100 years of Ray: ক্যামেরার সামনে সত্যজিৎ, সাড়ে সাত মিনিটের 'A Ray of Genius'
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
সেই ‘জিনিয়াস রে’ সত্যজিৎ রায়ের আজ শততম জন্মদিন ৷ শতবর্ষেই নতুন করে ফ্রেমবন্দি হলেন সত্যজিৎ ৷
#কলকাতা: তাঁর ফ্রেমেই নতুন করে গল্প বলেছে কালজয়ী উপন্যাস ৷ তাঁর ছোঁয়াতেই ভারতীয় সিনেমা হয়ে ওঠে আক্ষরিক অর্থেই সাবালক ৷ আবার সেলুলয়েডে তাঁর বলা গল্পতেই আজও বাঁচে আমাদের শৈশব ৷ দুনিয়ায় চলচ্চিত্রের সেরা মঞ্চও এই ৬ ফুট ৪ ইঞ্চির দীর্ঘদেহী মানুষটির সামনে নতজানু হয়ে তাঁর প্রতিভাকে কুর্নিশ ৷ সেই ‘জিনিয়াস রে’ সত্যজিৎ রায়ের আজ শততম জন্মদিন ৷ শতবর্ষেই নতুন করে ফ্রেমবন্দি হলেন সত্যজিৎ ৷
তার পরিচালনায় তৈরি হয়েছে একের পর এক কাল্ট সিনেমা কিন্তু পিছনে থাকা এই মানুষটিকে সেলুলয়েডে সেভাবে ধরা যায়নি ৷ এই অসম্ভবটিকেই সম্ভব করে শততম জন্মদিনে সত্যজিতকে রায়কে শ্রদ্ধার্ঘ, 'A Ray of Genius'. কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় সত্যজিত রায়কে শ্রদ্ধা জানাতে জাতীয় পুরস্কারজয়ী অনিরুদ্ধ রায়চৌধুরী জাতীয় পুরস্কারপ্রাপক সম্পাদক অর্ঘ্যকমল মিত্র মিত্রের সহযোগিতায় তৈরি করেছেন, 'A Ray of Genius'৷
advertisement
সত্যজিৎ রায়েরই আঁকা, লেখা গল্প, সিনেমা, সুর, গান, আবহ ও ছবির মন্তাজ দিয়েই তৈরি হয়েছে 'A Ray of Genius'৷ রয়েছে সত্যজিৎ রায়ের অদেখা সমস্ত ছবি ৷ পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী জানিয়েছেন, সন্দীপ রায়ের পরামর্শ, রে সোসাইটি, স্টিল ফটোগ্রাফার নিমাই ঘোষের ছবি ব্যবহার করেই এবং সত্যজিত রায়ের সিনেমার প্রযোজকদের সঙ্গে কথা বলেই সেলুলয়েডে প্রায় সাড়ে সাত মিনিটের ক্লিপিংসে এই অসামান্য পরিচালক, লেখক, সুরকার, গীতিকার, শিল্পীকে তুলে ধরা সম্ভব হয়েছে ৷ এটির প্রযোজনায় রয়েছে ডেভলপমেন্ট অফ মিউজিয়াম এবং কালচারাল স্পেসেস এবং সংস্কৃতি মন্ত্রক ৷ 'A Ray of Genius' শতবর্ষে নতুন করে চেনাবে এক বিরল প্রতিভাসম্পন্ন শিল্পীকে ৷
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 02, 2020 11:53 PM IST