Viral Video: পরনে পুলিশের খাঁকি পোশাক, সিটি বাজিয়ে মাঝরাস্তায় ননদের সঙ্গে উদ্দাম নাচ তৃণার, তুমুল ভাইরাল ভিডিও...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
টেলি অভিনেত্রী তৃণা সাহাকে যাঁরা চেনেন তাঁরা জানেন নাচানাচি, হই-হুল্লোড়ে তাঁর জুরি মেলা ভার। তাঁর প্রাণোচ্ছল স্বভাব সব সময় ধরা পড়ে তাঁর মুখেচোখে। স্বামী নীলের সঙ্গে তো বটেই, বন্ধুদের সঙ্গেও তাঁর কেমিস্ট্রি এক কথায় অনবদ্য।
#কলকাতা: টেলি অভিনেত্রী তৃণা সাহাকে যাঁরা চেনেন তাঁরা জানেন নাচানাচি, হই-হুল্লোড়ে তাঁর জুরি মেলা ভার। তাঁর প্রাণোচ্ছল স্বভাব সব সময় ধরা পড়ে তাঁর মুখেচোখে। স্বামী নীলের সঙ্গে তো বটেই, বন্ধুদের সঙ্গেও তাঁর কেমিস্ট্রি এক কথায় অনবদ্য। তৃণা এই মুহূর্তে বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'খড়কুটো'র মুখ্য চরিত্র 'গুনগুন'-এর ভূমিকায় অভিনয় করছেন। সেখানে তাঁর ননদের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সোনাল মিশ্র। সোনালের সঙ্গে তৃণার সম্পর্ক অফস্ক্রিনেও জমজমাট। তৃণার ব্যাচেলরেট পার্টি-সহ একাধিক সময়ে তাঁকে দেখা যায়। তৃণার একাধিক ইনস্টাগ্রাম রিল ভিডিওতেও পাশেই দেখা মেলে সোনালের।
মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবসের সকালে তৃণা একটি ভিডিও শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে তাঁকে একটি জনপ্রিয় হিন্দি নাচের গানে উদ্দাম নাচতে দেখা গিয়েছে। পাশেই রয়েছেন অনস্ক্রিন দুই ননদ সোনাল (সাজি) এবং প্রিয়াঙ্কা মিত্র (চিনি)। ভিডিওতে তিনজনেই পুলিশের খাঁকি পোশাকে। দুই ননদের মাথায় হাবিলদারের টুপি থাকলেও তৃণার চুল খোলা। তিনজনে মিলে সিটি বাজিয়ে উদ্দাম নাচছেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, ৪ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসেছিলেন টেলি দুনিয়ার জনপ্রিয় দুই মুখ অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী তৃণা সাহা। রাজকীয় সেই বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪ ফেব্রুয়ারি বাইপাস সংলগ্ন পিসি চন্দ্র গার্ডেনে বসেছিল রিসেপশনের আসর। বিয়ে কিংবা রিসেপশন দু-দিনই টলিউডের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা উপস্থিত হয়েছিলেন। সেখানে দেখা গিয়েছিল নীলের অভিনীত ধারাবাহিক 'কৃষ্ণকলি' এবং তৃণার অভিনীত 'খড়কুটো' ধারাবাহিকের পুরো টিম।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 08, 2021 6:25 PM IST