Tiyasha Roy: ক্রপ টপে উন্মুক্ত পেট, ‘শ্যামা’র খোলস ছেড়ে হট অবতারে তুমুল নাচ তিয়াসা’র

Last Updated:

পর্দার ‘শ্যামা’ তিয়াশা রায়ের (Tiyasha Roy) সঙ্গে তুমুল নাচলেন ‘নোয়া’ অর্থাৎ অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das) । ভাইরাল সেই ভিডিও ।

#কলকাতা: বহু বছর ধরে ‘কৃষ্ণকলি (Krishnakoli)-কে সাফল্য এনে দিয়েছেন তিনি । তিনিই জনপ্রিয় এই ধারাবাহিকের মুখ্য চরিত্র ‘শ্যামা’ ওরফে তিয়াসা রায় (Tiyasha Roy) । বাঙালির ঘরে ঘরে রয়েছেন সাধারণ, আটপৌরে, কৃষ্ণ ভক্ত এই গৃহবধূ ‘শ্যামা’ । কিন্তু পর্দায় যতই সাধারণ সুতির শাড়ি, কাঁচা পাকা চুল আর কপালে রসকলি আঁকা মেকআপে শ্যামা’কে দেখা যাক না কেন, বাস্তবের তিয়াসা কিন্তু তাঁর থেকে ৩৬০ ডিগ্রি আলাদা । তিনি যেমন স্মার্ট, তেমনই আকর্ষণীয় তাঁর ফিগার । ইন্ডিয়ান, ওয়েস্টার্ন, সমস্ত রকম পোশাকেই তিনি সাবলীল । সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয় তিয়াশা । মাঝে মধ্যেই নানারকম ছবি আর ভিডিওতে আত্মপ্রকাশ করেন সকলের প্রিয় নায়িকা । আর তা দেখে ভক্তরাও বেজায় খুশি ।
advertisement
advertisement
এ বার তিয়াশা’কে দেখা গেল হাই-ওয়েস্ট টোর্ন জিন্স আর ক্রপ টপে । তবে তিনি একা নন । সোশ্যাল মিডিয়ায় চলে এলেন আরও এক জনপ্রিয় টেলি-অভিনেত্রীর সঙ্গে । তিনি ‘দেশের মাটি’ (Desher Mati) ধারাবাহিকের ‘নোয়া’ অর্থাৎ শ্রুতি দাস (Shruti Das)। সম্প্রতি ভিডিওটি শেয়ার করেছেন শ্রুতি নিজেই । সঙ্গে লিখে দিয়েছেন দারুণ মজার একটি ক্যাপশন । লিখেছেন, ‘রিল ও রিয়েল কৃষ্ণকলি’ ।
advertisement
View this post on Instagram

A post shared by Shruti Das (@shrutidas_real)

advertisement
গায়ের রং শ্যামলা হওয়ার কারণে অভিনেত্রী শ্রুতি দাস বারবার সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের মুখে পড়েছেন । তাঁকে এই নিয়ে ট্রোলও করা হয়ে বিস্তর । এর প্রতিবাদে একাধিকবার মুখ খুলেছেন শ্রুতি । এমনকি পুলিশে অভিযোগও দায়ের করেছিলেন তিনি । কিন্তু তারপরেও অবস্থা যে খুব একটা বদলেছে, এমন নয় । একদিকে শ্যামলা মেয়ের গল্প সিরিয়ালের পর্দায় হিট হয়, কিন্তু সেই মেয়েই বাস্তবের মাটিতে অপমানের শিকার হয় । তাই হয়তো শ্যামার সঙ্গে ভিডিও শেয়ার করে, মজার ছলেই সমাজকে নীতি শিক্ষার পাঠ দিলেন শ্রুতি ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tiyasha Roy: ক্রপ টপে উন্মুক্ত পেট, ‘শ্যামা’র খোলস ছেড়ে হট অবতারে তুমুল নাচ তিয়াসা’র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement