Urfi Javed Screw blouse: স্তনের উপর স্ক্রু-এর 'পাহাড়'! উর্ফি পোশাক না দেখলে বড় মিস! রইল ছবি ও ভিডিও

Last Updated:

মুহূর্তে সেই ছবি-ভিডিও ভাইরাল হল৷ যদিও ট্রোলও হলেন তিনি৷ অনেকে লিখলেন, "মাথার স্ক্রু ঠিক করুন আপনি!"

মুম্বই: বুকের উপর ঝুলিয়ে দিলেন স্ক্রু! স্তনের যুগল ঢাকতে যে কাপড় ব্যবহার করলেন, তার উপর অসংখ্য স্ক্রু আটকানো৷ নিচে পরলেন স্কার্ট৷ ফোটোগ্রাফারদের সামনে দাঁড়িয়ে তিনি নিজের পোশাকের বিস্তারিত বিবরণ দিলেন৷ আর মুহূর্তে সেই ছবি-ভিডিও ভাইরাল হল৷ যদিও ট্রোলও হলেন তিনি৷ অনেকে লিখলেন, “মাথার স্ক্রু ঠিক করুন আপনি!”
আরও পড়ুন জীবনের দুঃখ তাঁকে মদের নেশা ধরিয়েছিল, ধনী নায়িকা হয়েও সইতে হয়েছিল স্বামীর নির্যাতন, মর্মান্তিক মৃত্যুর সাক্ষী
উর্ফি জাভেদ মানেই যে নিত্য নতুন জামা কাপড়ের চমক, সে কথা জেনে গিয়েছেন সকলে৷ নিজেই এভাবে পোশাকে সেজে উর্ফি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ আর এভাবেই নিজের আয়ের উৎস খুঁজে নিয়েছেন উর্ফি জাভেদ৷ এই পোশাক পরে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি প্রচুর টাকা আয় করেন৷ তাই নিজেকে নতুনভাবে সাজাতে সর্বদা ব্যস্ত উর্ফি জাভেদ৷ এবার যেন সব কিছু পেরিয়ে গেলেন তিনি৷
advertisement
advertisement
advertisement
সোমবার উর্ফি পৌঁছে গিয়েছিলেন বিগ বস ওটিটি ২-র ঘরে৷ সেখানকার প্রতিযোগিদের উৎস দিতেই উর্ফির আগমন৷ উর্ফি নিজেও একসময় বিগ বসের প্রতিযোগী ছিলেন৷ সেখান থেকে তাঁর যাত্রা শুরু হয়৷ বিগ বস ওটিটি থেকে নিজের পরিচিতি বাড়িয়েছিলেন নায়িকা৷ যদিও সেভাবে অভিনয় জগতে তাঁকে দেখতে পাওয়া যায়নি৷ বিগ বসের ঘরে বেশি দিন টিকতে পারেননি উরফি৷ তারপর থেকে তাঁকে আর কোনও শোতেও দেখতে পাওয়া যায়নি৷ চন্দ্র নন্দিনী, বড়ে ভাইয়া কি দুলহানিয়া, সাত ফেরে কি হেরা ফেরি, ইয়ে রিস্তা কয়া কেহলাতা হেয়, কসউটি জিন্দেগি কে ২- সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে৷ তারপর তিনি বিগ বসের ঘরে আসেন৷
advertisement
আপাতত উর্ফি জাভেদ মানে ফ্যাশন আইকন৷ তাঁর ফ্যাশন নিয়ে তো কথা বলার নেই৷ কখন যে কী পরছেন তা বুঝে ওঠা দায়৷ আর এই সব পোশাক পরে বিতর্ক তৈরি করে তিনি বাড়িয়ে ফলছেন তাঁর ভক্তের সংখ্যা৷ হু হু করে বেড়ে যাচ্ছে ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা৷ সেই থেকে বাড়ছে তাঁর আয়৷ এভাবেই দিনের পর দিন নিজের পোশাকের মাধ্যমে সকলকে মজিয়ে রাখছেন উর্ফি৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Urfi Javed Screw blouse: স্তনের উপর স্ক্রু-এর 'পাহাড়'! উর্ফি পোশাক না দেখলে বড় মিস! রইল ছবি ও ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement