সলমনকে নিয়ে ঝগড়ায় ডেইজি-লুলিয়া !

Last Updated:

বয়স পঞ্চাশ ৷ তাতে কি ? একদিকে বেড়েই চলছে তাঁর ফ্যান ফলোয়িং ৷ বক্স অফিসে আসলেই তুফান ঝড়৷ কখনও দাবাং খান, তো কখনও ভাইজান ৷

#মুম্বই: বয়স পঞ্চাশ ৷ তাতে কি ? একদিকে বেড়েই চলছে তাঁর ফ্যান ফলোয়িং ৷ বক্স অফিসে আসলেই তুফান ঝড়৷ কখনও দাবাং খান, তো কখনও ভাইজান ৷ আর এবার তো সুলতান হয়ে একেবারে তৈরি সলমন খান ৷ তবে তিনি যাই করুন না কেন ? বলিউডের অভিনেত্রীরা কিন্তু কিছুতেই পিছু ছাড়ছে না সলমনের ৷ শুধু বলিউড কেন ? বিদেশি কন্যার হাতেও আটকা পড়েছেন সল্লু মিয়াঁ ৷
শুধু আটকা নয়, পুরোটাই সলমনের প্রতি কার ভালোবাসা কত জোড়ালো, কার অধিকার বেশি, তা নিয়েই শুরু হল নতুন বচসা ৷ অবশ্য বচসা বলা ভুল রীতিমতো ঝগড়ায় মাতলেন দুই সুন্দরী !
সলমনকে জড়িয়ে সুন্দরীদের ঝামেলা, তা নতুন নয় ৷ এর আগে এই লড়াইয়ে মেতেছেন বহু সুন্দরীরাই ৷ আর এবার সেই তালিকায় নাম লেখালেন ডেইজি শাহ ও লুলিয়া ভান্তুর !
advertisement
advertisement
সলমনের জন্যই বলিউডে পা রাখতে পেরেছেন ডেইজি শাহ ! তাই সলমনকে নিজের গুরু মানেন ডেইজি ৷ অন্যদিকে লুলিয়া ভান্তুর আর সলমনকে নিয়ে নানা রটনা চারিদিকে ৷ এমনকী, রটেছে এই বছরই নাকি লুলিয়ার সঙ্গে বিয়ের সম্পর্কে বাঁধতে চলেছেন লুলিয়া-সলমন ! তাই ঝগড়াটা এবার একেবারে অন্যরকম !
গুঞ্জনে রয়েছে, ডেইজির সঙ্গে সলমনের বন্ধুত্বকে সঠিক চোখে দেখেন না লুলিয়া ভান্তুর ৷ আর বচসার শুরু এখান থেকেই ৷
advertisement
লুলিয়া-ডেইজির ঝগড়াটা শুরু হয় ইনস্টাগ্রামেই ৷ ডেইজির একটা ছবিতে কমেন্ট করেন লুলিয়া ৷ আর সেই কমেন্ট দেখেই খেপে যান ডেইজি ৷ ব্যস, ইনস্টাগ্রাম প্রোফাইলেই লুলিয়াকে ঝেড়ে কাপড় পড়িয়ে দেন ডেইজি শাহ ! সোজাসুজি ডেইজিকে জানান, ‘আয়নার নিজের মুখটা দেখও ! তারপর কথা বলতে এসো !’ অন্যদিকে ডেইজিকে উত্তরে বলেন, ‘তুমি নিজেকে কি মনে কর ? তুমি ঠিক করে দেবে কে কী করবে !’
বাংলা খবর/ খবর/বিনোদন/
সলমনকে নিয়ে ঝগড়ায় ডেইজি-লুলিয়া !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement