Bengal Election 2021: বাবা তৃণমূল প্রার্থী, মেয়ের হাত ধরে সুদূর আমেরিকায় পৌঁছে যাচ্ছে বাংলার ভোটের তাপ!

Last Updated:

বারাসত বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী৷

বাংলার ভোট নিয়ে চিন্তায় আমেরিকাবাসী মেয়ে৷ হবে না কেন, প্রবাসে বসবাসকারী ডক্টরেট কন্যার চিন্তা তৃণমূল প্রার্থী বাবাকে নিয়ে৷ অত্যন্ত গরম পড়েছে৷ পাল্লা দিয়ে বাড়ছে করোনা৷ তার মধ্যে নিয়মিত ভোট প্রচারে যেতে হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তীকে৷ মেয়ের সঙ্গে কথা হচ্ছে খুব কম৷ মায়ের কাছেই নানা রকম উপদেশ দিচ্ছেন তিনি৷ পঞ্চম দফা ভোটের আগে খুবই হাল্কা মেজাজে কথোপকথনে অভিনেতা-রাজনীতিক চিরঞ্জিত চক্রবর্তী৷
১)পোড় খাওয়া অভিনেতা নাকি পোড় খাওয়া রাজনীতিক৷ চিরঞ্জিত চক্রবর্তীর জীবনের ট্যাগ লাইন কী?
চিরঞ্জিত- পোড় খাওয়া অভিনেতা৷ কারণ আমি ৪৪ বছর ধরে অভিনয় করছি৷ অভিনয় করতে পারি৷ রাজনীতিতে ১০ বছর৷ চুনি গোস্বামী ফুটবল-ক্রিকেট দুটোই খেলতে পারতেন৷ কিন্তু তাঁর রক্তে ছিল ফুটবল৷ আমিও রাজনীতি করি, কিন্তু পোড় খাওয়া নই৷
২)আপনি আর্টিস্ট, ইলাস্ট্রেটার৷ এই ভোটটা যদি কোনও ছবির মধ্যে দিয়ে ব্যাখ্যা করতে হয়, কী হবে?
চিরঞ্জিত- ভোটটা একটা ছবি নয় কার্টুনের মাধ্যমে বোঝাতে সুবিধা হবে৷ (সেটাই বলুন-) উপরে একটা পাহাড়৷ আকাশের মধ্যে দুটি বাবলের (bubble) মতো রয়েছে যাতে দেখা যাচ্ছে গুপ্তধনের ছবি৷ একটিতে অশোকনগরের তেলের খনি, অন্যটিতে বীরভূমের কয়লা খনি৷ পাহাড়ের উপর বসে রয়েছেন মা-মাটি-মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁকে সেখান থেকে সরিয়ে ওই গুপ্তধন লুঠ করতে আসছে বিজেপি৷ পাহাড়ের চূড়া বা শৃঙ্গ জয় করে এই বৃহৎ সম্পদ দিয়ে সোনার বাংলা তৈরি করার কথা বলছে গেরুয়া শিবির৷
advertisement
advertisement
(এই ব্যাখ্যা শুনে তাঁকে কার্টুনটি আঁকার অনুরোধ জানানো হয়৷ প্রচারে ব্যস্ত, তাই সময় পেলে কার্টুনটি তৈরি করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী৷)
৩) আপনার প্রিয় রং কী?
চিরঞ্জিত- ব্লাড রেড আমার খুব পছন্দের রং৷ আসলে গোলাপের গাঢ় রংটা বড্ড ভাল লাগে৷
advertisement
৪) অভিনেতা হিসেবে তো আলমারিতে প্রচুর পোশাক থাকে, রাজনীতিক হিসেবেও কি তেমন বাছাই কিছু পোশাক থাকে?
চিরঞ্জিত- অবশ্যই থাকে৷ আমি সাদা শার্ট বেশি পরি৷ ট্রাউজার বা জিন্সের সঙ্গে৷ তবে আমার সব শার্টই চাইনিজ কলার ডিজাইনের৷ সাদা ছাড়াও অন্য হাল্কা রঙের শার্ট পরি, তবে সবকটাই চাইনিজ কলার৷
৫) বাংলার এই রাজনীতির তাপ কি আমেরিকা পর্যন্ত ছড়িয়েছে? (চিরঞ্জিত চক্রবর্তীর মেয়ে থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রে৷ সেখানে ক্যান্সার সেল নিয়ে তিনি গবেষণার কাজে যুক্ত)
চিরঞ্জিত- মেয়ের সঙ্গে কথা হয়৷ খুব উদ্বিগ্ন আমায় নিয়ে৷ কী করব, কী করব না, সেই কথা বলে৷ মায়ের (চিরঞ্জিতের স্ত্রী) সঙ্গে কথা হয় নিয়মিত৷ তখনই আমার উদ্দেশ্যে থাকে অনেক উপদেশ৷
advertisement
৬)আমেরিকা থেকে নাতনি কি দাদুর সঙ্গে কথা বলায় সময় বলছে খেলা হবে?
চিরঞ্জিত- (খুব হেসে) না বলছে না৷ ও আসলে বাংলা বলতে পারে না৷ শোনে আর বোঝে সব৷ শিখিয়ে দিলে টেনে টেনে বলে, দাদুন কেমন আছ!
৭)গরমে শরীর ঠিক রাখতে নিজে কী করেন? আর অন্য অল্প বয়সী প্রার্থীদের কী পরামর্শ দেবেন?
চিরঞ্জিত- অল্প বয়সীদের পক্ষে অনেটকা সহজ৷ আমার বয়সে বেশ নিয়ম মেনে চলতে হয়৷ ওআরএস থাকছে সবসময়৷ ডাবের জল খাচ্ছি৷ কখনও খুব চা খেতে ইচ্ছে করলে লেবু দিয়ে লিকার চা খাচ্ছি৷ বা আদা দিয়ে চায়ে গলা ভেজাচ্ছি৷ কারণ ঠান্ডা গরমে গলায় একটা সমস্যা হচ্ছে৷ কখনও এসি গাড়িতে থাকছি, কখনও হুড খোলা গাড়িতে প্রচন্ড গরমে ঘুরছি৷ তাই ঠান্ডা গরমের তারতম্য তো হচ্ছেই৷ খাবার খুব সাধারণ খাচ্ছি৷ ভাত, ডাল, মাছের ঝোল৷ এমন খাবার যাতে পেটে যেন চাপ না পড়ে৷ প্রচার শেষ হলে আবার একটু তর্কা রুটি বা চাইনিজ খাব৷
advertisement
৮) ফেভারিট ডিশ কী?
চিরঞ্জিত- অনেক কিছু খেতেই ভালবাসি৷ আমার স্ত্রী রত্নার হাতে রান্না খুব ভাল৷ আর বাটার চিকেন খুব ভালবাসি খেতে৷ আমি নিজেও এই একটি ডিশ রান্না করতে পারি৷
৮)বউ গেলে বউ পাওয়া যায়, মা গেলে মা নয়....এটা যদি ২০২১ ভোটের প্রেক্ষিতে বলতে হয়, কী হবে?
চিরঞ্জিত- মমতা হরালে মমতা পাওয়া যায় না...(বলেই জোরে হাসি)
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengal Election 2021: বাবা তৃণমূল প্রার্থী, মেয়ের হাত ধরে সুদূর আমেরিকায় পৌঁছে যাচ্ছে বাংলার ভোটের তাপ!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement