Tumpa Autowali : গরিব যাত্রীদের ভাড়া মাফ, আসছে ধারাবাহিক ‘টুম্পা অটোওয়ালি’

Last Updated:

Tumpa Autowali : সম্প্রতি কালের ধারাবাহিকগুলোর গল্পের সঙ্গে নিজেদের একাত্ম করতে পারবেন দর্শকেরা। আমাদের আশপাশের ঘটনাই বন্দি হচ্ছে বোকা বাক্সে।

কালার্স বাংলার নতুন ধারাবাহিক 'টুম্পা অটোওয়ালি'
কালার্স বাংলার নতুন ধারাবাহিক 'টুম্পা অটোওয়ালি'
কলকাতা: ছোট পর্দার ধারাবাহিকের মেয়েরা এখন মিষ্টি বিক্রি করছেন, দশকর্মা ভাণ্ডার, মুদি, তেলেভাজার দোকান চালাচ্ছেন। এ বার অটো চালাবেন ছোট পর্দার এক নায়িকা, 'টুম্পা'। কালার্স বাংলার নতুন ধারাবাহিক 'টুম্পা অটোওয়ালি'। 'টুম্পা'-র চরিত্রে অভিনয় করছেন ডোনা ভৌমিক। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের আবেগ ধরতে চাইছেন ছোট পর্দার প্রযোজক পরিচালকেরা। সম্প্রতি কালের ধারাবাহিকগুলোর গল্পের সঙ্গে নিজেদের একাত্ম করতে পারবেন দর্শকেরা। আমাদের আশপাশের ঘটনাই বন্দি হচ্ছে বোকাবাক্সে। এই যেমন টুম্পা-র গল্প। কোনো মহিলা অটোওয়ালাকে হয়তো আমরা সকলেই চিনি না। তবে ওর জীবনের সঙ্গে মিল রয়েছে এমন ব্যক্তিকে আমরা সকলেই চিনি। তবে আমাদের বাংলায় টুম্পা-র মতোই মহিলা অটোচালক রয়েছেন। (Tumpa Autowali serial)
আরও পড়ুন : হোটেলের ঘর থেকে কোন কোন জিনিস নিয়ে চলে আসতে পারবেন? কী কী নেওয়া গর্হিত অপরাধ?
'টুম্পা অটোওয়ালি', অটো চালিয়ে টাকা রোজগার করে সে। এই অটো চালানোর টাকা দিয়ে সংসার চালায় টুম্পা। সেই পরিবারে একমাত্র উপার্জন করে। গোটা সংসারের দায়িত্ব টুম্পার কাঁধে। তবে অটো চালিয়ে রোজগার করা নিয়ে তার বিন্দু মাত্র খারাপ লাগা নেই। বরং টুম্পা গর্ব বোধ করে। তার কাজ মানে অটো চালানোয় সে যথেষ্ট দক্ষ। কোনও পুরুষ অটোওয়ালার চেয়ে নিজেকে কম ভাবে না টুম্পা। তার অটোকে খুব ভালবাসে সে। এই অটোই 'টুম্পা'-র বন্ধু, তার সঙ্গী।
advertisement
advertisement
আরও পড়ুন : চালের কেজি ২২০, গুঁড়ো দুধ ১৯০০, জন্মভূমি শ্রীলঙ্কার জন্য কী বার্তা জ্যাকলিনের?
তবে শুধু দক্ষতার সঙ্গে অটো চালানোই টুম্পার জীবন নয়। সে কলেজে যায়। পড়াশোনা করে টুম্পা। শিক্ষিত হয়ে উঠতে চায় সে। শিক্ষার জোরে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখে টুম্পা। বাড়ি, পড়াশোনা, অটো চালানো সব কিছুতেই প্রথম স্থান অধিকার করতে চায় সে। মহিলা অটোচালক বলে কটূক্তি শুনতে হয় টুম্পাকে। সে ঠিক ভাবে চালিয়ে গন্তব্যে পৌঁছতে পারবে কিনা, সেই নিয়ে সংশয় প্রকাশ করেন অনেক যাত্রীরা। সে সব গায়ে মাখে না টুম্পা। গরিব যাত্রীদের কাছে ভাড়া নেয় না সে। সব কিছু ঠিক থাকলে মে মাসেই শুরু হয়ে যাবে এই ধারাবাহিকের সম্প্রচার।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tumpa Autowali : গরিব যাত্রীদের ভাড়া মাফ, আসছে ধারাবাহিক ‘টুম্পা অটোওয়ালি’
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement