Raj Chakraborty: Holi-তে নিজেই ঢোল বাজিয়ে, নেচে-গেয়ে ব্যারাকপুরের রাস্তায় ঘুরলেন রাজ

Last Updated:

ব্যারাকপুর (Barrackpore) বিধানসভা কেন্দ্র থেকে শাসক দলের টিকিটে ভোটে দাঁড়িয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী । ব্যারাকপুরের মতো চর্চিত কেন্দ্রে রাজ যে তৃণমূলের অন্যতম তুরুপের তাস, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই ।

#ব্যারাকপুর: রাজ্যে বেজে গিয়েছে ভোটের দামামা । শুরু হয়ে গিয়েছে অন্যতম হাই-ভোল্টেজ এই বিধানসভা নির্বাচন । ২ মে রয়েছে ফল ঘোষণা । সম্মুখ সমরে নেমে একে অপরকে সেয়ানে সেয়ানে টেক্কা দিচ্ছে যুযধান প্রতিপক্ষরা । প্রার্থী তালিকাতেও এসেছে নানা চমক । টলিপাড়ার বহু তারকারা যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলে । তার মধ্যে অনেকেই আবার বিধায়ক পদপ্রার্থী ।
ব্যারাকপুর (Barrackpore) বিধানসভা কেন্দ্র থেকে শাসক দলের টিকিটে ভোটে দাঁড়িয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী । ব্যারাকপুরের মতো চর্চিত কেন্দ্রে রাজ যে তৃণমূলের অন্যতম তুরুপের তাস, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই । অর্জুন সিংয়ের গড় হিসেবে পরিচিত ব্যারাকপুরে রাজ ঘাসফুল ফোটাতে সক্ষম হন কিনা সে দিকেই এখন তাকিয়ে রাজনীতি থেকে বিনোদন দুনিয়া ।
advertisement
তবে দোলের দিন নিজের কেন্দ্রে বেশ জমিয়েই জনতার সঙ্গে রং খেললেন রাজ । সাদা পাজামা-পাঞ্জাবিতে সেজে সবুজ রঙে রঙিন হলেন তিনি । এখানেই থেমে থাকেননি । শোভাযাত্রাতেও অংশ নেন । ঢাক, ঢোল, নাচ-গান কী নেই সেখানে । রাজকে দেখা গেল ঢোল বাজাতে। সকলের সঙ্গেই ‘খেলা হবে’ গানের তালে মেতে উঠলেন তিনি ।
advertisement
advertisement
তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ্যে আসতেই রাজ চক্রবর্তীকে ব্যারাকপুর থেকে প্রার্থী করায় তাঁকে ‘বহিরাগত’ তকমা দিয়েছিলেন স্থানীয় নেতা-কর্মীরা । এলাকার বিদায়ী পুরপ্রধান উত্তম দাস বলেছিলেন, ‘কে রাজ? আমি চিনি না ।’ কিন্তু পরবর্তীতে প্রচারে নেমে নিজের স্বভাবগুণেই সেই তকমা ছুড়ে ফেলে দিয়েছেন রাজ । দলীয় কর্মীদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন, রাস্তায় নেমে ক্রিকেট খেলেছেন তাঁদের সঙ্গে । এমনকি ব্যারাকপুরকে নিজের ‘আর একটা বাড়ি’ বলেও সম্বোধন করেছিলেন তিনি । এলাকার মানুষের মন বুঝতে বেশিরভাগ সময় নিজের কেন্দ্রেই মাটি কামড়ে পড়ে রয়েছেন পরিচালক মশাই ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Raj Chakraborty: Holi-তে নিজেই ঢোল বাজিয়ে, নেচে-গেয়ে ব্যারাকপুরের রাস্তায় ঘুরলেন রাজ
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement