Bengal Election 2021: বাবা তৃণমূল প্রার্থী, মেয়ের হাত ধরে সুদূর আমেরিকায় পৌঁছে যাচ্ছে বাংলার ভোটের তাপ!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
বারাসত বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী৷
বাংলার ভোট নিয়ে চিন্তায় আমেরিকাবাসী মেয়ে৷ হবে না কেন, প্রবাসে বসবাসকারী ডক্টরেট কন্যার চিন্তা তৃণমূল প্রার্থী বাবাকে নিয়ে৷ অত্যন্ত গরম পড়েছে৷ পাল্লা দিয়ে বাড়ছে করোনা৷ তার মধ্যে নিয়মিত ভোট প্রচারে যেতে হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তীকে৷ মেয়ের সঙ্গে কথা হচ্ছে খুব কম৷ মায়ের কাছেই নানা রকম উপদেশ দিচ্ছেন তিনি৷ পঞ্চম দফা ভোটের আগে খুবই হাল্কা মেজাজে কথোপকথনে অভিনেতা-রাজনীতিক চিরঞ্জিত চক্রবর্তী৷
১)পোড় খাওয়া অভিনেতা নাকি পোড় খাওয়া রাজনীতিক৷ চিরঞ্জিত চক্রবর্তীর জীবনের ট্যাগ লাইন কী?
চিরঞ্জিত- পোড় খাওয়া অভিনেতা৷ কারণ আমি ৪৪ বছর ধরে অভিনয় করছি৷ অভিনয় করতে পারি৷ রাজনীতিতে ১০ বছর৷ চুনি গোস্বামী ফুটবল-ক্রিকেট দুটোই খেলতে পারতেন৷ কিন্তু তাঁর রক্তে ছিল ফুটবল৷ আমিও রাজনীতি করি, কিন্তু পোড় খাওয়া নই৷
২)আপনি আর্টিস্ট, ইলাস্ট্রেটার৷ এই ভোটটা যদি কোনও ছবির মধ্যে দিয়ে ব্যাখ্যা করতে হয়, কী হবে?
চিরঞ্জিত- ভোটটা একটা ছবি নয় কার্টুনের মাধ্যমে বোঝাতে সুবিধা হবে৷ (সেটাই বলুন-) উপরে একটা পাহাড়৷ আকাশের মধ্যে দুটি বাবলের (bubble) মতো রয়েছে যাতে দেখা যাচ্ছে গুপ্তধনের ছবি৷ একটিতে অশোকনগরের তেলের খনি, অন্যটিতে বীরভূমের কয়লা খনি৷ পাহাড়ের উপর বসে রয়েছেন মা-মাটি-মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁকে সেখান থেকে সরিয়ে ওই গুপ্তধন লুঠ করতে আসছে বিজেপি৷ পাহাড়ের চূড়া বা শৃঙ্গ জয় করে এই বৃহৎ সম্পদ দিয়ে সোনার বাংলা তৈরি করার কথা বলছে গেরুয়া শিবির৷
advertisement
advertisement
(এই ব্যাখ্যা শুনে তাঁকে কার্টুনটি আঁকার অনুরোধ জানানো হয়৷ প্রচারে ব্যস্ত, তাই সময় পেলে কার্টুনটি তৈরি করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী৷)

৩) আপনার প্রিয় রং কী?
চিরঞ্জিত- ব্লাড রেড আমার খুব পছন্দের রং৷ আসলে গোলাপের গাঢ় রংটা বড্ড ভাল লাগে৷
advertisement
৪) অভিনেতা হিসেবে তো আলমারিতে প্রচুর পোশাক থাকে, রাজনীতিক হিসেবেও কি তেমন বাছাই কিছু পোশাক থাকে?
চিরঞ্জিত- অবশ্যই থাকে৷ আমি সাদা শার্ট বেশি পরি৷ ট্রাউজার বা জিন্সের সঙ্গে৷ তবে আমার সব শার্টই চাইনিজ কলার ডিজাইনের৷ সাদা ছাড়াও অন্য হাল্কা রঙের শার্ট পরি, তবে সবকটাই চাইনিজ কলার৷
৫) বাংলার এই রাজনীতির তাপ কি আমেরিকা পর্যন্ত ছড়িয়েছে? (চিরঞ্জিত চক্রবর্তীর মেয়ে থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রে৷ সেখানে ক্যান্সার সেল নিয়ে তিনি গবেষণার কাজে যুক্ত)
চিরঞ্জিত- মেয়ের সঙ্গে কথা হয়৷ খুব উদ্বিগ্ন আমায় নিয়ে৷ কী করব, কী করব না, সেই কথা বলে৷ মায়ের (চিরঞ্জিতের স্ত্রী) সঙ্গে কথা হয় নিয়মিত৷ তখনই আমার উদ্দেশ্যে থাকে অনেক উপদেশ৷
advertisement
৬)আমেরিকা থেকে নাতনি কি দাদুর সঙ্গে কথা বলায় সময় বলছে খেলা হবে?
চিরঞ্জিত- (খুব হেসে) না বলছে না৷ ও আসলে বাংলা বলতে পারে না৷ শোনে আর বোঝে সব৷ শিখিয়ে দিলে টেনে টেনে বলে, দাদুন কেমন আছ!

৭)গরমে শরীর ঠিক রাখতে নিজে কী করেন? আর অন্য অল্প বয়সী প্রার্থীদের কী পরামর্শ দেবেন?
চিরঞ্জিত- অল্প বয়সীদের পক্ষে অনেটকা সহজ৷ আমার বয়সে বেশ নিয়ম মেনে চলতে হয়৷ ওআরএস থাকছে সবসময়৷ ডাবের জল খাচ্ছি৷ কখনও খুব চা খেতে ইচ্ছে করলে লেবু দিয়ে লিকার চা খাচ্ছি৷ বা আদা দিয়ে চায়ে গলা ভেজাচ্ছি৷ কারণ ঠান্ডা গরমে গলায় একটা সমস্যা হচ্ছে৷ কখনও এসি গাড়িতে থাকছি, কখনও হুড খোলা গাড়িতে প্রচন্ড গরমে ঘুরছি৷ তাই ঠান্ডা গরমের তারতম্য তো হচ্ছেই৷ খাবার খুব সাধারণ খাচ্ছি৷ ভাত, ডাল, মাছের ঝোল৷ এমন খাবার যাতে পেটে যেন চাপ না পড়ে৷ প্রচার শেষ হলে আবার একটু তর্কা রুটি বা চাইনিজ খাব৷
advertisement
৮) ফেভারিট ডিশ কী?
চিরঞ্জিত- অনেক কিছু খেতেই ভালবাসি৷ আমার স্ত্রী রত্নার হাতে রান্না খুব ভাল৷ আর বাটার চিকেন খুব ভালবাসি খেতে৷ আমি নিজেও এই একটি ডিশ রান্না করতে পারি৷
৮)বউ গেলে বউ পাওয়া যায়, মা গেলে মা নয়....এটা যদি ২০২১ ভোটের প্রেক্ষিতে বলতে হয়, কী হবে?
চিরঞ্জিত- মমতা হরালে মমতা পাওয়া যায় না...(বলেই জোরে হাসি)
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 14, 2021 5:24 PM IST