West Bengal Election 2021: ভোট প্রচারে রংবদল! আলাদা শিবির হয়েও এক হলেন Yash-Nusrat

Last Updated:

আলাদা দুই রাজনৈতিক শিবিরের হয়ে ভোট প্রচারে নেমেও কোথাও যেন একই সুতোয় গাঁথা থাকলেন যশ-নুসরত ।

#কলকাতা: দামামা বেজে গিয়েছে । রাজ্য জুড়ে যেন সাজো সাজো রব । সারাদিন ধরেই চলছে তর্ক, বিতর্ক, তরজা, রঙ্গরসিকতা, বিতর্ক, মশকরা, ট্রোলিং, ভাইরাল, শিরোনাম, প্রচার, হুঙ্কার, সমালোচনা...আরও অনেক কিছু । এ সব তো হবেই । ভোটের বাংলায় এসব কিছু এখন জলভাত হয়ে গিয়েছে । আগামিকাল, অর্থাৎ ২৭ মার্চ থেকে এ রাজ্যে শুরু বিধানসভা ভোট । এ যাবৎকালে সবচেয়ে স্পর্শকাতর নির্বাচন বলা হচ্ছে এ বছরের ভোটকে । এমন হেভিওয়েট নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে । শেষ মুহূর্তের প্রচার এবং প্রস্তুতি চলছে এখন । দলবদল, রংবদল, প্রতিশ্রুতির বন্যা...সবই প্রত্যক্ষ করছেন রাজ্যবাসী ।
এ বছর ভোটের ময়দান আরও রঙিন হয়েছে বিনোদন জগতের বহু তারকা বিভিন্ন রাজনৈতিক দলে নাম লেখানোয় । সেয়ানে-সেয়ানে টক্কর দিচ্ছে প্রধান দুই যুজুধান পক্ষ তৃণমূল আর বিজেপি । দু’দলেরই পাল্লা বেশ ভারি । তারকা প্রার্থীরাই এখন সমস্ত লাইম লাইট ছিনিয়ে নিচ্ছেন । তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান । গত লোকসভা ভোটে বসিরহাট থেকে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন তিনি । আর এ বছর বিজেপিতে নাম লিখিয়েছেন অভিনেতা যশ দাসগুপ্ত । দাঁড়িয়েছেন চণ্ডীতলা কেন্দ্র থেকে । যশ-নুসরত এখন টলিপাড়াতেও অন্যতম চর্চিত একটি নাম । স্বামী নিখিল জৈনের সঙ্গে সম্পর্কে ফাটল ধরতেই যশের সঙ্গে নাম জড়িয়েছে নুসরতের । কিন্তু রাজনীতির ময়দানে দু’জনের রং আলাদা ।
advertisement
View this post on Instagram

A post shared by (@yash_nusrat_fans)

advertisement
advertisement
তবে আলাদা দুই রাজনৈতিক শিবিরের হয়ে ভোট প্রচারে নেমেও কোথাও যেন একই সুতোয় গাঁথা থাকলেন যশ-নুসরত । প্রচারের ভঙ্গিমায় মিললেন তাঁরা । সম্প্রতি একটি ছবি পোস্ট করা হয়েছে যশ-নুসরতের ফ্যান পেজের তরফে । সেখানে দেখা যাচ্ছে, দুই তারকাই একই ভঙ্গিমাতে ভোট চাইছেন । দুই বয়ষ্কা মহিলাকে জড়িয়ে ধরে তাঁদের আশীর্বাদ চেয়ে নিচ্ছেন তাঁরা । এখানেই শেষ নয়, চোখ টেনেছে তাঁদের দু’জনের পোশাকের রংও । হয়তো পরিকল্পনা মাফিক কিছুই করেননি তাঁরা, পুরোটাই হয়তো কাকতালীয় । ছবিতে দেখা যাচ্ছে যশ পরেছেন ধবধবে সাদা পাজামা-পাঞ্জাবী আর নুশরত পরেছেন গেরুয়া রঙের শাড়ি । যশের গলায় বিজেপির উত্তরীয় আর নুসরতের কাঁধে তৃণমূলের ব্যাজটি না থাকলে, তাঁরা কোন দলের হয়ে প্রচারে নেমেছেন তা হয়তো বোঝা যেত না ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
West Bengal Election 2021: ভোট প্রচারে রংবদল! আলাদা শিবির হয়েও এক হলেন Yash-Nusrat
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement