিনয় করতে করতেই আলাপ আদৃত এবং কৌশাম্বীর। তবে কি আদৃতের প্রেম ভাঙল কৌশাম্বীর জন্যই! নাকি সুপ্রিয়ার প্রেম আগে এসেছিল জীবনে! সব নিয়েই চলছে ব্যাপক জল্পনা। যদিও উত্তর মেলেনি। সংগৃহীত ছবি। 
advertisement
7/8
*রিলের ‘সিদ্ধার্থ’র মতোই আদৃতও ব্যক্তিগত জীবন নিয়ে একেবারে নিরব আদৃত। প্রেম ভাঙা বা জীবনে নতুন প্রেম আসা, কোনও বিষয়ই খোলসা করেননি ‘উচ্ছেবাবু’। সংগৃহীত ছবি। 
*রিলের ‘সিদ্ধার্থ’র মতোই আদৃতও ব্যক্তিগত জীবন নিয়ে একেবারে নিরব আদৃত। প্রেম ভাঙা বা জীবনে নতুন প্রেম আসা, কোনও বিষয়ই খোলসা করেননি ‘উচ্ছেবাবু’। সংগৃহীত ছবি। 
advertisement
8/8
*অভিনেতা সাধারণত নিজের ব‍্যক্তিগত জীবন আড়ারে রাখতেই পছন্দ করেন। ইনস্টাগ্রামে তাঁর অ্যাকাউন্ট নেই। ফেসবুকে অ্যাকাউন্ট রয়েছে। কিন্তু, তাতেও অ্যাক্টিভ নন তিনি। ফলে তার বিশয়ে তিনি না বললে কিছু জানা প্রায় অসম্ভব। ছবিঃ সোশ্যাল মিডিয়া। সংগৃহীত ছবি।
*অভিনেতা সাধারণত নিজের ব‍্যক্তিগত জীবন আড়ারে রাখতেই পছন্দ করেন। ইনস্টাগ্রামে তাঁর অ্যাকাউন্ট নেই। ফেসবুকে অ্যাকাউন্ট রয়েছে। কিন্তু, তাতেও অ্যাক্টিভ নন তিনি। ফলে তার বিশয়ে তিনি না বললে কিছু জানা প্রায় অসম্ভব। ছবিঃ সোশ্যাল মিডিয়া। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement