বিয়ের পরেই করোনা আক্রান্ত ‘দেশের মাটি’র শ্রুতি দাস! আপাতত বন্ধ শ্যুটিং!

Last Updated:

টলিউডে করোনার হানা । এ বার করোনা পজিটিভ হলেন অভিনেত্রী শ্রুতি দাস ।

#কলকাতা: ধারাবাহিকের পর্দায় সবেই চার হাত এক হয়েছে কিয়ান আর নোয়ার । গল্প একেবারে জমে ক্ষীর । কিন্তু তার মধ্যেই করোনার কালো মেঘ জমল ‘দেশের মাটি’র কপালে । করোনা ভাইরাসে আক্রান্ত হলেন সিরিয়ালের মুখ্য নারী চরিত্র নোয়া ওরফে শ্রুতি দাস । নিজেই সে কথা সোশ্যাল মিডিয়ায় জানালেন শ্রুতি ।
সম্প্রতি দেশে মারাত্মক হারে বাড়তে শুরু করেছে করোনা । ১ দিনে সংক্রমণের হার ১ লাখের মাত্রা ছাড়িয়েছে । যা বিগত সমস্ত রেকর্ড ভেঙেচুরে দিয়েছে । করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ভারত । সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের । মুম্বইয়ে একাধিক বলি-তারকা আজ করোনায় আক্রান্ত । আলিয়া ভাট থেকে শুরু করে ক্যাটরিনা কইফ, ভিকি কৌশল, অক্ষয় কুমার, ভূমি পেডনেকর, গোবিন্দা, সচিন তেন্ডুলকর...সকলেই করোনা আক্রান্ত । বাংলাও করোনার কবল থেকে মুক্ত নয় । ভোটের আবহে এ রাজ্যেও হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ । সবচেয়ে শোচনীয় অবস্থা কলকাতার । সম্প্রতি ‘খড়কুটো’ সিরিয়ালের অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্যায় করোনা আক্রান্ত হয়েছিলেন । তাঁর স্বামী অভিনেতা ভরত কল-ও করোনায় আক্রান্ত হন । এ বার করোনা পজিটিভ হলেন অভিনেত্রী শ্রুতি দাস ।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় নিজের সাদা-কালোয় একটি ছবি শেয়ার করে শ্রুতি লেখেন, ‘‘দুর্ভাগ্যবশতঃ আমি করোনা পজিটিভ । সমস্ত সাবধানতা অবলম্বন করছি । চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাচ্ছি । স্বাদ, গন্ধ পাচ্ছি না । সর্দিকাশি রয়েছে, একটু দুর্বলতা অনুভব করছি । আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, সকলকে সাবধনতা অবলম্বন করতে অনুরোধ করছি । সকলে সাবধানে থাকবেন এবং প্রয়োজনে করোনা পরীক্ষা করিয়ে নেবেন ।’’
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিয়ের পরেই করোনা আক্রান্ত ‘দেশের মাটি’র শ্রুতি দাস! আপাতত বন্ধ শ্যুটিং!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement