বলিউড স্টারদের নিয়ে 'থ্রি কোর্স মিল' পরিবেশন করতে ব্যস্ত বাংলার তিন পরিচালক

Last Updated:

বাংলায় কাজ করেছেন এই তিন পরিচালক৷ প্রশংসাও কুড়িয়েছেন৷ কিন্তু প্রত্যেকের মোটের উপর এটাই প্রথম হিন্দি ভেঞ্চার৷

#কলকাতা: টলিউডে তিনজন পরিচালক একসঙ্গে এলেন হিন্দি ছবির জন্য৷ ইন্দ্রাশিস আচার্য, শিলাদিত্য মৌলিক ও অর্জুন দত্ত একত্রে এলেন দর্শকদের এক বিশেষ উপহার দিতে৷ ছবির নাম থ্রি কোর্স মিল৷ থ্রি কোর্স মিলে যেমন তিনটি ভাগে খাবার থাকে, এই ছবিতে তেমন ৩টি গল্প থাকছে৷ এটি একটি ডার্ক ফ্যান্টাসি থ্রিলার বলে জানিয়েছেন পরিচালকরা৷ প্রতিটি গল্প থাকছেন বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা৷
থ্রি কোর্স মিলে পরিচালক ইন্দ্রাশিস আচার্যের হিন্দি ছবির নাম রেড ভেলভেট৷ থাকছেন মুম্বইয়ের সুষমা দেশপাণ্ডে, জয় সেনগুপ্ত, অনুভব কাঞ্জিলাল, দেবপ্রিম মুখোপাধ্যায় প্রমুখ৷ থাকছে শিলাদিত্য মৌলিকের ছবি, যার নাম বেবি ফুড৷ এর আগে হিন্দি ছবি মিসেস স্কুটার তৈরি করেছেন শিলাদিত্য৷ তৈরি করেছেন বাংলা ছবি সোয়েটার৷ একটি  হিন্দি স্বল্পদৈর্ঘের ছবিও বানিয়েছেন শিলাদিত্য, যার নাম ছিল স্বাদ অনুসার৷ এবার তাঁর তৈরি বেবি ফুডে অভিনয় করবেন মাকরি, এবং তাসকেন ফাইলস অভিনীত শ্বেতা বসু প্রসাদ, অনির্বাণ চক্রবর্তী৷ তৃতীয় গল্পটির পরিচালক অর্জুন দত্ত৷ ইতিমধ্যেই অব্যক্ত, গুলদস্তা, শ্রীমতীর মতো ছবি পরিচালনায় হাত পাকিয়েছেন অর্জুন৷ এবার তাঁর ছবির নাম বিরিয়ানি৷ তাঁর ছবিতে অভিনয় করবেন পাওলি দাম, কান সিং সোধা৷
advertisement
বাংলায় কাজ করেছেন এই তিন পরিচালক৷ প্রশংসাও কুড়িয়েছেন৷ কিন্তু প্রত্যেকের মোটের উপর এটাই প্রথম হিন্দি ভেঞ্চার৷ তাই চাপা টেনশন রয়েছে তিনজনেরই৷ রেড ভেলভেট, বেবি ফুড এবং বিরিয়ানির এই থ্রি কোর্স মিলের স্বাদ কতটা দর্শকদের পছন্দ হয়, তারই অপেক্ষায় সকলে৷ এই ছবিটির প্রযোজনায় কফি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বলিউড স্টারদের নিয়ে 'থ্রি কোর্স মিল' পরিবেশন করতে ব্যস্ত বাংলার তিন পরিচালক
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement