বিয়ের কয়েকদিন আগে এ ভাবেই নিখিলের সঙ্গে প্রেমে মেতেছিলেন নুসরত, সামনে এল সেই ভিডিও

Last Updated:
#কলকাতা: আলাপটা হয়েছিল তিনবছর আগে ৷ নিখিল জৈনের পোশাকের ব্র্যান্ড ‘রঙ্গোলি’ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে আসেন নুসরত ৷ সেই থেকে দেখা-সাক্ষাৎ ৷ প্রথম থেকেই নুসরতের প্রতি একটা ভাল লাগা ছিলই ৷ কিন্তু আলাপের পর দু’বছর পর্যন্ত ক্লায়েন্টের মতোই সম্পর্ক নিখিলের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন নুসরত ৷
কিন্তু ধীরে ধীরে কাছে শুরু করেন দু’জনে ৷ তৈরি হয় গভীর সম্পর্ক ৷ আর সেই সম্পর্কই তুরস্কের বোদরুম শহরের ‘সিক্স সেন্সেস কাপালায়াঙ্কা’য় পরিণতি পেয়েছে ৷ কলকাতা থেকে ৫৯৮৯ কিলোমিটার দূরে এলাহি বিয়ে সেরেছেন নুসরত ৷ টলিউডের কোনও সেলেব্রিটির ডেস্টিনেশন ওয়েডিং ৷ তাঁদের বিয়ের ছবি দেখার জন্য হাপিত্যেশ করে বসেছিলেন নুসরতের ভক্তকুল ৷ তবে অপেক্ষা করতে হয়েছিল একটু বেশিই ৷ বিয়ের পরদিন ভোরে ছবি পোস্ট করেছিলেন নুসরত নিজেই ৷
advertisement
এরপর বোদরুম শহরে প্রেমে মজেছিলেন নবদম্পতি ৷ সেই ছবিও নিজেই শেয়ার করেছিলেন নুসরতের স্বামী নিখিল ৷ গত রবিবার ভোরে বিয়ে সেরে কলকাতায় ফিরে এসেছিলেন তৃণমূল সাংসদ তথা নায়িকা ৷ এরপরই সংসদে গিয়ে সাংসদ হিসেবে শপথ নিয়েছেন নুসরত ৷ ইতিমধ্যেই গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছেন এই নায়িকা ৷ এ বার সামনে এল নুসরত ও নিখিলের প্রি-ওয়েডিং ভিডিও ৷ বিয়ের আগেই ‘নটিং বেলস’নুসরত আর নিখিলকে নিয়ে প্রি-ওয়েডিং শ্যুট করেছিল ৷ এ বার সামনে এল সেই মিষ্টি ভিডিও ৷
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিয়ের কয়েকদিন আগে এ ভাবেই নিখিলের সঙ্গে প্রেমে মেতেছিলেন নুসরত, সামনে এল সেই ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement