Viral Video: তলানিতে থেকেছে বৈবাহিক সম্পর্ক, জনসমক্ষে স্ত্রী নবনীতাকে সপাটে চড় মারলেন জিতু কমল, তারপর...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
জনসমক্ষে জিতু এ দিন নবনীতাকে সপাটে একটি থাপ্পড় মারেন। যে ঘটনা থেকে এক প্রকার স্পষ্ট দু'জনের বৈবাহিক সম্পর্ক তলানিতে থেকেছে।
#কলকাতাঃবিয়ে হয়েছে মাত্র বছর দেড়েক। তার মধ্যেই জনপ্রিয় টেলি অভিনেতা জিতু কমল এবং অভিনেত্রী নবনীতা দাসের মধ্যে একাধিকবার 'ব্রেকআপ'-র গুঞ্জন সংবাদের শিরোনামে চলে এসেছে। তবে সেই সব সম্ভাবনাকে হেলায় উড়িয়ে সংসার করছেন দু'জনে। তবে এ বারে প্রকাশ্যেই অভিনেতা জিতু এমন এক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন, তা কোনও দম্পতির জন্যই কাম্য নয়। যা পড়ছেন, একদম সত্যি। জনসমক্ষে জিতু এ দিন নবনীতাকে সপাটে একটি থাপ্পড় মারেন। যে ঘটনা থেকে এক প্রকার স্পষ্ট দু'জনের বৈবাহিক সম্পর্ক তলানিতে থেকেছে।
২০১৯ সালের ৬ মে সাতপাকে বাঁধা পড়েন অভিনেতা জিতু কমল এবং টেলি অভিনেত্রী নবনীতা দাস। বিয়ের দেড়বছর যেতে না যেতেই বারে বারে সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে, তাঁদের সম্পর্কের ভাঙনের বিষয়।যার জেরে চিন্তিত জিতু-নবনীতার অনুরাগীরা।
advertisement
advertisement
advertisement
তবে না। এখনই জিতু-নবনীতার অনুরাগীদের চিন্তার একেবারেই কোনও কারণ নেই। পুরো বিষয়টি হয়েছে নেহাতই মজার ছলে। ইনস্টাগ্রামে মজা করেই একটি ভিডিও পোস্ট করেছেন জিতু। তাতে দেখা যাচ্ছে মনের নিজেদের বেডরুমে শুয়ে রয়েছেন দু'জনে। মনের সুখে 'রাজা হিন্দুস্থানি' সিনেমার 'পরদেশি পরদেশি' গান গাইছেন। সেই সময় পাশ থেকে গানের একটা লাইন গেয়ে ওঠেন স্ত্রী নবনীতা। এরপরেই প্রবল রেগে তাঁকে সকলের সামনে সপাটে একটি চড় কষিয়ে দেন জিতু।
advertisement
advertisement
মারতে মারতে জিতুতে চিৎকার করে বলতে শোনা যায়, 'বিচ মে মত বোল' অর্থাৎ 'গানের মধ্যে এ ভাবে কথা বলবে না'। এ পরে অবশ্য লজ্জায় মুখ চাদরের নিচে মুখ লুকিয়ে ফেলেন নবনীতা। তবে স্ত্রীকে মেরেও কোনও হেলদোল ছিল না জিতুর। বরং স্ত্রী মুখ ধেকে নিতেই সে আবার চিৎকার করে গান শুরু করে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 25, 2021 1:47 PM IST