‘রাধে রাধে রাধে’-র সুরে কৃষ্ণকলির নিখিল-শ্যামার ধামাল ডান্স, সোশ্যাল মিডিয়ায় বিদ্যুতের গতিতে ভাইরাল ভিডিও

Last Updated:

মিঠে তান তার সঙ্গে মাখো মাখো প্রেমের ঝলকানি আর কী চাই? ভিডিও ভাইরাল মুহূর্তে৷

#কলকাতা: পপুলার সিরিয়াল মানে মানুষের একেবারে ঘরের কাছের বিষয়৷ রোজ সন্ধ্যায় গরম চায়ের কাপ হাতে সিরিয়ালের গল্পগুলি যখন দর্শকরা দেখেন তখন সিরিয়ালের চরিত্ররা তাঁর ঘরের মানুষ হয়ে ওঠেন৷ তাঁদের ভালো মন্দ যেন তাঁদের ভালমন্দ হয়ে ওঠে৷ আগে চলচ্চিত্রের তারকাদের নানা জিনিস নানা কিছু দেখার জন্য মানুষ যেমন মুখিয়ে থাকতেন, তেমনিই এখন এইসব সিরিয়ালের তারকাদের বিষয়ে জানার জন্য মুখিয়ে থাকেন৷
এরকমই একটি অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল কৃষ্ণকলি৷ সেখানে -র দুই মূল চরিত্রের নাম নিখিল ও শ্যামা তা আর বলার অপেক্ষা রাখে না৷ এই দুটি ছেলে -মেয়ে ও তাঁদের পরিবার ও পারিপাশ্বির্কে নানা মোড় ঘুরে বিপদ -বিপর্যয় কাটিয়ে তাঁদের এগিয়ে চলার গল্প ফ্যানদের ভীষণ পছন্দ৷
সিরিয়ালের তারকা নীল ভট্টাচার্য ওরফে নিখিল যখন করোনা আক্রান্ত হয়েছিলেন তখন ফ্যানরাও তাঁর জন্য প্রার্থনা করেছিলেন যেন তাঁদের পছন্দের তারকা দ্রুত সুস্থ ওঠেন ৷ অগাস্ট মাসের সেই খারাপ পর্ব পেরিয়ে নিখিল আবার সুস্থ হয়ে উঠেছেন, কাহিনীও আবার নিজস্ব ছন্দে এগিয়ে চলেছে৷
advertisement
advertisement
বিভিন্ন সিরিয়ালে যেমন অনেকক্ষেত্রেই হয় যে নায়ক বা নায়িকার একজন সাধারণ দর্শকের বেশি কাছাকাছি হয় কিন্তু নিখিল -শ্যামার ক্ষেত্রে এই বিষয়া বেশ অন্য৷ তাঁদের জুটিই মানেই ধামাল৷ বাস্তব জীবনের তিয়াসা ও নীল যে ভালো বন্ধু তা তাঁদের অভিনয়ের সাবলীলতাতেই ধরা পড়ে৷
তবে সম্প্রতি একটি ডান্স ভিডিও-র ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে দুজনকে নাচতে দেখা যাচ্ছে৷ আর ‘রাধে রাধে রাধে’-র সুরে কৃষ্ণকলির নিখিল-শ্যামার ধামাল ডান্স, সোশ্যাল মিডিয়ায় বিদ্যুতের গতিতে ভাইরাল ভিডিও
advertisement
এই ভিডিওতে কৃষ্ণকলির শ্যামার পরণে সাদা বেনারসি, খোলা চুলে দুটি লাল গোলাপ ৷ গলায় গয়না -হালকা ছিমছাম সাজে শ্যামার রূপ ফ্যানদের কাছে মোহময়ী৷ অন্যদিকে নিখিলও সাদা পায়জামা  ও পাঞ্জাবিতে ঝকঝকে৷ আর সবচেয়ে মনোগ্রাহী তা হল দুই তারকার সাবলীল কেমিস্ট্রি৷ যা দিয়েই ২ তারকার ফ্যানরাই ভিডিওতে বুঁদ হয়েছেন৷ ১৬ লক্ষ ভিউ হয়েছে পাশাপাশি শেয়ার হয়েছে ২ হাজারের বেশি৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘রাধে রাধে রাধে’-র সুরে কৃষ্ণকলির নিখিল-শ্যামার ধামাল ডান্স, সোশ্যাল মিডিয়ায় বিদ্যুতের গতিতে ভাইরাল ভিডিও
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement