দু’জনেই মহানন্দ কাটাতে পারেন সময়, স্বামী অনুপমের জন্মদিনে ভিডিও শেয়ার করে বার্তা স্ত্রী পিয়ার!দেখুন

Last Updated:

স্বামী অনুপমের জন্মদিনে তেমনই এক মিষ্টি ভিডিও পোস্ট করেন পিয়া৷ গানটি অনুপমের লেখা, সুর দেওয়া ও গাওয়া৷

#কলকাতা: বাংলার সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র অনুপম রায়৷ আধুনিক বাংলা ছবির গানে তিনি যথেষ্ট জনপ্রিয়৷ এছাড়াও রয়েছে তাঁর নিজস্ব অ্যালবামের গান৷ সৃজিত মুখোপাধ্যায়ের অটোগ্রাফ ছবি দিয়ে বাংলা ছবি ও বিনোদন জগতে নিজের পরিচিতি তৈরি করেন অনুপম৷ তারপর দেখতে দেখতে বহু ছবির গান তৈরি করেছেন অনুপম৷ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর জুটি খুবই জনপ্রিয়৷ অনুপম সঙ্গীত পরিচালক, গীতিকার, গায়ক৷ অর্থাৎ এক পাত্রে অনেক গুণ৷ আজ, ২৯ মার্চ, তাঁর জন্মদিন৷ জন্মদিনে তাঁর ঘরণী পিয়া চক্রবর্তী শেয়ার করলেন এক মিষ্টি পোস্ট৷
পিয়া নিজেও একজন সঙ্গীত শিল্পী৷ ২০১৫-এ দীর্ঘদিনের বান্ধবী, পিয়ারে নিজের জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেন অনুপম৷ সেই থেকে দু’জনের একসঙ্গে পথ চলা শুরু৷ দুই শিল্পী যখন একসঙ্গে ঘর করেন তখন খুব স্বাভাবিক তাঁদের কথাবার্তার মধ্যেও থাকে শিল্পের ছোঁয়া৷ কখন, কেমন মুডে কী গান বাঁধছেন অনুপম, সেই চিন্তা ভাগ করে নেন স্ত্রী পিয়ার সঙ্গে৷ তাই তো স্বামী অনুপমের জন্মদিনে তেমনই এক মিষ্টি ভিডিও পোস্ট করেন পিয়া৷ গানটি অনুপমের লেখা, সুর দেওয়া ও গাওয়া৷ এবং তার সঙ্গে স্ক্রিনে দেখা গিয়েছে দুই কার্টুন চরিত্র৷ ছেলেটি গান গাইছেন, আর মেয়েটি সেই গানের সঙ্গে নিজের আবেগকে মেলে ধরছেন৷ ২০২০ সালে এই হিন্দি গানটি কম্পোজ করেন তিনি৷ সেই গানের মাঝের কিছু অংশ পোস্ট করে স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পিয়া৷
advertisement
advertisement
advertisement
বাংলার একাধিক ছবিতে নিজের সুরের মাধ্যমে দর্শকদের মন ভরিয়েছেন অনুপম রায়৷ 'আমাকে আমার মতো থাকতে দাও' গানটি তো ১১ বছর পরেও হিট। এ ছাড়াও রয়েছে 'চলো পাল্টাই', 'বাইশে শ্রাবণ', 'হেমলক সোসাইটি', 'বেলা শেষে', 'প্রাক্তন', 'চতুষ্কোণ', 'জুলফিকর', 'পোস্ত','রসগোল্লা' মতো বক্স অফিস হিট করা ছবির গান৷ পেয়েছেন বহু সম্মান৷ ইতিমধ্যে ঝুলিতে এসেছে জাতেয় পুরস্কার, একাধিক ফিল্মফেয়ার অ্যাওয়াড সহ বহু সম্মান ও স্বীকৃতি। শুধুমাত্র বাংলা নয়, বলিউডেও পা রেখেছেন তিনি৷ 'পিকু', 'পিঙ্ক', 'ডিয়ার মায়া', 'পরি', 'অক্টোবর', 'বদলা'-ছবিতেও সকলের নজর কেড়েছেন। এভাবেই এগিয়ে চলুক আপনার গানের সফর৷ জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল News18বাংলার পক্ষ থেকেও৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
দু’জনেই মহানন্দ কাটাতে পারেন সময়, স্বামী অনুপমের জন্মদিনে ভিডিও শেয়ার করে বার্তা স্ত্রী পিয়ার!দেখুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement