Trina-Koushik: তৃণার কাছে 'বালিঝড়' যেন ঘরে ফেরা, বাড়তি পাওনা কৌশিক, কখন দেখা যাবে এই মেগা

Last Updated:

Trina-Koushik in Balijhor: টেলিকাস্ট শুরু ৬ ফেব্রুয়ারি থেকে। বিকেল ৬টা থেকে স্টার জলসাতে। শ্যুটিং হবে মুভিস্টোন স্টুডিওতে। তৃণার মতে এটা আবার ঘরে ফেরার মতো কারণ লীনার আগের ধারাবাহিকে তাঁর গুনগুনের চরিত্র জনপ্রিয় হয়েছিল।

বালিঝড়
বালিঝড়
কলকাতা: ফের জুটি বেঁধে ধারাবাহিকে ফিরছেন তৃণা সাহা ও কৌশিক রায়। 'খরকুটো'র পর এবার 'বালি ঝড়'। সেই লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই ছোটপর্দার এই জনপ্রিয় জুটির প্রত্যাবর্তন। তবে এবার শুধু তৃণা আর কৌশিক নন, রয়েছেন ইন্দ্রশিস  রায়ও। মূলত ত্রিকোণ প্রেমের গল্প হতে চলেছে লীনা গঙ্গোপাধ্যায়ের এই নতুন ধারাবাহিক। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে দর্শকের ড্রয়িং রুমে আসতে চলেছে এই পলিটিক্যাল ড্রামা।
রাজনৈতিক নেতা সমুদ্র সেনের (ভরত কল) জয় উদযাপন করা হচ্ছে। আর তারই কন্যা ঝোরা (তৃণা সাহা)। নির্বাচন জেতার পর দলের দায়িত্ব তুলে দেয় মেয়ের হাতে। সঙ্গে ঝোড়ার বিয়ের কথা ঘোষণা করে দেয় তারই সহযোগী মহার্ঘ্য বন্দ্যোপাধ্যায় (কৌশিক রায়)-এর সঙ্গে। কিন্তু ঝোরার মন যে কেবল স্রোত (ইন্দ্রাশিস রায়)-কেই চায়। কোথায় গিয়ে দাঁড়াবে এই ত্রিকোণ প্রেমের গল্প?
advertisement
advertisement
'খড়কুটো'তে তৃণা অর্থাৎ গুনগুন এবং কৌশিক ওরফে বাবিনের জুটি দর্শকদের মন কেড়েছিল। সেই রসায়ন আবার ছোট পর্দায় ফিরিয়ে আনতে চাইছেন লীনা গঙ্গোপাধ্যায়। এবার দেখার গুনগুন ও বাবিনের কেমিস্ট্রি আবারও দর্শকদের মন জয় করতে পারে কিনা। সেই সঙ্গে বাড়তি পাওনা টেলিভিশনের লালন অর্থাৎ ইন্দ্রাশিস। তবে ধারাবাহিকের ট্রেলার দেখে পরিষ্কার যে এবার তৃণাকে অনেক বেশি পরিণত চরিত্রে রূপ দিতে চাইছেন লীনা গঙ্গোপাধ্যায়।
advertisement
টেলিকাস্ট শুরু ৬ ফেব্রুয়ারি থেকে। বিকেল ৬টা থেকে স্টার জলসাতে। শ্যুটিং হবে মুভিস্টোন স্টুডিওতে। তৃণার মতে এটা আবার ঘরে ফেরার মতো কারণ লীনার আগের ধারাবাহিকে তাঁর গুনগুনের চরিত্র জনপ্রিয় হয়েছিল, আবারও লীনার সঙ্গে কাজ, সেইসঙ্গে বাড়তি পাওনা সহশিল্পী কৌশিক। এরকম একটি পলিটিক্যাল পাওয়ার প্লে-তে ঝোড়ার মতো চরিত্র প্রথমবার। চরিত্রের এই নামটা ওঁর কাছে খুব ইন্টারেস্টিং কারণ ঝোরা নামটা ও কোনদিন আগে শোনেনি। পরে জানতে পারেন যে ঝোরা মানে ঝর্ণা।
advertisement
লীনার কথায়, ''প্যান ইন্ডিয়ায় এই ধরনের প্রেক্ষাপটে এই মুহূর্তে কোনও গল্প লেখা হয়নি। আগে হয়তো হয়েছে। কিন্তু এই সময়ে এরকম কাজ হচ্ছে না। আমি আগেও এরকম গল্প লিখিনি। রাজনৈতিক প্রেক্ষাপটে এক ব্যক্তিমানুষের জীবনে যে সঙ্কটগুলো উঠে আসে, তার সঙ্গে সে নিজে কীভাবে লড়াই করে, এখানে সেই গল্পই দেখা যাবে।''
বাংলা খবর/ খবর/বিনোদন/
Trina-Koushik: তৃণার কাছে 'বালিঝড়' যেন ঘরে ফেরা, বাড়তি পাওনা কৌশিক, কখন দেখা যাবে এই মেগা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement