মুম্বই পুলিশের হাতে ‘উড়তা পঞ্জাব’ ইন্টারনেট ফাঁসের নায়ক !

Last Updated:

শেষমেশ মুম্বই পুলিশের জালে ধরা পড়ল ‘উড়তা পঞ্জাব’-এর ফাঁসের নায়ক !

#মুম্বই: শেষমেশ মুম্বই পুলিশের জালে ধরা পড়ল ‘উড়তা পঞ্জাব’-এর ফাঁসের নায়ক ! নানা বিতর্ক তুলে, সেন্সর বোর্ডের সঙ্গে বচসা করে, আদালতে মামলা জিতে, যেই না রিলিজের মুখে গিয়ে পড়ল ‘উড়তা পঞ্জাব’ ৷ ঠিক তার দু’দিন আগেই গোটা ছবি ইন্টারনেটে ফাঁস করে অট্ট হাসি হাসলেন দিল্লির এক ব্যক্তি ৷ ব্যস, ইন্টারনেটে ফাঁস হওয়ার পরেই ছবির প্রযোজক অনুরাগ কাশ্যপ সাইবার সেলে অভিযোগও আনেন ৷ আর সেই অভিযোগের ভিত্তিতেই, বুধবার মুম্বই পুলিশ গ্রেফতার করে দিল্লির এক ব্যক্তিকে ৷ মুম্বই পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া ২৫ বছরে অভিযুক্ত যুবক একটি ওয়েবসাইট চালান৷ আর এই ওয়েবসাইটেই আপলোড করে ‘উড়তা পঞ্জাব’ !
‘উড়তা পঞ্জাব’ মুক্তি হওয়ার ঠিক দু’দিন আগে ইন্টারনেটে ফাঁস হয়ে যায় অভিষেক চৌবের ছবি ‘উড়তা পঞ্জাব’৷ টরেন্ট ডাউনলোডের মাধ্যমে গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়ে ছবিটা ৷ শুধু তাই নয়, ইন্টারনেটে ফাঁস হওয়া ‘উড়তা পঞ্জাব’ সেন্সর কপি ৷ প্রশ্ন উঠেছিল সিবিএফসিই কী তাহলে ফাঁস করেছে এই কপি? এই ধরণের খবরকে একেবারেই ভ্রান্ত বলে উড়িয়ে দেন সিবিএফসি চেয়ারম্যান পহেলাজ নিহালনি ৷ উলটে তিনি বলেন, পুলিশেকে যেকোনও ভাবে সাহায্য করতে রাজি আছে সিবিএফসি ৷
advertisement
ইন্টারনেটে ‘উড়তা পঞ্জাব’ ফাঁস হওয়ার পর পুরো ব্যাপারটি নিয়ে সরব হয়েছিলেন অনুরাগ কাশ্যপ৷ অনুরাগ নিজের ফেসবুকে লিখেছিলেন, ‘আমি কখনও টরেন্ট থেকে ছবি ডাউনলোড করিনি ৷ সব সময় বন্ধুদের কাছে থেকে কিংবা দোকান থেকে কিনেই সিনেমা দেখেছি৷ যাঁরা ডাইনলোড করে সিনেমা দেখেন, তাঁদের বলছি একটু অপেক্ষা করুন ৷ ছবিটা মুক্তি পেতে দিন তারপর না হয় ডাউনলোড করুন ৷ আসলে এই ছবি শুধুমাত্র জাল ভিডিও নিয়ে প্রতিবাদ নয় ৷ সেন্সরের বিরুদ্ধে এক প্রতিবাদ এই ছবি ! প্রতিবাদে অনুরাগ পাশে পেয়েছিলেন আমির খানকেও ৷ এই বিষয় নিয়ে আমির ট্যুইট করে বলেছিলেন, ‘মতামত প্রকাশের অধিকারের পাশে থাকুন ৷ উড়তা পঞ্জাব শুধুমাত্র থিয়েটারেই দেখুন ৷ জাল ভিডিওকে জিততে দেবেন না !’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মুম্বই পুলিশের হাতে ‘উড়তা পঞ্জাব’ ইন্টারনেট ফাঁসের নায়ক !
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement