• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • মধ্য বয়সের একাকী দুই মানুষের প্রেমের গল্প নিয়ে আসছে দুই শালিক, অভিনয়ে অনন্যা, রজতাভ

মধ্য বয়সের একাকী দুই মানুষের প্রেমের গল্প নিয়ে আসছে দুই শালিক, অভিনয়ে অনন্যা, রজতাভ

Dui Shalik

Dui Shalik

 • Share this:

  #কলকাতা: একাকী দুই মানুষ৷ সঙ্গে জুড়েছে মধ্য বয়সের নানা সমস্যা৷ তাঁদের মধ্যেও কোনও কথা হয় না৷ তবে ভাবের আদানপ্রদান হয়৷ সঙ্গে একে অপরের অনুভূতিও বোঝেন তাঁরা৷ এই নিয়েই তমাল সেনের ছবি দুই শালিক। দুজন মানুষের , নৈঃশব্দ্য এবং অজস্র অনুভূতির গল্প তুলে ধরেছেন তমাল৷

  পার্থ আর সঞ্চারীর গল্প। কীভাবে ওদের মিল হল? আদৌ কী হবে শেষে ? শহরের ব্যস্ত ক্যকফনির মধ্যে এক টুকরো রোদ ঝলমলে আকাশের গল্প, মিলে যাওয়ার গল্প, ফিরে আসার কিংবা না পাওয়ার গল্পই হল দুই শালিক৷ পার্থের ভূমিকায় রজতাভ দত্ত ও সঞ্চারীর চরিত্রে দেখা যাবে অনন্যা চট্টোপাধ্যায়কে৷ এছাড়াও ছবিতে অভিনয় করেছেন অভ্রজিৎ চক্রবর্তী, তপতী মুন্সি৷

  এস আর এফ টি আই-য়ের ছাত্র তমালের প্রথম ফিচার দ্য গিফট এন এফ ডি সি স্ক্রিনরাইটারের জন্য নির্বাচিত হয়। জনপ্রিয় ওয়েব সিরিজ কালী-র প্রথম সিজনের লেখক তমালের বর্তমানে কাজ করছেন অনুষ্কা শর্মা প্রযোজিত ওয়েব সিরিজে। তার মধ্যেই মুক্তি পেতে চলেছে দুই শালিক৷

  ছবি গল্প এবং ছবির অ্যাডিশনাল ডায়লগের কাজ করেছেন অম্বরীশ মজুমদার৷ ছবির চিত্রগ্রাহক শুভদীপ দে এবং সম্পাদক সংলাপ ভৌমিক৷ ছবির সুর করেছেন অনিবার্ণ অজয় দাস৷ দুই শালিকের প্রযোজক দেবজিৎ সাহা ও অম্বরিশ মজুমদারের আইস মিডিয়া ল্যাব।

  Published by:Pooja Basu
  First published: