Hotel Decoram: হোটেলের ঘর থেকে কোন কোন জিনিস নিয়ে চলে আসতে পারবেন? কী কী নেওয়া গর্হিত অপরাধ?

Last Updated:
Hotel Decoram: জানেন কি হোটেল থেকে কোন কোন জিনিস আমরা নিয়ে আসতে পারি? আর কোন কোন জিনিস রেখে আসা যায় না? দেখে নিন সেই তালিকা৷
1/9
পর্যটকদের আকর্ষণ করতে এখন হোটেল রিসর্টকেও সাজানো হয় তাল মিলিয়ে৷ দৈনন্দিন প্রয়োজনের অনেক জিিনসই সেখানে সাজানো থাকে৷ আমাদের অনেকেরই অভ্যাস থাকে সেখান থেকে কোনো কোনও জিনিস বাড়িতে নিয়ে চলে আসা৷ (tourism)
পর্যটকদের আকর্ষণ করতে এখন হোটেল রিসর্টকেও সাজানো হয় তাল মিলিয়ে৷ দৈনন্দিন প্রয়োজনের অনেক জিিনসই সেখানে সাজানো থাকে৷ আমাদের অনেকেরই অভ্যাস থাকে সেখান থেকে কোনো কোনও জিনিস বাড়িতে নিয়ে চলে আসা৷ (tourism)
advertisement
2/9
কিন্তু জানেন কি হোটেল থেকে কোন কোন জিনিস আমরা নিয়ে আসতে পারি? আর কোন কোন জিনিস রেখে আসা যায় না? দেখে নিন সেই তালিকা৷ (hotel decorum)
কিন্তু জানেন কি হোটেল থেকে কোন কোন জিনিস আমরা নিয়ে আসতে পারি? আর কোন কোন জিনিস রেখে আসা যায় না? দেখে নিন সেই তালিকা৷ (hotel decorum)
advertisement
3/9
হোটেলে পর্যটকদের জন্য সাবান ও শ্যাম্পু রাখাই থাকে৷ অনেকেই ছোট ছোট শিশিবন্দি সাবান শ্যাম্পু বা কন্ডিশনার হোটেল থেকে বাড়িতে নিয়ে আসেন৷ সেগুলি গর্হিত অপরাধ হিসেবে দেখা হয় না৷
হোটেলে পর্যটকদের জন্য সাবান ও শ্যাম্পু রাখাই থাকে৷ অনেকেই ছোট ছোট শিশিবন্দি সাবান শ্যাম্পু বা কন্ডিশনার হোটেল থেকে বাড়িতে নিয়ে আসেন৷ সেগুলি গর্হিত অপরাধ হিসেবে দেখা হয় না৷
advertisement
4/9
সহজ কথা হল, ‘কমপ্লিমেন্টারি’ পরিচয়ে যে যে জিনিস দেওয়া হয়, তার সবই নিতে পারেন৷ ড্রাই ক্লিনিং ব্যাগ, কফি, টিব্যাগ, ক্রিমার, চিনির প্যাকেটের মতো জিনিস নেওয়াই যায়৷
সহজ কথা হল, ‘কমপ্লিমেন্টারি’ পরিচয়ে যে যে জিনিস দেওয়া হয়, তার সবই নিতে পারেন৷ ড্রাই ক্লিনিং ব্যাগ, কফি, টিব্যাগ, ক্রিমার, চিনির প্যাকেটের মতো জিনিস নেওয়াই যায়৷
advertisement
5/9
হোটেলের নাম লেখা রাইটিং প্যাড ও কলম রাখা হয় পর্যটকদের ব্যবহারের জন্য৷ সেগুলি সাধারণত ব্র্যান্ডিংয়ের প্রচার৷ নিজের ব্যবহারের জন্য নেওয়া যায় সেগুলিও৷
হোটেলের নাম লেখা রাইটিং প্যাড ও কলম রাখা হয় পর্যটকদের ব্যবহারের জন্য৷ সেগুলি সাধারণত ব্র্যান্ডিংয়ের প্রচার৷ নিজের ব্যবহারের জন্য নেওয়া যায় সেগুলিও৷
advertisement
6/9
এ বার দেখে নেওয়া যাক হোটেল থেকে কোন কোন জিনিস আনতে পারবেন না৷ বিছানার চাদর, তোয়ালের মতো জিনিস আপনার ব্যবহারের জন্য দেওয়া হয়৷ কিন্তু সেগুলি কমপ্লিমেন্টারি নয়৷ তাই কোনওভাবেই নিয়ে নেওয়া যাবে না৷
এ বার দেখে নেওয়া যাক হোটেল থেকে কোন কোন জিনিস আনতে পারবেন না৷ বিছানার চাদর, তোয়ালের মতো জিনিস আপনার ব্যবহারের জন্য দেওয়া হয়৷ কিন্তু সেগুলি কমপ্লিমেন্টারি নয়৷ তাই কোনওভাবেই নিয়ে নেওয়া যাবে না৷
advertisement
7/9
হোটেল বা রিসর্ট থেকে অনেক সময়ে দেওয়া হয় একাধিক বৈদ্যুতিন জিনিসও ৷ চার্জার, ট্যাবলেটের মতো জিনিস রাখা হয় পর্যটকদের ব্যবহারের জন্য৷ সেগুলি কিন্তু কোনওভাবেই হস্তগত করা চলবে না৷
হোটেল বা রিসর্ট থেকে অনেক সময়ে দেওয়া হয় একাধিক বৈদ্যুতিন জিনিসও ৷ চার্জার, ট্যাবলেটের মতো জিনিস রাখা হয় পর্যটকদের ব্যবহারের জন্য৷ সেগুলি কিন্তু কোনওভাবেই হস্তগত করা চলবে না৷
advertisement
8/9
হোটেল থেকে দেওয়া বাথরোব এবং স্লিপারও পরে চলে আসা যাবে না৷ ব্যাগবন্দি করেও সেগুলি নিয়ে বার হওয়া যাবে না হোটেল থেকে৷
হোটেল থেকে দেওয়া বাথরোব এবং স্লিপারও পরে চলে আসা যাবে না৷ ব্যাগবন্দি করেও সেগুলি নিয়ে বার হওয়া যাবে না হোটেল থেকে৷
advertisement
9/9
কাঠের হ্যাঙার, কাচের বোতল, মাগ-এই জিনিসগুলিও ব্যবহার করতে পারবে যত দিন হোটেল আছেন, তত দিনই৷ হোটেল থেকে বাইরে পা রাখার সময় এ গুলি নিতে পারবেন না৷ রেখে আসতে হবে হোটেলেই৷
কাঠের হ্যাঙার, কাচের বোতল, মাগ-এই জিনিসগুলিও ব্যবহার করতে পারবে যত দিন হোটেল আছেন, তত দিনই৷ হোটেল থেকে বাইরে পা রাখার সময় এ গুলি নিতে পারবেন না৷ রেখে আসতে হবে হোটেলেই৷
advertisement
advertisement
advertisement