হোম » ছবি » লাইফস্টাইল » হোটেলের ঘর থেকে কোন কোন জিনিস নিয়ে চলে আসতে পারবেন? কী কী নেওয়া গর্হিত অপরাধ?

Hotel Decoram: হোটেলের ঘর থেকে কোন কোন জিনিস নিয়ে চলে আসতে পারবেন? কী কী নেওয়া গর্হিত অপরাধ?

  • Bangla Digital Desk

  • 19

    Hotel Decoram: হোটেলের ঘর থেকে কোন কোন জিনিস নিয়ে চলে আসতে পারবেন? কী কী নেওয়া গর্হিত অপরাধ?

    পর্যটকদের আকর্ষণ করতে এখন হোটেল রিসর্টকেও সাজানো হয় তাল মিলিয়ে৷ দৈনন্দিন প্রয়োজনের অনেক জিিনসই সেখানে সাজানো থাকে৷ আমাদের অনেকেরই অভ্যাস থাকে সেখান থেকে কোনো কোনও জিনিস বাড়িতে নিয়ে চলে আসা৷ (tourism)

    MORE
    GALLERIES

  • 29

    Hotel Decoram: হোটেলের ঘর থেকে কোন কোন জিনিস নিয়ে চলে আসতে পারবেন? কী কী নেওয়া গর্হিত অপরাধ?

    কিন্তু জানেন কি হোটেল থেকে কোন কোন জিনিস আমরা নিয়ে আসতে পারি? আর কোন কোন জিনিস রেখে আসা যায় না? দেখে নিন সেই তালিকা৷ (hotel decorum)

    MORE
    GALLERIES

  • 39

    Hotel Decoram: হোটেলের ঘর থেকে কোন কোন জিনিস নিয়ে চলে আসতে পারবেন? কী কী নেওয়া গর্হিত অপরাধ?

    হোটেলে পর্যটকদের জন্য সাবান ও শ্যাম্পু রাখাই থাকে৷ অনেকেই ছোট ছোট শিশিবন্দি সাবান শ্যাম্পু বা কন্ডিশনার হোটেল থেকে বাড়িতে নিয়ে আসেন৷ সেগুলি গর্হিত অপরাধ হিসেবে দেখা হয় না৷

    MORE
    GALLERIES

  • 49

    Hotel Decoram: হোটেলের ঘর থেকে কোন কোন জিনিস নিয়ে চলে আসতে পারবেন? কী কী নেওয়া গর্হিত অপরাধ?

    সহজ কথা হল, ‘কমপ্লিমেন্টারি’ পরিচয়ে যে যে জিনিস দেওয়া হয়, তার সবই নিতে পারেন৷ ড্রাই ক্লিনিং ব্যাগ, কফি, টিব্যাগ, ক্রিমার, চিনির প্যাকেটের মতো জিনিস নেওয়াই যায়৷

    MORE
    GALLERIES

  • 59

    Hotel Decoram: হোটেলের ঘর থেকে কোন কোন জিনিস নিয়ে চলে আসতে পারবেন? কী কী নেওয়া গর্হিত অপরাধ?

    হোটেলের নাম লেখা রাইটিং প্যাড ও কলম রাখা হয় পর্যটকদের ব্যবহারের জন্য৷ সেগুলি সাধারণত ব্র্যান্ডিংয়ের প্রচার৷ নিজের ব্যবহারের জন্য নেওয়া যায় সেগুলিও৷

    MORE
    GALLERIES

  • 69

    Hotel Decoram: হোটেলের ঘর থেকে কোন কোন জিনিস নিয়ে চলে আসতে পারবেন? কী কী নেওয়া গর্হিত অপরাধ?

    এ বার দেখে নেওয়া যাক হোটেল থেকে কোন কোন জিনিস আনতে পারবেন না৷ বিছানার চাদর, তোয়ালের মতো জিনিস আপনার ব্যবহারের জন্য দেওয়া হয়৷ কিন্তু সেগুলি কমপ্লিমেন্টারি নয়৷ তাই কোনওভাবেই নিয়ে নেওয়া যাবে না৷

    MORE
    GALLERIES

  • 79

    Hotel Decoram: হোটেলের ঘর থেকে কোন কোন জিনিস নিয়ে চলে আসতে পারবেন? কী কী নেওয়া গর্হিত অপরাধ?

    হোটেল বা রিসর্ট থেকে অনেক সময়ে দেওয়া হয় একাধিক বৈদ্যুতিন জিনিসও ৷ চার্জার, ট্যাবলেটের মতো জিনিস রাখা হয় পর্যটকদের ব্যবহারের জন্য৷ সেগুলি কিন্তু কোনওভাবেই হস্তগত করা চলবে না৷

    MORE
    GALLERIES

  • 89

    Hotel Decoram: হোটেলের ঘর থেকে কোন কোন জিনিস নিয়ে চলে আসতে পারবেন? কী কী নেওয়া গর্হিত অপরাধ?

    হোটেল থেকে দেওয়া বাথরোব এবং স্লিপারও পরে চলে আসা যাবে না৷ ব্যাগবন্দি করেও সেগুলি নিয়ে বার হওয়া যাবে না হোটেল থেকে৷

    MORE
    GALLERIES

  • 99

    Hotel Decoram: হোটেলের ঘর থেকে কোন কোন জিনিস নিয়ে চলে আসতে পারবেন? কী কী নেওয়া গর্হিত অপরাধ?

    কাঠের হ্যাঙার, কাচের বোতল, মাগ-এই জিনিসগুলিও ব্যবহার করতে পারবে যত দিন হোটেল আছেন, তত দিনই৷ হোটেল থেকে বাইরে পা রাখার সময় এ গুলি নিতে পারবেন না৷ রেখে আসতে হবে হোটেলেই৷

    MORE
    GALLERIES