টিকা নিয়েও Corona ভাইরাসে আক্রান্ত হলেন কৌশিক সেন ও তাঁর স্ত্রী রেশমী সেন!

Last Updated:

গত ১০ এপ্রিল কোভিড টিকা নিয়েছিলেন দু’জনেই । কিন্তু তারপরেও করোনায় আক্রান্ত হয়েছেন টলিউডের এই দুই তারকা দম্পতি ।

করোনায় আক্রান্ত কৌশিক ও রেশমী সেন ।
করোনায় আক্রান্ত কৌশিক ও রেশমী সেন ।
#কলকাতা: গোটা দেশের অবস্থা ভয়াবহ জায়গায় পৌঁছে গিয়েছে । সর্বকালের সমস্ত রেকর্ড ছাপিয়ে ৩ লাখ পেরিয়ে গিয়েছে দৈনিক সংক্রমণ । মাত্র ১ সপ্তাহে দৈনিক সংক্রমণের মাত্রা ২ লাখ থেকে ৩ লাখের গণ্ডি পেরিয়েছে । হাসপাতালে জায়গা নেই, অক্সিজেনের অভাব, হাহাকার, অসাহয়তার বুক ফাটা ছবিগুলো বারবার ভেসে আসছে সংবাদ মাধ্যমের পর্দায় ।
সংক্রমণ থেকে বাদ যাচ্ছে না কেউ । প্রবীণদের পাশাপাশি এ বার আক্রান্ত হচ্ছে শিশুরাও । বিনোদন জগতের তারকা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব, সাধারণ মানুষ কেউই বাদ নেই । ক’দিন আগেই জানা গিয়েছিল টলিউডে করোনা তার কড়াল থাবা বসিয়েছে । আক্রান্ত হয়েছেন সুপারস্টার জিৎ, নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও । আক্রান্ত হয়েছেন টলি-অভিনেতা এবং পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান গঙ্গোপাধ্যায়ও । এ বার আক্রান্ত নাট্য-ব্যাক্তিত্ব ও অভিনেতা কৌশিক সেন (Koushik Sen) এবং তাঁর স্ত্রী অভিনেত্রী রেশমী সেন (Reshmi Sen)।
advertisement
জানা গিয়েছে, গত ১০ এপ্রিল কোভিড টিকা নিয়েছিলেন দু’জনেই । কিন্তু তারপরেও করোনায় আক্রান্ত হয়েছেন টলিউডের এই দুই তারকা দম্পতি । করোনার টিকা নেওযার পর থেকেই শারীরিক অস্বস্তি অনুভব করছিলেন তাঁরা । করোনা টেস্ট করাতে প্রথম কৌশিক সেনের রিপোর্ট পজেটিভ আসে । এরপর ১৮ এপ্রিল ইতিবাচক রিপোর্ট আসে রেশমীরও । দু’জনেই হোম কোয়ারেন্টাইনে আছেন । তাঁদের শারীরিক অবস্থাও স্থিতিশীল বলেই জানা গিয়েছে । চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ ও স্বাস্থ্যবিধি মেনে চলছেন দু’জনেই ।
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
টিকা নিয়েও Corona ভাইরাসে আক্রান্ত হলেন কৌশিক সেন ও তাঁর স্ত্রী রেশমী সেন!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement