জীবনের দুঃখ তাঁকে মদের নেশা ধরিয়েছিল, ধনী নায়িকা হয়েও সইতে হয়েছিল স্বামীর নির্যাতন, মর্মান্তিক মৃত্যুর সাক্ষী
- Published by:Pooja Basu
Last Updated:
India richest actresses Died in Bad Situation: ৩৩ বছরের ক্যারিয়ারে, ৯০টিরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন৷ শিশু অভিনেত্রী হিসাবে অভিনয়ে পা রাখেন। প্রচুর খ্যাতি ও প্রতিপত্তি সত্ত্বেও জীবনে ছিল না এক বিন্দু সুখ৷
সম্প্রতি ১ আগস্ট, ছিল 'ট্র্যাজেডি কুইন' মীনা কুমারীর ৯০ তম জন্মবার্ষিকী। তিনি তাঁর সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন। মীনা কুমারীকে তার সময়ের সবচেয়ে ধনী অভিনেত্রী বলা হয়। কেরিয়ারে খুব দ্রুত সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিলেন, কিন্তু তাঁর জীবনে ছিল অসম্ভব দুঃখ৷ শেষে বেদনাদায়ক মৃত্যুবরণ করেছিলেন অভিনেত্রী।
advertisement
মীনা কুমারী ১৯৩৩ সালের ১ আগস্ট জন্মগ্রহণ করেন৷ পরিবারের দ্বিতীয় মেয়ে ছিলেন তিনি। তাঁর বাবা আলী বক্স ছেলে চেয়েছিলেন তাই তিনি মীনার জন্মের পর তাঁকে অনাথ আশ্রমে রেখে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু কয়েক মাস পর মীনার মা ইকবাল বেগম তাঁকে ফিরিয়ে আনতে বলেন। আলী তখন মীনাকে বাড়িতে ফিরিয়ে আনেন কিন্তু তিনি বেশি উপার্জন করতে না পারায় পরিবারকে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়।
advertisement
advertisement
মীনা কুমারী শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে চারটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। তিনি বৈজু বাওরার জন্য ১৯৫৪ সালে প্রথম ফিল্মফেয়ার সেরা অভিনেত্রী পুরস্কার পান এবং পরিণীতার জন্য পরপর দ্বিতীয় ফিল্মফেয়ার পুরস্কার (১৯৫৫) জিতেছিলেন। তিনি ১০ তম ফিল্মফেয়ার পুরস্কারে (১৯৬৩) তিনটি সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়ে ইতিহাস সৃষ্টি করেন এবং সাহেব বিবি অর গুলাম-এ তাঁর অভিনয়ের জন্য পুরস্কার জিতেছিলেন। সমালোচকরা বলেন যে সাহেব বিবি অর গুলাম-এ তাঁর চরিত্র তার জীবনের সঙ্গে মিলে যায়।
advertisement
মীনা কুমারী কামাল আমরোহিকে বিয়ে করেছিলেন। কামাল আমরোহি একজন ভাল স্বামী হিসেবে প্রমাণ করতে পারেননি এবং তিনি মীনা কুমারীর উপর অনেক নিষেধাজ্ঞা আরোপ করেন। কামাল আমরোহি মীনাকে নির্যাতন করতেন এবং তাকে সম্মান করতেন না। মীনা কুমারী কয়েক বছর পর কামাল আমরোহির বাড়ি ছেড়ে বোনের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন।কামালের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার পর মীনা কুমারী মদ্যপানে আসক্ত হয়ে পড়েন এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অল্প বয়সেই মারা যান। মীনা কুমারী তাঁর শেষ সময়ে ডিপ্রেশনে ভুগেছিলেন।
advertisement
advertisement