Dev Road Show : পথে 'দেব'! তরুণীদের উত্তাল নাচ 'খেলা হবে’ স্লোগানে

Last Updated:

সোমবার বাঘমুন্ডি, রঘুনাথপুরে সভা ও রোড শো করেন দেব। লাল মাটির দেশে নায়কের এক ঝলক দেখতে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

#পুরুলিয়া : জল্পনা চলছিল তিনিও কী দল-পাল্টিদের দলে? কিন্তু নির্বাচনের দিন-ক্ষণ ঘোষণার পরেই যাবতীয় জল্পনার মুখে জল ঢেলে তৃণমূলের (TMC) হয়ে কোমর বেঁধে প্রচারে নেমেছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব (dev)। এর আগে বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুরে প্রচার সেরেছেন তিনি। সোমবার পা রাখলেন পুরুলিয়ায়। টলিউড সুপারস্টারকে দেখতে মানুষের ভিড় উপচে পড়ে রাস্তায়। দেব এদিন বলেন, যাঁরা কাজ করেছেন তারাই জিতবেন। তিনি নিজে যখন রাজনীতিতে এসেছিলেন সকলে ভেবেছিল তাঁর ফিল্ম কেরিয়ার শেষ। কিন্তু এখন তাঁর পথ অনুসরণ করেই একের পর এক তারকা রাজনীতির জগতে পা রাখছেন। বলেও মন্তব্য করেন দেব।
সোমবার পাড়া, বাঘমুন্ডি, রঘুনাথপুরে সভা ও রোড শো করেন দেব। সাদা, সবুজ ও গেরুয়া বেলুন দিয়ে সাজানো হয়েছিল রাস্তার দু'ধার। জিপে চড়ে রোড শোতে হাজির ছিলেন দেব। দেবকে সামনে পেয়ে মানুষের উন্মাদনা ছিল দেখার মতো। চড়া গরমের মধ‍্যেই ‘খেলা হবে’র তালে রাস্তায় উত্তাল নাচ নাচতে দেখা যায় একদল তরুণীকে। এদিন বিজেপির ‘সোনার বাংলা’ স্লোগানকেও কটাক্ষ করেন দেব। তিনি বলেন, যারা মানুষের জন‍্য কাজ করবেন তারাই ভোট পাবেন। আজ সোনার বাংলা গড়ার স্লোগান ভাল চলছে। সোনার বাংলা হলে আমাদের সকলেরই লাভ। কিন্তু আজ যারা এই স্লোগান দিচ্ছে তারাই ২০১৪ সালে বলেছিলেন সোনার চিড়িয়া বানানোর কথা।
advertisement
গত বৃহস্পতিবার বাঁকুড়ার (Bankura) রানিবাঁধ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জ্যোৎস্না মান্ডির হয়ে প্রচারে গিয়েছিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। এর আগে পশ্চিম মেদিনীপুরের দাঁতন বিধানসভা কেন্দ্রের তুরকা গ্রামে প্রচারে যান দেব। তৃণমূল প্রার্থী বিক্রমচন্দ্র প্রধানের হয়ে প্রচার করেন তিনি। এদিন প্রচার সভায় বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়ে দেব বলেন, "বাংলায় ধর্ম নিয়ে রাজনীতির কোনও জায়গা নেই। তাই যারা ধর্ম নিয়ে খেলে তাদের বাংলায় কোনও জায়গা নেই। বাংলায় শুধু শান্তির খেলা হবে।" তৃণমূল সাংসদ আরও বলেন, "মানুষ এখনও মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের পাশে রয়েছে। কোনও ভাঁওতাবাজদের পাশে নয়। গত বছরে মানুষের জন‍্য অনেক কাজ করেছেন দিদি। হিন্দু মুসলিম কার্ড খেলা হয়নি। শুধুমাত্র উন্নয়ন হয়েছে। আজ তার উদাহরণ হিসাবে এত মানুষের সমর্থন।"
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dev Road Show : পথে 'দেব'! তরুণীদের উত্তাল নাচ 'খেলা হবে’ স্লোগানে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement