মুম্বই পুলিশের হাতে ‘উড়তা পঞ্জাব’ ইন্টারনেট ফাঁসের নায়ক !

Last Updated:

শেষমেশ মুম্বই পুলিশের জালে ধরা পড়ল ‘উড়তা পঞ্জাব’-এর ফাঁসের নায়ক !

#মুম্বই: শেষমেশ মুম্বই পুলিশের জালে ধরা পড়ল ‘উড়তা পঞ্জাব’-এর ফাঁসের নায়ক ! নানা বিতর্ক তুলে, সেন্সর বোর্ডের সঙ্গে বচসা করে, আদালতে মামলা জিতে, যেই না রিলিজের মুখে গিয়ে পড়ল ‘উড়তা পঞ্জাব’ ৷ ঠিক তার দু’দিন আগেই গোটা ছবি ইন্টারনেটে ফাঁস করে অট্ট হাসি হাসলেন দিল্লির এক ব্যক্তি ৷ ব্যস, ইন্টারনেটে ফাঁস হওয়ার পরেই ছবির প্রযোজক অনুরাগ কাশ্যপ সাইবার সেলে অভিযোগও আনেন ৷ আর সেই অভিযোগের ভিত্তিতেই, বুধবার মুম্বই পুলিশ গ্রেফতার করে দিল্লির এক ব্যক্তিকে ৷ মুম্বই পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া ২৫ বছরে অভিযুক্ত যুবক একটি ওয়েবসাইট চালান৷ আর এই ওয়েবসাইটেই আপলোড করে ‘উড়তা পঞ্জাব’ !
‘উড়তা পঞ্জাব’ মুক্তি হওয়ার ঠিক দু’দিন আগে ইন্টারনেটে ফাঁস হয়ে যায় অভিষেক চৌবের ছবি ‘উড়তা পঞ্জাব’৷ টরেন্ট ডাউনলোডের মাধ্যমে গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়ে ছবিটা ৷ শুধু তাই নয়, ইন্টারনেটে ফাঁস হওয়া ‘উড়তা পঞ্জাব’ সেন্সর কপি ৷ প্রশ্ন উঠেছিল সিবিএফসিই কী তাহলে ফাঁস করেছে এই কপি? এই ধরণের খবরকে একেবারেই ভ্রান্ত বলে উড়িয়ে দেন সিবিএফসি চেয়ারম্যান পহেলাজ নিহালনি ৷ উলটে তিনি বলেন, পুলিশেকে যেকোনও ভাবে সাহায্য করতে রাজি আছে সিবিএফসি ৷
advertisement
ইন্টারনেটে ‘উড়তা পঞ্জাব’ ফাঁস হওয়ার পর পুরো ব্যাপারটি নিয়ে সরব হয়েছিলেন অনুরাগ কাশ্যপ৷ অনুরাগ নিজের ফেসবুকে লিখেছিলেন, ‘আমি কখনও টরেন্ট থেকে ছবি ডাউনলোড করিনি ৷ সব সময় বন্ধুদের কাছে থেকে কিংবা দোকান থেকে কিনেই সিনেমা দেখেছি৷ যাঁরা ডাইনলোড করে সিনেমা দেখেন, তাঁদের বলছি একটু অপেক্ষা করুন ৷ ছবিটা মুক্তি পেতে দিন তারপর না হয় ডাউনলোড করুন ৷ আসলে এই ছবি শুধুমাত্র জাল ভিডিও নিয়ে প্রতিবাদ নয় ৷ সেন্সরের বিরুদ্ধে এক প্রতিবাদ এই ছবি ! প্রতিবাদে অনুরাগ পাশে পেয়েছিলেন আমির খানকেও ৷ এই বিষয় নিয়ে আমির ট্যুইট করে বলেছিলেন, ‘মতামত প্রকাশের অধিকারের পাশে থাকুন ৷ উড়তা পঞ্জাব শুধুমাত্র থিয়েটারেই দেখুন ৷ জাল ভিডিওকে জিততে দেবেন না !’
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
মুম্বই পুলিশের হাতে ‘উড়তা পঞ্জাব’ ইন্টারনেট ফাঁসের নায়ক !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement