Nusrat Jahan: 'বিজেপির গুন্ডারাজের কোনও সীমা নেই', রাগে ফেটে পড়লেন নুসরত
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
ভগবানপুরে হিংসা ছড়ানোর অভিযোগ গেরুয়া শিবিরের বিরুদ্ধে। এই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী তথা তারকা সাংসদ নুসরত জাহান।
#কলকাতা: প্রথম দফার ভোটেই অশান্ত রাজ্য। পাঁচ জেলার ৩০ আসনে ভোট গ্রহণ চলছে আজ। তার মধ্যেই বেশ কিছু এলাকা অশান্ত হয়ে উঠল। শাসক দল তৃণমূল ও বিজেপির দুইয়ের বিরুদ্ধেই হিংসা ছড়ানোর অভিযোগ উঠেছে। ভগবানপুরে হিংসা ছড়ানোর অভিযোগ গেরুয়া শিবিরের বিরুদ্ধে। এই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী তথা তারকা সাংসদ নুসরত জাহান।
নুসরত একটি টুইট করে লিখেছেন, "বিজেপির নির্লজ্জ গুন্ডারাজের কোনও সীমা নেই। বাংলার ভোটাররা যাতে ভোট না দিতে পারে তার জন্য এই গুন্ডারা ভয় দেখাচ্ছে এবং মানুষকে আটকাচ্ছে। বাংলার মানুষের কণ্ঠ কখনওঅ রোধ করা যাবে না। তারা এই বহিরাগতদের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিয়েছে। তাই ভয় পাচ্ছে ওরা।"
The shamelessness of @BJP4India hooliganism knows no bounds. Goons trying to stop and scare voters of Bengal from voting.
Bengal's voice can never be suppressed and it is tolling the death knell for the 'bohiragotos'. That's why they are so scared. #VoteForTMC pic.twitter.com/ckbybdyMri — Nusrat Jahan Ruhi (@nusratchirps) March 27, 2021
advertisement
advertisement
বিজেপি আক্রমণ করে সম্প্রতি আরও একটি টুইট করেছিলেন নুসরতয মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে শাড়ি পরা নিয়ে একটি জনসভা থেকে সম্প্রতি আক্রমণ করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই মন্তব্যের বিরুদ্ধেও টুইটারে বিস্ফোরক হন নুসরত।
দিলীপ ঘোষ মমতা সম্পর্কে মন্তব্য করেন, "মুখ্যমন্ত্রী এক পা ঢেকে রাখছেন, আর এক পা শাড়ির বাইরে বের করে রাখছেন। জীবনে কাউকে এভাবে শাড়ি পরতে দেখিনি। যদি তিনি তাঁর পা দেখাতে চান, তাহলে তিনি বারমুডা শর্টস পরুন। তাতে তাঁর পা আরও ভালভাবে দেখা যাবে।"
advertisement
এই মন্তব্যের তীব্র নিন্দা করে তিনি লিখেছিলেন, বিজেপির নেতাদের মধ্যে নারীবিদ্বেষ এবং পুরুষদের ইচ্ছে অনুযায়ী নারীদের দমিয়ে রাখার প্রবণতা ব্যাপক ভাবে দেখা যায়। এই বিষয়টি এখন দেশের চিন্তা কারণ হয়ে দাঁড়িয়েছে। দিলীপ ঘোষকেও সরাসরি কটাক্ষ করে নুসরত বলছেন, এর আগেও মুখ্যমন্ত্রীকে প্রকাশ্য জনসভার মধ্যে খারাপ ভাষায় আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। আমি আবার বলছি, বিজেপিকে একটিও ভোট নয়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 27, 2021 2:14 PM IST