এ বার ফোন করলেই আপনার মনের সব কথা শুনবেন ঋতাভরী, দিলেন টোল ফ্রি নম্বর

Last Updated:

ঘরে আটকে থেকে অনেকেই আজ মানসিকভাবে বিপর্যস্ত । এই সময়টা কাটিয়ে ফের সুস্থ জীবনে ফেরা আবশ্যক । আর সে জন্যই নতুন উদ্যোগ নিলেন ঋতাভরী চক্রবর্তী ।

#কলকাতা: তিনি যেন একাধারে ‘রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী’ । টলি নায়িকা ঋতাভরী চক্রবর্তী যেন সত্যিই বাস্তবের নায়িকা । শুধু পর্দায় নয়, ভক্তদের মন কেড়েছেন তিনি বাস্তবের মাটিতেও । তাঁর মিষ্টি ব্যবহার, মন ভোলানো হাসি, অপূর্ব অভিনয়ের পাশাপাশি রিয়েল লাইফের ঋতাভরী একজন অসাধারণ ব্যক্তিত্বও বটে । নিজের স্বভাবগুণেই সকলের মন জয় করে নেন তিনি ।
এ বার ঋতাভরী এলেন মনের কথা শুনতে । এই করোনাকালে মানুষ বিধ্বস্ত, বিপর্যস্ত, ক্লান্ত । মানসিকভাবে অবসন্ন হয়ে পড়ছেন অনেকে । এর থেকে বাড়ছে অবসাদ, গ্রাস করছে মানসিক রোগ । আর এই সমস্যার মোকাবিলা করতেই এ বার হাল ধরলেন খোদ নায়িকা । সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি লেখেন, ‘‘তোমাদের সব রকম মনোকষ্টে, হতাশায়, মনের জোর হারানো একাকীত্বের সুরাহা করতে চাই। কথা বলো মনোবিদ ও বিশেষজ্ঞদের সাথে। কোন খরচ দিতে হবে না। তার জন্য আমি আছি, আমার বন্ধু রাহুল দাশগুপ্ত আর "সহায়তা" আছে। কল করো: 18002039865 ।’’
advertisement
advertisement
ঋতাভরীর প্রিয় বন্ধু দুবাইবাসী রাহুলের কথা কমবেশী অনেকেই জানেন । নায়িকার যে কোনও সমাজসেবা মূলক কাজেই পাশে থাকতে দেখা যায় রাহুলকে । এ বারও তাঁর ব্যতিক্রম হল না । নায়িকা চান, অন্ধকার এই টানেলের থেকে বেরিয়ে এসে পৃথিবীটা আরও একটু সুন্দর হয়ে উঠুক । ঘরে আটকে থেকে অনেকেই আজ মানসিকভাবে বিপর্যস্ত । এই সময়টা কাটিয়ে ফের সুস্থ জীবনে ফেরা আবশ্যক । আর সে জন্যই তিনি এই নতুন কাজ শুরু করতে চলেছেন । যেখানে টোল ফ্রি নম্বরে ফোন করে যে কেউ মনোবিদের সঙ্গে কথা বলতে পারবেন । তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে ।
advertisement
টেলিভিশনের মেগা ধারাবাহিক দিয়ে ইন্ডাস্ট্রিতে পথচলা শুরু হয়েছিল ঋতাভরী চক্রবর্তীর । বর্তমানে টলিউডের গণ্ডী পেরিয়ে বলিউডেও সফল তিনি । বাংলা, হিন্দি দু’টি ভাষাতেই গেয়ে ফেলেছেন তাঁর সিঙ্গলস । যা তুমুল জনপ্রিয় হয়েছে শ্রোতাদের মধ্যে । এখানেই শেষ নয় । একটি স্বেচ্ছেসেবী সংস্থাও চালান ঋতাভরী । বহু অনাথ ছেলেমেয়ের কাছে তিনিই তাঁদের মা । অভিনয়ের পাশাপাশি তাঁদের নিয়েও অনেকটা সময় কাটে ঋতাভরীর । অভিনয়, মডেলিংয়ের পাশাপাশি এখন ঋতাভরীর আরও একটা বড় পরিচয় হল তিনি সমাজকর্মী । সে অনাথ শিশুদের দায়িত্ব নেওয়াই হোক বা বয়স্ক বস্তিবাসীদের টিকাকরণ, সবেতেই এগিয়ে আসেন নায়িকা । দিন কয়েক আগে প্রায় ১০০ জন বয়স্ক, অসহায় মানুষকে ভ্যাকসিন দেওয়ানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন নায়িকা ।
advertisement
সম্প্রতি শুরু করেছেন কলকাতার সমস্ত সাধারণ শৌচাগারে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং বসানোর কাজ । ইতিমধ্যেই ১০০-টিরও বেশি টয়লেটে প্যাড মেশিন বসানোর কাজ শেষ হয়েছে । ঋতাভরীর ইচ্ছা দেশের মধ্যে প্রথম শহর হোক কলকাতা, যেখানে সমস্ত পাবলিক টয়লেট থেকে বিনামূল্যে সমস্ত মেয়েরা স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারবেন ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
এ বার ফোন করলেই আপনার মনের সব কথা শুনবেন ঋতাভরী, দিলেন টোল ফ্রি নম্বর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement