TRP: সেরা হওয়ার লড়াইয়ে জোর টক্কর, কোন ধারাবহিক কাকে পিছনে ফেলল? কে হল ‘বেঙ্গল টপার’? দেখে নিন এক নিমেষে টিআরপির প্রথম দশে কারা?

Last Updated:
টিআরপির দৌড়ে শীর্ষে কোন ধারাবাহিক
টিআরপির দৌড়ে শীর্ষে কোন ধারাবাহিক
কলকাতা: বাংলা ধারাবাহিকে একের পর এক পরিবর্তন হয়েই চলেছে৷ যা নিয়ে দর্শকদের একাংশই অসন্তুষ্ট৷ একাধিক মেগা সিরিয়ালের স্লট পরিবর্তন হয়েই চলেছে৷
শুধু তাই নয়, স্লট বদলের কারণে নাকি টিআরপি-তেও তার প্রভাব পড়ছে৷ আর তা নিয়ে সমস্যা বাড়ছে৷
এবার টিআরপি লিস্টে নয়া চমক৷ লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়৷ বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে।
advertisement
একচুলও জমি ছাড়তে নারাজ কেউ কাউকে৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে হলে চোখ রাখুন টি আর পির পর্দায়৷
advertisement
এবারের টিআরপিতে রয়েছে বড়সড় চমক৷ বেশ কয়েকদিন দর্শকের পছন্দের শীর্ষস্থানে থাকা ফুলকির গ্রাফ কিন্তু ক্রমশ নীচের দিকে৷ গতবারের থেকেও এবারে কমেছে টিআরপির গ্রাফ৷
৬.৩ টিআরপি নিয়ে তালিকার অনেকটাই পরে অবস্থান করছে৷ বরং ‘কথা’ ধারাবাহিকটি ক্রমশ উন্নতি করে তালিকার একেবারে শীর্ষে অবস্থান করছে৷
দেখে নিন টিআরপিতে প্রথম দশে কারা রয়েছে
কথা ৭.২ (প্রথম)
advertisement
গিতা এলএলবি ৭.০ (দ্বিতীয়)
উডান ৬.৫ (তৃতীয়)
ফুলকি ৬.৩ (চতুর্থ)
পরিনীতা ৬.৩ (চতুর্থ)
রঙ্গমতী তিরন্দাজি ৬.৩ (চতুর্থ)
গৃহপ্রবেশ ৫.৮ (পঞ্চম)
কোন গোপনে মন ভেসেছে ৫.৭ (ষষ্ঠ)
জগদ্ধার্ত্রী ৫.৭ (ষষ্ঠ)
তেঁতুল পাতা ৫.৪ (সপ্তম)
শুভ বিবাহ ৫.৩ (অষ্টম)
অনুরাগের ছোঁয়া ৪.৯ (নবম)
আনন্দী ৪.৭ (দশম)
আগের বারের থেকেও এবারের টিআরপির তালিকায় রয়েছে পরতে পরতে চমক৷ ফুলকি ধারাবাহিকের টিআরপি গত সপ্তাহের চেয়ে আরও কমেছে৷
advertisement
অন্যদিকে দর্শকের পছন্দের দৌড়ে অনেকটা এগিয়ে গিয়েছে ‘গিতা এলএলবি’৷ আগের সপ্তাহের সবচেয়ে ভাল ফল করেছে জগদ্ধার্ত্রী৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
TRP: সেরা হওয়ার লড়াইয়ে জোর টক্কর, কোন ধারাবহিক কাকে পিছনে ফেলল? কে হল ‘বেঙ্গল টপার’? দেখে নিন এক নিমেষে টিআরপির প্রথম দশে কারা?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement